নায়কের সঙ্গে পার্টিতে আলাপ। দু’মাস প্রেমপর্ব চলার পরেই বিয়ে। তবে বিয়ের পর মধুচন্দ্রিমায় নিজেকে হোটেলের ঘরে বন্দি করে ফেলেছিলেন নায়িকা। বহু ক্ষণ দরজায় ধাক্কা দেওয়ার পরেও নায়ককে ঘরে ঢুকতে দেননি তিনি। শেষ পর্যন্ত নববধূকে হোটেলে ফেলে রেখে বিয়ে ভেঙে চলে গিয়েছিলেন নায়ক। হলিউডের যে তারকা-দম্পতিদের বিয়ে সবচেয়ে কম সময় টিকেছে সেই তালিকায় শীর্ষে রয়েছেন নির্বাক চলচ্চিত্রের এই দুই তারকা। মাত্র ২০ মিনিট টিকেছিল তাঁদের বিয়ে।