
কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের উপর রেগে আগুন চিন। একেবার নাম করে তাঁকে খোঁচা দিয়েছে বেজিঙের সরকারি সংবাদ সংস্থা। তাদের অভিযোগ, মার্কিন অনুগ্রহ পেতে ড্রাগন-বিরোধী অবস্থান নিচ্ছেন তিনি। চিনকে নিয়ে করছেন বিষোদ্গার। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কযুদ্ধের আবহে বেজিঙের সরকারি গণমাধ্যমের এই ধরনের প্রতিবেদনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গত ৯ এপ্রিল গয়ালকে খোঁচা দিয়ে একটি লম্বা প্রতিবেদন প্রকাশ করে চিনা সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস। প্রতিবেদনের ছত্রে ছত্রে ছিল ভারতীয় মন্ত্রীর তীব্র সমালোচনা। পাশাপাশি, সিচুয়ান ইন্টারন্যাশনাল স্টাডিজ় বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইন্টারন্যাশনাল রিলেশন্সের অধ্যাপক লং জ়িংচুনকে উদ্ধৃত করে সেখানে লেখা হয়, ‘‘চিনের উপর সমস্ত দোষ চাপিয়ে দিয়ে আমেরিকার থেকে শুল্কে ছাড় পাওয়ার চেষ্টা করছেন গয়াল।’’