Winter won't look back in Kolkata as temperature will rise in next few days because of the whirlpool dgtl
Kolkata Weather Update
বছর শেষেও দেখা নেই শীতের! নতুন বছরে ফিরবে উত্তুরে হাওয়া? কী বলছে আবহাওয়া দফতর?
আগামী কয়েক দিনেও তাপমাত্রা হেরফেরের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ ১৫:০৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
বছর শেষ হওয়ার মুখে। নতুন বছরের অপেক্ষায় রাজ্যবাসী। আর তাঁর সঙ্গেই অপেক্ষায় শীতের। ডিসেম্বরের শুরুতে ক’দিন পারদ নীচের দিকে নামলেও, বড়দিনের আগেই তা ঊর্ধ্বমুখী হয়েছিল।
০২১০
উৎসবের মরসুমে মাতোয়ারা বাঙালি নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি। তবে চলতি বছর বিদায় জানাতে চললেও শীতের কোনও দেখা নেই রাজ্যে।
০৩১০
আগামী কয়েক দিনেও তাপমাত্রা হেরফেরের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
০৪১০
বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।
০৫১০
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের তুলনায় বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।
০৬১০
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
০৭১০
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি বছরে আর তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। বাংলাদেশে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে।
০৮১০
ঘূর্ণাবর্ত তৈরির ফলে বাতাসে অধিক পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। এর ফলে আগামী কয়েক দিনেও তাপমাত্রা কমবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
০৯১০
সকালের দিকে কুয়াশার আস্তরণ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা সরে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
১০১০
আকাশ মূলত পরিষ্কার থাকবে। এই বছরে আর শীতের দেখা মিললেও আগামী বছর তার সঙ্গে শীতের আমেজ নিয়ে আসবে কি না সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।