Who is Arpita Mukherjee aide of partha Chatterjee dgtl
partha chatterjee
Partha Chatterjee: কে এই ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা? কোথা থেকে তাঁর ফ্ল্যাটে এল ২০ কোটি নগদ টাকা!
ইডির একটি সূত্র জানিয়েছে, অর্পিতা দক্ষিণ কলকাতার একটি নামী দুর্গাপুজোর সঙ্গে যুক্ত। ঘটনাচক্রে, সেই পুজোর সঙ্গে পার্থেরও সম্পর্ক রয়েছে।
নিজস্ব সংবাদদাতা
কলকাতাশেষ আপডেট: ২২ জুলাই ২০২২ ২৩:১৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাট থেকে বস্তাবন্দি ২০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে।
০২১৩
শুক্রবার এমন দাবিই করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
০৩১৩
তাদের দাবি, যে ফ্ল্যাট থেকে ওই টাকা উদ্ধার করা হয়েছে সেখানে অর্পিতা মুখোপাধ্যায় নামে এক জন থাকেন।
০৪১৩
অভিজাত ওই আবাসনে যাঁর ফ্ল্যাট থেকে নগদ ২০ কোটি টাকা উদ্ধার হল, সেই অর্পিতা কে?
০৫১৩
ইডির দাবি, তিনি রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। ঘটনাচক্রে পার্থের বাড়িতে শুক্রবার সকালেই হাজির হন ইডি আধিকারিকরা। দিনভর চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ পর্ব।
০৬১৩
ইডি সূত্রে খবর, দক্ষিণ কলকাতার বাসিন্দা অর্পিতা শহরের একটি নামী দুর্গাপুজোর সঙ্গে যুক্ত।
০৭১৩
ঘটনাচক্রে, সেই পুজোর সঙ্গে পার্থেরও সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে।
০৮১৩
সেই পুজোর একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন অর্পিতা।
০৯১৩
এত টাকা এল কোথা থেকে? ইডি তাদের প্রেস বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার হওয়া টাকার সঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতির সম্পর্ক থাকতে পারে বলে তারা মনে করছেন।
১০১৩
একটি সূত্র জানাচ্ছে, অর্পিতা আইনি পেশার সঙ্গে যুক্ত। থাকেন টালিগঞ্জের অভিজাত আবাসনে। অর্পিতা ঠিক কী করেন, তা এখনও স্পষ্ট নয়।
১১১৩
শুক্রবার সকাল ৮টা নাগাদ ইডির তদন্তকারীরা পার্থের বাড়ি-সহ মোট ১৩টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেন। সন্ধ্যায় ইডির একটি দল হানা দেয় অর্পিতার ফ্ল্যাটে। সেখানে উদ্ধার হয় নগদ ২০ কোটি টাকা এবং ২০টি মোবাইল ফোন।
১২১৩
অভিযানের তালিকায় অর্পিতার ফ্ল্যাট ছিল না বলেই ইডি সূত্রে জানা গিয়েছে। অভিযানের প্রাথমিক তালিকায় অর্পিতার ফ্ল্যাট ছিল না। পরবর্তীতে কিছু সূত্র পেয়ে ওই ফ্ল্যাটে হানা দেয় ইডি। এমনটাই খবর তদন্তকারী সংস্থা সূত্রে।
১৩১৩
এত টাকা এল কোথা থেকে? ইডি তাদের প্রেস বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার হওয়া টাকার সঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতির সম্পর্ক থাকতে পারে বলে তারা মনে করছেন।