Advertisement
০৫ নভেম্বর ২০২৪

স্মৃতিতে মাটির গন্ধ

বেশ অল্প বয়সেই বাবার হাত ধরে তিনি বেরিয়ে পড়েছিলেন। ‘জীবনস্মৃতি’ বইয়ে রবীন্দ্রনাথ নিজেই স্বীকার করেছেন সে কথা। সেই শুরু। তার পরে জীবনের নানা পর্বে বিভিন্ন জায়গায় বেশ কিছু বাড়িতে দিনের পর দিন কেটেছে তাঁর। রবীন্দ্রনাথের স্মৃতিধন্য সেই সব বাড়িগুলি এখন কেমন আছে? খোঁজ নিল আনন্দবাজার।বেশ অল্প বয়সেই বাবার হাত ধরে তিনি বেরিয়ে পড়েছিলেন। ‘জীবনস্মৃতি’ বইয়ে রবীন্দ্রনাথ নিজেই স্বীকার করেছেন সে কথা। সেই শুরু। তার পরে জীবনের নানা পর্বে বিভিন্ন জায়গায় বেশ কিছু বাড়িতে দিনের পর দিন কেটেছে তাঁর। রবীন্দ্রনাথের স্মৃতিধন্য সেই সব বাড়িগুলি এখন কেমন আছে? খোঁজ নিল আনন্দবাজার।

যুবক রবীন্দ্রনাথ কখনও তাঁর জ্যোতিদাদা-নতুন বউঠানের সঙ্গে, কখনও বা একা এসে গঙ্গাপাড়ের চন্দননগরে কাটিয়েছেন বেশ কিছু দিন।<br>
থম দিকে রবীন্দ্রনাথ তাঁর জ্যোতিদাদার সঙ্গে এসে উঠতেন মোরান সাহেবের বাংলোয়। তাঁর ‘অধ্যাপক ও আপদ’ গল্পে ওই বাড়ির কথা রয়েছে।<br>
তবে, গঙ্গার ধারে সেই বাড়ি এখন আর নেই। নেই ‘জাহ্নবী নিবাস’ও। স্ট্র্যান্ডের এক ধারে সেই বাড়িতেও রবীন্দ্রনাথ এসেছিলেন।<br>
সেখানে এখন নতুন একটি বাড়ি করে রবীন্দ্রভবন করা হয়েছে। তবে, রয়েছে রবীন্দ্রভবনের অদূরে ‘পাতালবাড়ি’।

যুবক রবীন্দ্রনাথ কখনও তাঁর জ্যোতিদাদা-নতুন বউঠানের সঙ্গে, কখনও বা একা এসে গঙ্গাপাড়ের চন্দননগরে কাটিয়েছেন বেশ কিছু দিন।<br> থম দিকে রবীন্দ্রনাথ তাঁর জ্যোতিদাদার সঙ্গে এসে উঠতেন মোরান সাহেবের বাংলোয়। তাঁর ‘অধ্যাপক ও আপদ’ গল্পে ওই বাড়ির কথা রয়েছে।<br> তবে, গঙ্গার ধারে সেই বাড়ি এখন আর নেই। নেই ‘জাহ্নবী নিবাস’ও। স্ট্র্যান্ডের এক ধারে সেই বাড়িতেও রবীন্দ্রনাথ এসেছিলেন।<br> সেখানে এখন নতুন একটি বাড়ি করে রবীন্দ্রভবন করা হয়েছে। তবে, রয়েছে রবীন্দ্রভবনের অদূরে ‘পাতালবাড়ি’।

শেষ আপডেট: ০৯ মে ২০১৫ ০০:০০
Share: Save:
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE