Uttar Pradesh: দিল্লির পর উত্তরপ্রদেশ, অপরাধ দমনে নতুন ‘গোয়েন্দা’ আনছেন আদিত্যনাথ!
উত্তরপ্রদেশে সাইবার অপরাধের সংখ্যা ক্রমশ বাড়ছে। অভিযোগ, ভিন্ রাজ্যে সাইবার অপরাধমূলক কাজকর্ম চালানো হচ্ছে সে রাজ্যে বসেই।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ জুলাই ২০২২ ০৯:০২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, রাজ্য সাইবার ফরেনসিক গবেষণাগার খোলার প্রয়োজনীয়তা রয়েছে। সাইবার অপরাধের পাশাপাশি অন্য যে কোনও ধরনের অপরাধের রহস্য-সন্ধানে সাহায্য করবে এই গবেষণাগার।
০২১৫
উত্তরপ্রদেশে সাইবার অপরাধের সংখ্যা ক্রমশ বাড়ছে। অভিযোগ, ভিন্ রাজ্যে সাইবার অপরাধমূলক কাজকর্ম চালানো হচ্ছে সে রাজ্যে বসেই।
০৩১৫
উদ্বিগ্ন যোগী সরকার এই ফরেনসিক গবেষণাগার স্থাপনের পাশাপাশি থানাগুলিতে সাইবার থানা তৈরি করার পরিকল্পনা করেছে। যে থানাগুলিতে বিভিন্ন সাইবার অপরাধের বিরুদ্ধে অভিযোগ নেওয়া এবং তদন্ত করে দেখা হবে।
০৪১৫
বর্তমান দুনিয়ায় কোনও অপরাধের রহস্য সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ফরেনসিক গবেষণাগার।
০৫১৫
সাইবার ফরেনসিক গবেষণাগার শুধুমাত্র সাইবার অপরাধ নয়, অন্য অপরাধের ক্ষেত্রে ব্যবহৃত মোবাইল, সিসিটিভ ফুটেজ খতিয়ে দেখে তথ্য বার করে আনতেও সাহায্য করবে।
০৬১৫
চলতি বছরের মে মাসে হায়দরাবাদে কেন্দ্রীয় ফরেনসিক গবেষণাগারের ক্যাম্পাসে একটি কেন্দ্রীয় ফরেনসিক সাইবার গবেষণাগারের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
০৭১৫
কী ধরনের কাজ করে সাইবার ফরেনসিক গবেষণাগার? অনলাইনে প্রতারণা এবং বিভিন্ন সাইবার অপরাধের তদন্তে সাহায্য করে এই গবেষণাগার।
০৮১৫
এ ছাড়া সফটওয়্যারের মাধ্যমে আপনার কম্পিউটার বা মোবাইলের দখল নেওয়া অপরাধীকে চিহ্নিত করতে সাহায্য করে। নষ্ট করে দেওয়া তথ্য উদ্ধার করে অপরাধের রহস্য সমাধানে সাহায্য করে।
০৯১৫
খুন বা ধর্ষণের পর অধিকাংশ সময় অপরাধী প্রমাণ লোপাটে করা চেষ্টা করে। সে ক্ষেত্রে মোবাইল থেকে তথ্য মুছে দেওয়া, হোয়াটসঅ্যাপ বা অন্য কোনও মেসেজিং অ্যাপে বার্তার আদান-প্রদান মুছে দিতে পারে অপরাধী।
১০১৫
এই সব ক্ষেত্রে সেই মুছে দেওয়া তথ্য উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সাইবার ফরেনসিক গবেষণাগার।
১১১৫
ঝাপসা হয়ে যাওয়া সিসিটিভি ফুটেজ থেকে অপরাধীকে চিহ্নিতকরণের জন্য পুলিশ সাইবার ফরেনসিক গবেষণাগারের সাহায্য নিয়ে থাকে।
১২১৫
অপরাধ করার সময় অপরাধী যদি এমন কিছু ব্যবহার করে যেগুলি সাইবার সম্পর্কিত, সে ক্ষেত্রে দ্বারস্থ হতে হয় ফরেনসিক ল্যাবের।
১৩১৫
এ ছাড়া ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল মুদ্রার দুনিয়ায় অপরাধ এবং প্রতারণার রহস্য ফাঁসে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই ল্যাব।
১৪১৫
ম্যালও্যায়ারের মাধ্যমে কম্পিউটারের তথ্য হাতিয়ে নেওয়া অপরাধীর হদিস দিতে পারে সাইবার ফরেনসিক গবেষণাগার।
১৫১৫
উত্তরপ্রদেশ ভাবনা-চিন্তা শুরু করেছে। দিল্লিতে ইতিমধ্যেই একটি সাইবার ফরেনসিক গবেষণাগার রয়েছে। বেশ কয়েকটি রাজ্য ভাবছে এই ধরনের গবেষণাগার তৈরির কথা।