Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Urvashi Rautela

উর্বশী, উর্বশী... ! বার বার ক্রিকেটারের ধ্যানভঙ্গ কেন?

কখনও ঋষভ পন্থ। কখনও নাসিম শাহ। কখনও হার্দিক পাণ্ড্য। ক্রিকেটারের ধ্যানভঙ্গ করছেন ঊর্বশী? ‘দুর্জন’-এর এমন কথায় অবশ্য কান দিচ্ছেন না অভিনেত্রী।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৩:৩২
Share: Save:
০১ ২০
উর্বশী রওতেলা। বলিউডে তাঁকে এক জন সফল অভিনেত্রী বলা যাবে কি না, তা নিয়ে যথেষ্ট তর্কের অবকাশ রয়েছে, তবে উর্বশী আর বিতর্ক যে সমার্থক শব্দ, তা নিয়ে কারও মনে কোনও সন্দেহ নেই। বলিপাড়া ছেড়ে উর্বশীর বিতর্কের রেশ এখন পৌঁছে গিয়েছে ক্রিকেট মহলেও। কখনও ভারতীয় দলের তরুণ ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে তো আবার কখনও পাকিস্তানের ক্রিকেটার নাসিম শাহের সঙ্গে— বার বার বিতর্কে জড়িয়েছেন উর্বশী।

উর্বশী রওতেলা। বলিউডে তাঁকে এক জন সফল অভিনেত্রী বলা যাবে কি না, তা নিয়ে যথেষ্ট তর্কের অবকাশ রয়েছে, তবে উর্বশী আর বিতর্ক যে সমার্থক শব্দ, তা নিয়ে কারও মনে কোনও সন্দেহ নেই। বলিপাড়া ছেড়ে উর্বশীর বিতর্কের রেশ এখন পৌঁছে গিয়েছে ক্রিকেট মহলেও। কখনও ভারতীয় দলের তরুণ ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে তো আবার কখনও পাকিস্তানের ক্রিকেটার নাসিম শাহের সঙ্গে— বার বার বিতর্কে জড়িয়েছেন উর্বশী।

০২ ২০
কখনও ঋষভ। কখনও নাসিম। আবার কখনও হার্দিক পাণ্ড্য। ক্রিকেটারের ধ্যানভঙ্গ করছেন ঊর্বশী। ‘দুর্জন’-এর এমন কথায় অবশ্য কান দিচ্ছেন না অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রীর ভক্তরা পাকিস্তানের উঠতি বোলার নাসিম শাহের প্রতি উর্বশীর ‘অনুরাগের’ ইঙ্গিত দিয়ে একটি ভিডিয়ো তৈরি করেন। সেই ভিডিয়োটি পরে উর্বশী নিজে শেয়ার করেন। ব্যস! গল্পের গরু গাছে চড়ে। রটে যায়, নাসিমের প্রতি তাঁর ‘অনুরাগ’ রয়েছে। এর আগে ঋষভ পন্থের সঙ্গে ঊর্বশীর নাম জড়িয়ে বিতর্ক হয়েছে। তারও আগে এসেছে হার্দিকের কথা। বার বার ক্রিকেটারদের ধ্যানভঙ্গ করছেন ঊর্বশী, এমন বলছেন কেউকেউ। তবে, উর্বশীকে নিয়ে বিতর্ক নতুন নয়।

কখনও ঋষভ। কখনও নাসিম। আবার কখনও হার্দিক পাণ্ড্য। ক্রিকেটারের ধ্যানভঙ্গ করছেন ঊর্বশী। ‘দুর্জন’-এর এমন কথায় অবশ্য কান দিচ্ছেন না অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রীর ভক্তরা পাকিস্তানের উঠতি বোলার নাসিম শাহের প্রতি উর্বশীর ‘অনুরাগের’ ইঙ্গিত দিয়ে একটি ভিডিয়ো তৈরি করেন। সেই ভিডিয়োটি পরে উর্বশী নিজে শেয়ার করেন। ব্যস! গল্পের গরু গাছে চড়ে। রটে যায়, নাসিমের প্রতি তাঁর ‘অনুরাগ’ রয়েছে। এর আগে ঋষভ পন্থের সঙ্গে ঊর্বশীর নাম জড়িয়ে বিতর্ক হয়েছে। তারও আগে এসেছে হার্দিকের কথা। বার বার ক্রিকেটারদের ধ্যানভঙ্গ করছেন ঊর্বশী, এমন বলছেন কেউকেউ। তবে, উর্বশীকে নিয়ে বিতর্ক নতুন নয়।

০৩ ২০
বলি এবং ক্রিকেট মহলে কানাঘুষো শোনা গিয়েছিল, একে অপরের প্রেমে মজেছেন ঋষভ এবং উর্বশী। এমনকি, তাঁদের এক সঙ্গে বার কয়েক দেখাও গিয়েছে। শোনা যায়, ২০১৮ সালে তাঁরা প্রেমের বাঁধনে জড়িয়েছিলেন। কিন্তু তাঁরা যে প্রেম করছেন, সে কথা প্রকাশ্যে স্বীকার করেননি এঁদের কেউই।

বলি এবং ক্রিকেট মহলে কানাঘুষো শোনা গিয়েছিল, একে অপরের প্রেমে মজেছেন ঋষভ এবং উর্বশী। এমনকি, তাঁদের এক সঙ্গে বার কয়েক দেখাও গিয়েছে। শোনা যায়, ২০১৮ সালে তাঁরা প্রেমের বাঁধনে জড়িয়েছিলেন। কিন্তু তাঁরা যে প্রেম করছেন, সে কথা প্রকাশ্যে স্বীকার করেননি এঁদের কেউই।

০৪ ২০
ভালবাসা ছিল কি না, তা নিয়ে মতান্তর রয়েছে, কিন্তু সম্প্রতি প্রকাশ্যে বাগ্‌যুদ্ধে নামেন ঋষভ এবং উর্বশী।

ভালবাসা ছিল কি না, তা নিয়ে মতান্তর রয়েছে, কিন্তু সম্প্রতি প্রকাশ্যে বাগ্‌যুদ্ধে নামেন ঋষভ এবং উর্বশী।

০৫ ২০
সংবাদমাধ্যমের দাবি, ঋষভের সঙ্গে সম্পর্ক পাকা করতে চেয়েছিলেন উর্বশী। কিন্তু এই সম্পর্ককে মান্যতা দিতে চাননি ঋষভ। এমনকি, গুঞ্জন ছড়ায় উর্বশীর হোয়াটসঅ্যাপ নম্বরও ব্লক করে দেন তিনি। এই সময় থেকেই নাকি দু’জনের মন কষাকষি। পরে হোয়াটসঅ্যাপে পন্থকেও ব্লক করেন উর্বশী।

সংবাদমাধ্যমের দাবি, ঋষভের সঙ্গে সম্পর্ক পাকা করতে চেয়েছিলেন উর্বশী। কিন্তু এই সম্পর্ককে মান্যতা দিতে চাননি ঋষভ। এমনকি, গুঞ্জন ছড়ায় উর্বশীর হোয়াটসঅ্যাপ নম্বরও ব্লক করে দেন তিনি। এই সময় থেকেই নাকি দু’জনের মন কষাকষি। পরে হোয়াটসঅ্যাপে পন্থকেও ব্লক করেন উর্বশী।

০৬ ২০
পন্থের নাম না করেই বলি অভিনেত্রী জানান, ‘আরপি (ঘটনাচক্রে ঋষভের নাম এবং পদবির আদ্যক্ষর জুড়লেও আরপি হয়)’ নামক এক ব্যক্তি এক বার তাঁর সঙ্গে দেখা করার জন্য হোটেলের ঘরের সামনে অপেক্ষা করছিলেন। কিন্তু তিনি তাঁর কথা ভুলে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরে সেই ব্যক্তি মুম্বই গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। উর্বশী কারও নাম না করলেও পুরনো জল্পনার কারণে ঋষভকেই সেই ব্যক্তি ভেবে গুঞ্জন শুরু হয়।

পন্থের নাম না করেই বলি অভিনেত্রী জানান, ‘আরপি (ঘটনাচক্রে ঋষভের নাম এবং পদবির আদ্যক্ষর জুড়লেও আরপি হয়)’ নামক এক ব্যক্তি এক বার তাঁর সঙ্গে দেখা করার জন্য হোটেলের ঘরের সামনে অপেক্ষা করছিলেন। কিন্তু তিনি তাঁর কথা ভুলে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরে সেই ব্যক্তি মুম্বই গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। উর্বশী কারও নাম না করলেও পুরনো জল্পনার কারণে ঋষভকেই সেই ব্যক্তি ভেবে গুঞ্জন শুরু হয়।

