Upcoming movies of Shah Rukh Khan will be released in 2023 dgtl
Shah Rukh Khan
এক বছরে ৯টা ছবি! ২০২৩ কি শাহরুখ খানের বছর হতে চলেছে?
চার বছরের দীর্ঘ বিরতির পর শাহরুখ খানকে বড় পর্দায় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এই বছর অভিনেতার ঝুলিতে দর্শককে উপহার দেওয়ার মতো মোট ৯টি ছবি রয়েছে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ১০:৪৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২২
২০১৮ সালে শেষ বারের মতো বড় পর্দায় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। তার পর ৪ বছরের দীর্ঘ বিরতি। ২০২২ সালে বড় পর্দায় অভিনয় করলেও তা অতিথিশিল্পী হিসাবে, শাহরুখের অভিনয় এত কম সময়ের জন্য দেখে দর্শকের মন ভরেনি। তাই এই বছর মোট ৯টি ছবির খবর নিয়ে দর্শকের কাছে আসছেন শাহরুখ।
০২২২
বছরের প্রথম মাসেই শাহরুখকে বড় পর্দায় দেখতে পাবেন তাঁর অনুরাগীরা। মণীশ শর্মার পরিচালনায় ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘পাঠান’। শাহরুখ ছাড়া অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে।
০৩২২
‘বেশরম রং’ হোক বা ‘ঝুমে জো পাঠান’— এখন বলিপাড়ার সবচেয়ে বিতর্কিত বিষয় ‘পাঠান’ ছবির মু্ক্তি পাওয়া এই দু’টি গানের ভিডিয়ো। ছবি মুক্তি পাওয়ার আগেই চর্চায় শাহরুখ এবং দীপিকা।
০৪২২
দক্ষিণী পরিচালক অ্যাটলির হাত ধরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘জওয়ান’ ছবিটি। জুন মাসের ২ তারিখ এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। মুখ্য চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে।
০৫২২
শাহরুখের সঙ্গে ‘জওয়ান’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে নয়নতারা এবং বিজয় সেতুপতির মতো দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকাদের। পার্শ্বচরিত্রে অভিনয় করবেন থালাপতি বিজয়। দেশ জুড়ে হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষায় এই ছবিটি দেখানো হবে।
০৬২২
পরিচালক রাজকুমার হিরানি এবং প্রযোজক গৌরী খান এই বছরে দর্শককে উপহার দিতে চলেছেন ‘ডানকি’ ছবিটি। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন শাহরুখ। শাহরুখের বিপরীতে নায়িকার চরিত্রে দেখতে পাওয়া যাবে তাপসী পান্নুকে।
০৭২২
কানাঘুষো শোনা যাচ্ছে যে, আইনের চোখে ফাঁকি দিয়ে কী ভাবে পিছনের দরজা দিয়ে বিদেশের বিভিন্ন প্রান্তে প্রবেশ করা যায়, তা দেখা যাবে এই ছবিতে। শাহরুখ এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, ‘‘এই ছবির চিত্রনাট্য দেখলে মনে হবে যেন দুই গাধার লড়াই।’’
০৮২২
শাহরুখ এবং সলমন— বলিউডের দুই খানের সম্পর্ক নিয়ে সবসময় বলিপাড়ায় চর্চা চলে এসেছে। তবে দুই অভিনেতা বার বার এই ভুল ধারণায় জল ঢেলে দিয়েছেন। এই বছরেও তার অন্যথা হবে না। সলমন এবং শাহরুখকে দু’টি ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা যাবে।
০৯২২
এই বছরেই মুক্তি পেতে চলেছে ‘টাইগার ৩’। ‘টাইগার’ ছবির আগের পর্বগুলিতে সলমন এবং ক্যাটরিনা কইফের যুগলবন্দি দর্শকের প্রশংসা কুড়িয়েছে। তবে এই বছর ছবির তৃতীয় পর্বে রয়েছে চমক।
১০২২
‘টাইগার ৩’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহরুখকে। শুধু তা-ই নয়, ‘পাঠান’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করবেন সলমন খানও।
১১২২
২০০০ সালে ‘হে রাম’ পরিচালনা করেছিলেন কমল হাসন। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ও করেছিলেন কমল নিজেই।
