প্রজাতন্ত্র দিবসের আগে ভারতীয় নৌসেনাকে বড় উপহার দিল নরেন্দ্র মোদী সরকার। জলযোদ্ধাদের হাতে তিনটে রণতরী তুলে দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। তার মধ্যে একটি আবার ডুবোজাহাজ। অন্য দিকে, সেনাদিবসের কুচকাওয়াজে ‘রোবট কুকুর’ নামিয়ে গোটা দুনিয়াকে চমকে দিয়েছে ভারতের স্থলবাহিনী। এ হেন অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বাহিনীর শক্তিকে যে কয়েক গুণ বাড়িয়ে দিতে সাহায্য করবে, তা বলাই বাহুল্য।