০৭ ২০
উর্বশীর এই মন্তব্যের পর চুপ করে ছিলেন না ঋষভ। ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন তিনি। পন্থ লিখেছিলেন, ‘জনপ্রিয়তা পাওয়ার জন্য মানুষ সাক্ষাৎকার দিতে গিয়ে কতই না মিথ্যা কথা বলেন। দেখে অবাক লাগে। নাম এবং খ্যাতি পাওয়ার জন্য মানুষ তৃষ্ণার্ত। ঈশ্বর ওঁদের মঙ্গল করুন। আমাকে ছেড়ে দাও বোন। মিথ্যা বলারও একটা সীমা থাকে।’ পরে সেই স্টোরি মুছেও দেন ঋষভ।

উর্বশীর এই মন্তব্যের পর চুপ করে ছিলেন না ঋষভ। ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন তিনি। পন্থ লিখেছিলেন, ‘জনপ্রিয়তা পাওয়ার জন্য মানুষ সাক্ষাৎকার দিতে গিয়ে কতই না মিথ্যা কথা বলেন। দেখে অবাক লাগে। নাম এবং খ্যাতি পাওয়ার জন্য মানুষ তৃষ্ণার্ত। ঈশ্বর ওঁদের মঙ্গল করুন। আমাকে ছেড়ে দাও বোন। মিথ্যা বলারও একটা সীমা থাকে।’ পরে সেই স্টোরি মুছেও দেন ঋষভ।

০৮ ২০
এর পাল্টা দেন উর্বশীও। রাখির দিন তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন— ‘ছোটু ভাইয়া, তুমি ব্যাট-বল খেলো। আমি কোনও মুন্নি (বাচ্চা মেয়ে) নই যে, তোমার সঙ্গে নাম জড়িয়ে নাম খারাপ করব। রাখি উৎসব ভাল কাটুক। আরপি ছোটু ভাইয়া। চুপ করে আছি বলে সুযোগ নিতে যেয়ো না।’

এর পাল্টা দেন উর্বশীও। রাখির দিন তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন— ‘ছোটু ভাইয়া, তুমি ব্যাট-বল খেলো। আমি কোনও মুন্নি (বাচ্চা মেয়ে) নই যে, তোমার সঙ্গে নাম জড়িয়ে নাম খারাপ করব। রাখি উৎসব ভাল কাটুক। আরপি ছোটু ভাইয়া। চুপ করে আছি বলে সুযোগ নিতে যেয়ো না।’

০৯ ২০
এর পর কারও নাম না করে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটার নেটমাধ্যমে লেখেন, ‘যা আপনার নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে ভাববেন না।’ এর পরই বিষয়টিতে ধীরে ধীরে মাঠা পড়তে শুরু করে।

এর পর কারও নাম না করে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটার নেটমাধ্যমে লেখেন, ‘যা আপনার নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে ভাববেন না।’ এর পরই বিষয়টিতে ধীরে ধীরে মাঠা পড়তে শুরু করে।

১০ ২০
পরের ঘটনা এশিয়া কাপ চলার সময় ঘটে। আবারও পন্থ-উর্বশী বিতর্ক তাজা হয়ে ওঠে। এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ভারতের ২৮ অগস্টের ম্যাচ দেখতে দুবাই পৌঁছে যান উর্বশী। তবে এই ম্যাচে ভারতের প্রথম একাদশে জায়গা হয়নি ঋষভের। তাঁর বদলে খেলেন দীনেশ কার্তিক। আর ঋষভকে এই নিয়ে খোঁচা দিতেই উর্বশী মাঠে পৌঁছেছিলেন বলেও অনেকে মনে করছেন।

পরের ঘটনা এশিয়া কাপ চলার সময় ঘটে। আবারও পন্থ-উর্বশী বিতর্ক তাজা হয়ে ওঠে। এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ভারতের ২৮ অগস্টের ম্যাচ দেখতে দুবাই পৌঁছে যান উর্বশী। তবে এই ম্যাচে ভারতের প্রথম একাদশে জায়গা হয়নি ঋষভের। তাঁর বদলে খেলেন দীনেশ কার্তিক। আর ঋষভকে এই নিয়ে খোঁচা দিতেই উর্বশী মাঠে পৌঁছেছিলেন বলেও অনেকে মনে করছেন।

১১ ২০
এশিয়া কাপ চলাকালীন আরও এক ক্রিকেটারের সঙ্গে বিতর্কে জড়ান উর্বশী। তবে তিনি কোনও ভারতীয় ক্রিকেটার নন, পাকিস্তানের ক্রিকেটার নাসিম। নাসিমের সঙ্গে একটি ভিডিয়ো নেটমাধ্যমে প্রকাশ করেন তিনি। তার পরেই শুরু হয় সমালোচনা।