১২২২
সম্প্রতি কমল হাসন জানিয়েছেন যে, তাঁর এই ছবির স্বত্ব কিনেছেন শাহরুখ। চলতি বছরেই ‘হে রাম’ ছবির হিন্দি সংস্করণের কাজ শেষ হয়ে যাবে বলে বলিপাড়ার অধিকাংশের দাবি। এই ছবিতে শাহরুখ মুখ্য চরিত্রে অভিনয় করবেন বলে কানাঘুষো শোনা যাচ্ছে। তবে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি।
১৩২২
ভারতের সেনা এবং বিমান বাহিনীকে সম্মান জানাতে ‘অপারেশন খুকরি’ সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি বড় পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করছেন বলিপাড়ার পরিচালক আশুতোষ গোয়ারিকর।
১৪২২
আশুতোষের পরিচালনায় মুক্তি পেতে চলেছে ‘অপারেশন খুকরি’ ছবিটি। এই বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহরুখকে।
১৫২২
এক জন ভারতীয় প্রেমে প়ড়েছেন নরওয়ের এক মহিলার। প্রেমিকার জন্য ভারত থেকে সাইকেল চালিয়ে নরওয়ে যান ভারতীয় প্রেমিক। এটি একটি সত্যি ঘটনা। এই মিষ্টি প্রেমের গল্প বড় পর্দায় ফুটিয়ে তোলার ভাবনাচিন্তা করছেন সঞ্জয় লীলা ভন্সালী।
১৬২২
চার বছরেরও বেশি সময় ধরে এই গল্পের উপর একটি ছবি পরিচালনা করার ইচ্ছা প্রকাশ করেছেন সঞ্জয়। বলিপাড়ায় প্রায়শই শোনা যায়, এই ছবির নায়ক হিসাবে শাহরুখকেই বেছে নিয়েছেন পরিচালক।
১৭২২
২০০২ সালে ‘দেবদাস’ ছবিতে সঞ্জয়ের সঙ্গে শাহরুখের যুগলবন্দি দর্শককে মুগ্ধ করেছিল। সঞ্জয়ের মতে প্রেমিকের চরিত্রে শাহরুখকে দুর্দান্ত মানায়। বলিপাড়ায় কানাঘুষো শোনা গিয়েছে যে, এই ছবির নামও ঠিক করে ফেলেছেন পরিচালক। ছবির নাম নাকি ‘ইজ়হার’ রাখবেন তিনি। চলতি বছরেই শাহরুখ এবং সঞ্জয়ের যুগলবন্দি আবার বড় পর্দায় দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
১৮২২
২০০৭ সালে শিমিত আমিনের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘চক দে ইন্ডিয়া’। এই ছবির ‘সত্তর মিনিট’-এর সংলাপ যেমন বিখ্যাত হয়েছিল, তেমনই মন কেড়েছিল শাহরুখের অভিনয়।
১৯২২
চলতি বছরে আবার শিমিত একটি ছবি পরিচালনা করতে চলেছেন। বলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে যে, এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য শাহরুখকে বেছে নিয়েছেন শিমিত। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা হয়নি।
২০২২
২০১৭ সালে ‘রইস’ ছবিতে শাহরুখের অভিনয় দেখে দর্শক প্রশংসায় মুখর হয়ে পড়েছিলেন। পরিচালক রাহুল ধোলাকিয়ার অবদানও অবশ্য এতে কোনও অংশে কম ছিল না। বলিপাড়ার একাংশের অনুমান, রাহুল আবার শাহরুখের সঙ্গে কাজ করতে চলেছেন।
২১২২
‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে রাহুল বলেছিলেন, ‘‘আমি আর শাহরুখ যখন কথা বলি তখন দু’জনেই দু’জনের সঙ্গে মত এবং চিন্তাভাবনার আদান-প্রদান করি। আমি মনে করি আমরা দু’জন একসঙ্গে এমন কাজ করব, যা আমাদের দু’জনকেই জীবনের রসদ জোগাবে।’’ তবে এই প্রসঙ্গে বিস্তারিত আর কিছু জানাননি তিনি। বলিপাড়ার একাংশের দাবি, এই বছরে শাহরুখের সঙ্গে কাজ করবেন পরিচালক।
২২২২
বিগত কয়েক বছরে ‘ফ্যান’, ‘জ়িরো’, ‘হ্যারি মেট সেজল’-এর মতো ছবিতে শাহরুখের অভিনয় সে রকম মনকাড়া ছিল না। কবে অভিনেতার সেই দুর্ধর্ষ অভিনয় দেখতে পাবেন সেই অপেক্ষা ছিল দর্শকের। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রথম পর্ব হোক অথবা ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’— দু’টি সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। তাই এই বছরে যেন অভিনেতার একবিন্দু সুযোগও ছাড়তে চাইছেন না।