weather department has forecasted rain along with prevailing temperature drop across west Bengal dgtl
West Bengal Weather Update
কুয়াশার চাদরে ঢাকা পৌষ সংক্রান্তি, কনকনে ঠান্ডার দোসর হবে বৃষ্টিও! আর কী কী পূর্বাভাস আবহাওয়া দফতরের?
চলতি বছর শীতের আশা প্রায় মানুষ ছেড়েই দিয়েছিলেন। সেই ধারণাকে তুড়ি মেরে উড়িয়ে কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা শহর-সহ গোটা রাজ্য।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৪ ১১:৪৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
পিঠে-পুলির আমেজ জমিয়ে দিতে পৌষের শীত বাংলায়। চলতি বছর শীতের আশা মানুষ প্রায় ছেড়েই দিয়েছিলেন, সেই ধারনাকে তুড়ি মেরে উড়িয়ে কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা শহর-সহ গোটা রাজ্য। সোমবারের সকালে কুয়াশায় ঢাকল পুরো শহর।
০২১০
এই দিন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কনকনে ঠান্ডার মধ্যেই বৃষ্টি নামতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
০৩১০
বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
০৪১০
বুধবার থেকে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। মঙ্গলবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলা। বৃষ্টির পাশাপাশি, কুয়াশার পরিমাণও বেশি থাকবে এই তিন জেলায়।
০৫১০
আবহাওয়া শুষ্ক থাকলেও সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের পাশাপাশি, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকবে।
০৬১০
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার কয়েকটি এলাকায় বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
০৭১০
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার সমান। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে।
০৮১০
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে তিন ডিগ্রি সেলসিয়াস কম।
০৯১০
সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
১০১০
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে উত্তর থেকে দক্ষিণে আগামী দু’দিন সর্বনিম্ন অর্থাৎ রাতের তাপমাত্রার কোনও রকম হেরফের হবে না। তার পর থেকে তাপমাত্রা দু’ থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।