এশিয়া কাপ চলাকালীন আরও এক ক্রিকেটারের সঙ্গে বিতর্কে জড়ান উর্বশী। তবে তিনি কোনও ভারতীয় ক্রিকেটার নন, পাকিস্তানের ক্রিকেটার নাসিম। নাসিমের সঙ্গে একটি ভিডিয়ো নেটমাধ্যমে প্রকাশ করেন তিনি। তার পরেই শুরু হয় সমালোচনা।

১২ ২০
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে উর্বশী যে ভিডিয়োটি প্রকাশ করেছিলেন, সেখানে দেখা যায়, গ্যালারিতে বসে রয়েছেন অভিনেত্রী। অন্য দিকে, মাঠে নাসিম। দু’জনের মুখের টুকরো টুকরো অভিব্যক্তি নিয়ে বানানো হয় ভিডিয়োটি। নেপথ্যে ব্যবহার করা হয় পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের একটি গান। উর্বশীর সেই ভিডিয়ো নাসিম শাহের ফ্যান পেজ থেকেও প্রকাশ করা হয়েছিল। পাকিস্তানের বোলারের সঙ্গে ভিডিয়ো প্রকাশ করায় সমালোচনার মুখে পড়েন বলি অভিনেত্রী।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে উর্বশী যে ভিডিয়োটি প্রকাশ করেছিলেন, সেখানে দেখা যায়, গ্যালারিতে বসে রয়েছেন অভিনেত্রী। অন্য দিকে, মাঠে নাসিম। দু’জনের মুখের টুকরো টুকরো অভিব্যক্তি নিয়ে বানানো হয় ভিডিয়োটি। নেপথ্যে ব্যবহার করা হয় পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের একটি গান। উর্বশীর সেই ভিডিয়ো নাসিম শাহের ফ্যান পেজ থেকেও প্রকাশ করা হয়েছিল। পাকিস্তানের বোলারের সঙ্গে ভিডিয়ো প্রকাশ করায় সমালোচনার মুখে পড়েন বলি অভিনেত্রী।

১৩ ২০
এ নিয়ে নাসিমকে জিজ্ঞাসা করা হলে তিনি অবশ্য বিষয়টিকে বিশেষ আমল দেননি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাসিম সহাস্যে উত্তর দেন, “কে উর্বশী, তা-ই তো আমি জানি না। আমি জানিও না লোকজন কেন এমন ভিডিয়ো বানাচ্ছে।” তিনি আরও বলেন, “আমি আপাতত ক্রিকেটেই মনোনিবেশ করতে চাই।”

এ নিয়ে নাসিমকে জিজ্ঞাসা করা হলে তিনি অবশ্য বিষয়টিকে বিশেষ আমল দেননি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাসিম সহাস্যে উত্তর দেন, “কে উর্বশী, তা-ই তো আমি জানি না। আমি জানিও না লোকজন কেন এমন ভিডিয়ো বানাচ্ছে।” তিনি আরও বলেন, “আমি আপাতত ক্রিকেটেই মনোনিবেশ করতে চাই।”

১৪ ২০
নাসিমের এই মতামত প্রকাশ্যে আসার পরই নেটমাধ্যমে হাসির খোরাকে পরিণত হন উর্বশী। অভিনেত্রীকে নিয়ে হাসি-মশকরা করা ছাড়াও মিম-জোকসও তৈরি করা হয়।

নাসিমের এই মতামত প্রকাশ্যে আসার পরই নেটমাধ্যমে হাসির খোরাকে পরিণত হন উর্বশী। অভিনেত্রীকে নিয়ে হাসি-মশকরা করা ছাড়াও মিম-জোকসও তৈরি করা হয়।

১৫ ২০
নাসিমের মন্তব্যের পর এগিয়ে আসেন উর্বশী। তবে বিশেষ সুর চড়াতে দেখা যায়নি তাঁকে। অভিনেত্রী নেটমাধ্যমে লেখেন, “কিছু দিন আগে আমার টিম ভক্তদের তৈরি কিছু ভিডিয়ো নেটমাধ্যমে পোস্ট করে। সেখানে অন্য মানুষও ছিলেন। সংবাদমাধ্যমকে অনুরোধ করব এ নিয়ে কোনও রকম গুজব না ছড়াতে।”

