Woman dated a wanted criminal for a year with no clue who he was dgtl
Crime
স্ট্রিপার ক্লাবে আলাপ, এক বছরের প্রেম, সম্পর্ক ভাঙার পর টেলিভিশনে প্রাক্তনকে দেখে চমকে যান প্রেমিকা
১৬ বছর ধরে পলাতক এক খুনির সঙ্গে এক বছরের সম্পর্কে ছিলেন মাল্টার বাসিন্দা স্টেলা প্যারিস।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ ০৮:৫৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৮
অ্যানড্রিউ ল্যাম্ব। ইউরোপের মাল্টা এলাকার বাসিন্দা। পেশায় ব্যবসায়ী। ব্যবসায় রোজগার করে ভাল লাভও করেছেন তিনি।
০২১৮
নিজের শখ পূরণ করতে ইয়টও কিনেছেন তিনি। ইয়টের ক্যাপ্টেন অ্যান্ড্রিউ নিজেই। অর্থনৈতিক দিক দিয়ে সফল অ্যান্ড্রিউয়ের জীবনে এক নতুন অধ্যায়ের শুরু হয় ২০১২ সালে।
০৩১৮
মাল্টার একটি স্ট্রিপার ক্লাবে স্টেলা প্যারিসের সঙ্গে আলাপ হয় তাঁর। ৩৫ বছর বয়সি স্টেলা ওই ক্লাবেরই স্ট্রিপার ছিলেন।
০৪১৮
অ্যান্ড্রিউয়ের সঙ্গে মেলামেশা করার পর স্টেলা তাঁর আরও ঘনিষ্ঠ হয়ে পড়েন। স্টেলা এক সাক্ষাৎকারে জানান, অ্যান্ড্রিউ খুব দূরদর্শী চিন্তাভাবনার মানুষ। যে কোনও জিনিসের ভাল দিকটাই দেখতেন তিনি। অন্যদের উদ্বুদ্ধ করতেন সব সময়।
০৫১৮
অ্যান্ড্রিউয়ের এই স্বভাবগুলি দেখেস্টেলা তাঁর প্রতি আকৃষ্ট হন। স্টেলার মতে, ব্যবসা করে কোন পদ্ধতিতে বেশি রোজগার করা যায় সে সম্পর্কে অ্যান্ড্রিউয়ের ধারণা ছিল প্রবল। তাঁর মতো মানুষ কখনও কাউকে কষ্ট দিতে পারেন না বলেও জানান স্টেলা।
০৬১৮
কিন্তু সম্পর্কের রসায়ন যত গভীর হতে শুরু করে, অ্যান্ড্রিউয়ের মধ্যে বদল লক্ষ করতে থাকে স্টেলা। লোকজনের সামনে গেলে অ্যান্ড্রিউ নিজেকে গুটিয়ে ফেলতেন।
০৭১৮
এক দিন স্টেলা এবং অ্যান্ড্রিউ রেস্তরাঁয় যান। সেখানে গিয়েও একই ঘটনা ঘটতে দেখা যায়। অ্যান্ড্রিউ তাঁর মুখ ঢাকতে শুরু করেন। ভিড় থেকে নিজেকে সরিয়ে নেন।
০৮১৮
দু’জনের মধ্যে এই নিয়ে বচসা বাধে। স্টেলা জিজ্ঞাসা করেন, অ্যান্ড্রিউয়ের এমন আচরণ করার কারণ কী?
০৯১৮
এক জন স্ট্রিপারের সঙ্গে সম্পর্কে রয়েছেন তা নিয়ে কি কোনও সঙ্কোচ বোধ করছেন অ্যান্ড্রিউ? সেই কারণেই কি স্টেলার সঙ্গে বাইরে বেরোলে বার বার মুখ লুকোনোর চেষ্টা করেন তিনি?
১০১৮
এই নিয়ে বারংবার ঝামেলা হতে থাকায় স্টেলার সঙ্গে অ্যান্ড্রিউয়ের সম্পর্কে টান পড়ে। ২০১৩ সালে তাঁদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে এবং স্টেলা মাল্টা থেকে লন্ডনে চলে যান।
১১১৮
লন্ডনে যাওয়ার পর অ্যান্ড্রিউ তাঁর সঙ্গে কোনও রকম যোগাযোগ স্থাপন করার চেষ্টাও করেননি। এক দিন হঠাৎ টেলিভিশনের পর্দায় অ্যান্ড্রিউকে দেখতে পান স্টেলা।
১২১৮
দুই বাচ্চার সামনে তাঁদের বাবাকে খুন করে বহু বছর ধরে পলাতক এক খুনিকে গ্রেফতার করার খবর দেখাচ্ছিল টিভিতে। খুনি হিসাবে যাঁর ছবি দেখানো হচ্ছে তা ছিল অ্যান্ড্রিউয়ের।
১৩১৮
কিন্তু খুনির নাম অ্যান্ড্রিউ নয়। তা কী করে সম্ভব? পরে পুলিশি তদন্তে জানা যায়, অ্যান্ড্রিউয়ের আসল নাম ক্রিস্টোফার গেস্ট মোর। ২০০৩ সালে তিনি ইংল্যান্ডের একটি গাঁজার গুদামে ব্রায়ান ওয়াটার্সকে তাঁর ছেলেমেয়ের সামনেই খুন করেন।
১৪১৮
খুন করার দু’দিন পর তিনি স্পেনে পালিয়ে যান। তার পর দক্ষিণ আফ্রিকা, মোজ়াম্বিক, তুরস্ক-সহ বহু জায়গায় পালিয়ে বেরিয়েছেন।
১৫১৮
শেষে, মাল্টায় পৌঁছে নিজের নাম পরিবর্তন করে, পেশা বদল করে নতুন পরিচয়ে থাকতে শুরু করেন তিনি।
১৬১৮
১৬ বছর পর মাল্টা থেকেই গ্রেফতার করা হয় অ্যান্ড্রিউ ওরফে ক্রিস্টোফারকে।
১৭১৮
স্টেলা সাক্ষাৎকারে জানান, অ্যান্ড্রিউয়ের কিছু স্বভাব দেখে মনে হত যে তিনি স্টেলার কাছে কিছু লুকোচ্ছেন। কিন্তু স্টেলা যে এক জন খুনির সঙ্গে সম্পর্কে রয়েছেন তার বিন্দুমাত্র ধারণা হয়নি।
১৮১৮
২০১৯ সালে যখন ক্রিস্টোফারের বয়স ৪৩ বছর, তখন তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। এখনও তিনি হাজতেই রয়েছেন।