নাসিমের মন্তব্যের পর এগিয়ে আসেন উর্বশী। তবে বিশেষ সুর চড়াতে দেখা যায়নি তাঁকে। অভিনেত্রী নেটমাধ্যমে লেখেন, “কিছু দিন আগে আমার টিম ভক্তদের তৈরি কিছু ভিডিয়ো নেটমাধ্যমে পোস্ট করে। সেখানে অন্য মানুষও ছিলেন। সংবাদমাধ্যমকে অনুরোধ করব এ নিয়ে কোনও রকম গুজব না ছড়াতে।”

১৬ ২০
এই সব ঘটনার অনেক আগে আরও এক বার এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নাম জড়িয়েছিল উর্বশীর। উর্বশী-হার্দিকের সম্পর্ক নিয়ে গুঞ্জন সব থেকে বেশি জোরালো হয়েছিল। তবে পরে নাকি এই ‘সম্পর্ক’ ভেঙে যায়। ‘প্রেম’ ভাঙার পর  ইউটিউবে একটি ভিডিয়োও আপলোড হয়েছিল, যা পরে ভাইরাল হয়।

এই সব ঘটনার অনেক আগে আরও এক বার এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নাম জড়িয়েছিল উর্বশীর। উর্বশী-হার্দিকের সম্পর্ক নিয়ে গুঞ্জন সব থেকে বেশি জোরালো হয়েছিল। তবে পরে নাকি এই ‘সম্পর্ক’ ভেঙে যায়। ‘প্রেম’ ভাঙার পর ইউটিউবে একটি ভিডিয়োও আপলোড হয়েছিল, যা পরে ভাইরাল হয়।

১৭ ২০
ইউটিউবে আপলোড করা ভিডিয়োতে লেখা ছিল, প্রাক্তন প্রেমিক হার্দিকের থেকে সাহায্য চেয়েছেন উর্বশী। গোটা বিষয়টি নিয়ে হার্দিক চুপ থাকলেও ক্ষোভপ্রকাশ করেছিলেন অভিনেত্রী ।

ইউটিউবে আপলোড করা ভিডিয়োতে লেখা ছিল, প্রাক্তন প্রেমিক হার্দিকের থেকে সাহায্য চেয়েছেন উর্বশী। গোটা বিষয়টি নিয়ে হার্দিক চুপ থাকলেও ক্ষোভপ্রকাশ করেছিলেন অভিনেত্রী ।

১৮ ২০
ভাইরাল এই ভিডিয়ো নিয়ে উর্বশী বলেন, তাঁর সঙ্গে হার্দিকের কোনও সম্পর্কই কোনও দিন ছিল না। আর এই ধরনের খবরের ফলে তাঁকে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলেও তিনি জানিয়েছিলেন।

ভাইরাল এই ভিডিয়ো নিয়ে উর্বশী বলেন, তাঁর সঙ্গে হার্দিকের কোনও সম্পর্কই কোনও দিন ছিল না। আর এই ধরনের খবরের ফলে তাঁকে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলেও তিনি জানিয়েছিলেন।

১৯ ২০
যে চ্যানেল থেকে এই ভিডিয়ো আপলোড করা হয়, সেই চ্যানেলেরও নিন্দা করেছিলেন অভিনেত্রী। হার্দিকের প্রাক্তন প্রেমিকার তকমা গা থেকে মুছতে উঠে পড়ে লেগেছিলেন উর্বশী। বান্ধবী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বাগদানের খবর প্রকাশ্যে আসতেই হার্দিক ও নাতাশার একটি ছবি পোস্ট করে উর্বশী তাঁর প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

যে চ্যানেল থেকে এই ভিডিয়ো আপলোড করা হয়, সেই চ্যানেলেরও নিন্দা করেছিলেন অভিনেত্রী। হার্দিকের প্রাক্তন প্রেমিকার তকমা গা থেকে মুছতে উঠে পড়ে লেগেছিলেন উর্বশী। বান্ধবী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বাগদানের খবর প্রকাশ্যে আসতেই হার্দিক ও নাতাশার একটি ছবি পোস্ট করে উর্বশী তাঁর প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

২০ ২০
এই পোস্টে উর্বশী লিখেছিলেন, ‘‘তোমাদের দু’জনের সম্পর্ক আজীবন এমন আনন্দ ও ভালবাসায় ভরে থাকুক। সুন্দর জীবন ও অশেষ প্রেমের শুভেচ্ছা রইল দু’জনের জন্য।’’

এই পোস্টে উর্বশী লিখেছিলেন, ‘‘তোমাদের দু’জনের সম্পর্ক আজীবন এমন আনন্দ ও ভালবাসায় ভরে থাকুক। সুন্দর জীবন ও অশেষ প্রেমের শুভেচ্ছা রইল দু’জনের জন্য।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy