Advertisement
১১ জানুয়ারি ২০২৫
Richest Persons of Pakistan

আদানি-অম্বানীদের চেয়ে অনেক পিছিয়ে, এঁরা পাকিস্তানের সেরা দশ ধনী

পাকিস্তানের সবচেয়ে ধনী ব্যক্তির নাম শাহিদ খান। শাহিদ এক জন পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকার ব্যবসায়ী। শাহিদের মালিকাধীন জ্যাকসনভিল জাগুয়ার সংস্থার বর্তমান বাজারমূল্য ৬,২৯৬ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২২ ১২:৩২
Share: Save:
০১ ২১
ভারতের ধনকুবের মুকেশ অম্বানী এবং গৌতম আদানি শুধু ভারতের নয়, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ধনীদের তলিকায় নাম তুলেছেন। সম্পত্তির পরিমাণে সম্প্রতি বড় অম্বানীকে ছাপিয়ে গিয়েছেন আদানি। বর্তমানে আদানি বিশ্বের সবচেয়ে ধনীদের তালিকায় তিন নম্বরে। অম্বানী রয়েছেন ১১ নম্বরে। বর্তমানে আদানির মোট সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ ৯৪ হাজার কোটি টাকা। মুকেশের মোট সম্পত্তি ৭ লক্ষ ৪৮ হাজার কোটি টাকার। ভারতের ধনকুবেরদের বিষয়ে জানলেও প্রতিবেশী পাকিস্তানের ধনকুবেরদের ব্যাপারে জানেন না অনেকেই। যদিও সম্পত্তির নিরিখে ভারতীয় শিল্পপতিরা পাকিস্তানের শিল্পপতিদের বলে বলে গোল দেবেন।

ভারতের ধনকুবের মুকেশ অম্বানী এবং গৌতম আদানি শুধু ভারতের নয়, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ধনীদের তলিকায় নাম তুলেছেন। সম্পত্তির পরিমাণে সম্প্রতি বড় অম্বানীকে ছাপিয়ে গিয়েছেন আদানি। বর্তমানে আদানি বিশ্বের সবচেয়ে ধনীদের তালিকায় তিন নম্বরে। অম্বানী রয়েছেন ১১ নম্বরে। বর্তমানে আদানির মোট সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ ৯৪ হাজার কোটি টাকা। মুকেশের মোট সম্পত্তি ৭ লক্ষ ৪৮ হাজার কোটি টাকার। ভারতের ধনকুবেরদের বিষয়ে জানলেও প্রতিবেশী পাকিস্তানের ধনকুবেরদের ব্যাপারে জানেন না অনেকেই। যদিও সম্পত্তির নিরিখে ভারতীয় শিল্পপতিরা পাকিস্তানের শিল্পপতিদের বলে বলে গোল দেবেন।

ছবি: সংগৃহীত

০২ ২১
পাকিস্তানের সবচেয়ে ধনী ব্যক্তির নাম শাহিদ খান। শাহিদ এক জন পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকার ব্যবসায়ী। শাহিদের মালিকাধীন জ্যাকসনভিল জাগুয়ার সংস্থার বর্তমান বাজারমূল্য ৬,২৯৬ কোটি টাকা।

পাকিস্তানের সবচেয়ে ধনী ব্যক্তির নাম শাহিদ খান। শাহিদ এক জন পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকার ব্যবসায়ী। শাহিদের মালিকাধীন জ্যাকসনভিল জাগুয়ার সংস্থার বর্তমান বাজারমূল্য ৬,২৯৬ কোটি টাকা।

ছবি: সংগৃহীত

০৩ ২১
এ ছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগে ‘ফুলহাম এফসি’ নামে একটি ফুটবল দল রয়েছে শাহিদের। ২,৪৫৩ কোটি টাকা দিয়ে এই দলটি কিনেছিলেন তিনি। এ ছাড়াও তিনি ফ্লেক্স-এন-গেট সংস্থার মালিক। বর্তমানে আমেরিকাতেই বসবাস করেন শাহিদ।

এ ছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগে ‘ফুলহাম এফসি’ নামে একটি ফুটবল দল রয়েছে শাহিদের। ২,৪৫৩ কোটি টাকা দিয়ে এই দলটি কিনেছিলেন তিনি। এ ছাড়াও তিনি ফ্লেক্স-এন-গেট সংস্থার মালিক। বর্তমানে আমেরিকাতেই বসবাস করেন শাহিদ।

ছবি: সংগৃহীত

০৪ ২১
শাহিদের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩১ হাজার কোটি টাকা। তাঁর আয়ের প্রধান উৎস গাড়ির যন্ত্রাংশ বিক্রি। বর্তমানে বিশ্বের সেরা ধনীদের তালিকায় ৪৯০ নম্বরে নাম রয়েছে শাহিদের।

শাহিদের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩১ হাজার কোটি টাকা। তাঁর আয়ের প্রধান উৎস গাড়ির যন্ত্রাংশ বিক্রি। বর্তমানে বিশ্বের সেরা ধনীদের তালিকায় ৪৯০ নম্বরে নাম রয়েছে শাহিদের।

ছবি: সংগৃহীত

০৫ ২১
মিঞা মহম্মদ মানশা পাকিস্তানের দ্বিতীয় ধনী ব্যক্তি। তিনি এক জন শীর্ষস্থানীয় পাকিস্তানি ব্যবসায়ী। মানশা এমসিবি লিমিটেড, আদমজি গ্রুপ এবং নিশাত গ্রুপের চেয়ারম্যান এবং সিইও।

মিঞা মহম্মদ মানশা পাকিস্তানের দ্বিতীয় ধনী ব্যক্তি। তিনি এক জন শীর্ষস্থানীয় পাকিস্তানি ব্যবসায়ী। মানশা এমসিবি লিমিটেড, আদমজি গ্রুপ এবং নিশাত গ্রুপের চেয়ারম্যান এবং সিইও।

ছবি: সংগৃহীত

০৬ ২১
মানশা বর্তমানে পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব হিসাবেও পরিচিত। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২০ হাজার ৪৩ কোটি। মানশা বিশ্বের ৯৩৭তম ধনী ব্যক্তি।

মানশা বর্তমানে পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব হিসাবেও পরিচিত। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২০ হাজার ৪৩ কোটি। মানশা বিশ্বের ৯৩৭তম ধনী ব্যক্তি।

ছবি: সংগৃহীত

০৭ ২১
পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহযোগী চেয়ারম্যান আসিফ আলি জারদারি সে দেশের তৃতীয় ধনী ব্যক্তি। ১৯৮৭ সালে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে বিয়ে করার পর তিনি চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন।

পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহযোগী চেয়ারম্যান আসিফ আলি জারদারি সে দেশের তৃতীয় ধনী ব্যক্তি। ১৯৮৭ সালে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে বিয়ে করার পর তিনি চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন।

ছবি: সংগৃহীত

০৮ ২১
পাকিস্তানের বিভিন্ন সংস্থায় বিনিয়োগ রয়েছে জারদারির। এ ছাড়াও বিভিন্ন কৃষিভিত্তিক শিল্পের মালিকানাও রয়েছে জারদারির অধীনে। ৬৭ বছর বয়সি জারদারির মোট সম্পত্তির পরিমাণ ১৪ হাজার ৭১৮ কোটি টাকা।

পাকিস্তানের বিভিন্ন সংস্থায় বিনিয়োগ রয়েছে জারদারির। এ ছাড়াও বিভিন্ন কৃষিভিত্তিক শিল্পের মালিকানাও রয়েছে জারদারির অধীনে। ৬৭ বছর বয়সি জারদারির মোট সম্পত্তির পরিমাণ ১৪ হাজার ৭১৮ কোটি টাকা।

ছবি: সংগৃহীত

০৯ ২১
পাকিস্তানের চতুর্থ ধনী ব্যক্তির নাম আনওয়ার পারভেজ। তিনি বেস্টওয়ে গোষ্ঠীর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। বেস্টওয়ে গোষ্ঠী সে দেশের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট উৎপাদনকারী। ব্রিটেনেও একাধিক ব্যবসা রয়েছে পারভেজের।

পাকিস্তানের চতুর্থ ধনী ব্যক্তির নাম আনওয়ার পারভেজ। তিনি বেস্টওয়ে গোষ্ঠীর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। বেস্টওয়ে গোষ্ঠী সে দেশের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট উৎপাদনকারী। ব্রিটেনেও একাধিক ব্যবসা রয়েছে পারভেজের।

ছবি: সংগৃহীত

১০ ২১
পারভেজ পাকিস্তানের ইউনাইটেড ব্যাঙ্ক লিমিটেডের ডেপুটি চেয়ারম্যান। বিভিন্ন ব্যবসায় বিনিয়োগও করেন তিনি। পারভেজের মোট সম্পত্তির পরিমাণ ১২ হাজার ২৬৫ কোটির।

পারভেজ পাকিস্তানের ইউনাইটেড ব্যাঙ্ক লিমিটেডের ডেপুটি চেয়ারম্যান। বিভিন্ন ব্যবসায় বিনিয়োগও করেন তিনি। পারভেজের মোট সম্পত্তির পরিমাণ ১২ হাজার ২৬৫ কোটির।

ছবি: সংগৃহীত

১১ ২১
প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সে দেশের পঞ্চম ধনী ব্যক্তি। পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লিগ (এন)-এর নেতা নওয়াজ শুধু এক জন রাজনীতিবিদ নন, এক জন সফল শিল্পপতিও।

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সে দেশের পঞ্চম ধনী ব্যক্তি। পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লিগ (এন)-এর নেতা নওয়াজ শুধু এক জন রাজনীতিবিদ নন, এক জন সফল শিল্পপতিও।

ছবি: সংগৃহীত

১২ ২১
ইউনিট গোষ্ঠী, শরিফ এবং ইততেফাক গোষ্ঠীর মালিক শরিফের নওয়াজের মোট সম্পত্তির পরিমাণ ১১ হাজার ৪৪৮ কোটি টাকা। সে দেশের রাজনৈতিক পরিস্থিতির জেরে বর্তমানে দেশের বাইরেই আছেন তিনি। নওয়াজের ভাই শাহবাজ শরিফ পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী।

ইউনিট গোষ্ঠী, শরিফ এবং ইততেফাক গোষ্ঠীর মালিক শরিফের নওয়াজের মোট সম্পত্তির পরিমাণ ১১ হাজার ৪৪৮ কোটি টাকা। সে দেশের রাজনৈতিক পরিস্থিতির জেরে বর্তমানে দেশের বাইরেই আছেন তিনি। নওয়াজের ভাই শাহবাজ শরিফ পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী।

ছবি: সংগৃহীত

১৩ ২১
পাক ব্যবসায়ী সদরউদ্দিন হাশওয়ানি সে দেশের ষষ্ঠ ধনী ব্যক্তি। হাশওয়ানির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯ হাজার কোটি টাকা।

পাক ব্যবসায়ী সদরউদ্দিন হাশওয়ানি সে দেশের ষষ্ঠ ধনী ব্যক্তি। হাশওয়ানির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯ হাজার কোটি টাকা।

ছবি: সংগৃহীত

১৪ ২১
হাশওয়ানি হাশো গোষ্ঠীর চেয়ারম্যান। হাশো গ্রুপ ম্যারিয়ট এবং পার্ল কন্টিনেন্টাল হোটেলের মতো বড় বড় হোটেলগুলির মালিক। পাকিস্তানের ওরিয়েন্ট পেট্রোলিয়ামের মালিকানাও হাশওয়ানির কাছে রয়েছে।

হাশওয়ানি হাশো গোষ্ঠীর চেয়ারম্যান। হাশো গ্রুপ ম্যারিয়ট এবং পার্ল কন্টিনেন্টাল হোটেলের মতো বড় বড় হোটেলগুলির মালিক। পাকিস্তানের ওরিয়েন্ট পেট্রোলিয়ামের মালিকানাও হাশওয়ানির কাছে রয়েছে।

ছবি: সংগৃহীত

১৫ ২১
পাকিস্তানের শোন গোষ্ঠীর মালিক নাসির শোন সে দেশের সপ্তম ধনী ব্যক্তি। শোন ব্যঙ্ক, শোন টেক্সটাইলসের মতো বড় বড় সংস্থার মালিক নাসির ৮ হাজার কোটিরও বেশি টাকার সম্পত্তির মালিক।

পাকিস্তানের শোন গোষ্ঠীর মালিক নাসির শোন সে দেশের সপ্তম ধনী ব্যক্তি। শোন ব্যঙ্ক, শোন টেক্সটাইলসের মতো বড় বড় সংস্থার মালিক নাসির ৮ হাজার কোটিরও বেশি টাকার সম্পত্তির মালিক।

ছবি: সংগৃহীত

১৬ ২১
চিনেও সার তৈরির ব্যবসা রয়েছে শোন গোষ্ঠীর। তিনিই প্রথম পাকিস্তানি, যিনি রোলস রয়েসের মালিক। বর্তমানে তিনি ‘দুবাই লেগুন’ নামে একটি প্রকল্পে কাজ করছেন। পাকিস্তানের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় তিনি সপ্তম স্থানে রয়েছেন।

চিনেও সার তৈরির ব্যবসা রয়েছে শোন গোষ্ঠীর। তিনিই প্রথম পাকিস্তানি, যিনি রোলস রয়েসের মালিক। বর্তমানে তিনি ‘দুবাই লেগুন’ নামে একটি প্রকল্পে কাজ করছেন। পাকিস্তানের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় তিনি সপ্তম স্থানে রয়েছেন।

ছবি: সংগৃহীত

১৭ ২১
অ্যারি গোষ্ঠীর মালিক আব্দুল রজ্জাক ইয়াকুব পাকিস্তানের সবচেয়ে ধনী মানুষদের তালিকায় আট নম্বরে রয়েছেন। ষাটের দশকের শুরুতে দুবাইয়ে ব্যবসা শুরু করে সাফল্য অর্জন করেন তিনি।

অ্যারি গোষ্ঠীর মালিক আব্দুল রজ্জাক ইয়াকুব পাকিস্তানের সবচেয়ে ধনী মানুষদের তালিকায় আট নম্বরে রয়েছেন। ষাটের দশকের শুরুতে দুবাইয়ে ব্যবসা শুরু করে সাফল্য অর্জন করেন তিনি।

ছবি: সংগৃহীত

১৮ ২১
ইসলামাবাদ, করাচি এবং দুবাইয়ে সোনার ব্যবসা রয়েছে ইয়াকুবের। তাঁর মোট সম্পত্তির পরিমাণও প্রায় ৮ হাজার কোটি।

ইসলামাবাদ, করাচি এবং দুবাইয়ে সোনার ব্যবসা রয়েছে ইয়াকুবের। তাঁর মোট সম্পত্তির পরিমাণও প্রায় ৮ হাজার কোটি।

ছবি: সংগৃহীত

১৯ ২১
মালিক রিয়াজ় হোসেন পাকিস্তানের অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব। তিনি আছেন ধনী-তালিকার নবম স্থানে। তিনি পাকিস্তানের সেরা এবং বৃহত্তম রিয়েল এস্টেট কোম্পানির মালিক। ২০১৪ সালের হিসাব অনুযায়ী রিয়াজ়ের মোট সম্পত্তির পরিমাণও প্রায় ৮ হাজার কোটি টাকা।

মালিক রিয়াজ় হোসেন পাকিস্তানের অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব। তিনি আছেন ধনী-তালিকার নবম স্থানে। তিনি পাকিস্তানের সেরা এবং বৃহত্তম রিয়েল এস্টেট কোম্পানির মালিক। ২০১৪ সালের হিসাব অনুযায়ী রিয়াজ়ের মোট সম্পত্তির পরিমাণও প্রায় ৮ হাজার কোটি টাকা।

ছবি: সংগৃহীত

২০ ২১
পাকিস্তানের দশ সেরা ধনীদের তালিকায় দশম স্থানে আছেন তারিক সাইগল। তারিকের মোট সম্পত্তির পরিমাণ প্রায় সাত হাজার কোটি।

পাকিস্তানের দশ সেরা ধনীদের তালিকায় দশম স্থানে আছেন তারিক সাইগল। তারিকের মোট সম্পত্তির পরিমাণ প্রায় সাত হাজার কোটি।

ছবি: সংগৃহীত

২১ ২১
সাইগল গোষ্ঠী, কোহিনুর টেক্সটাইল মিলস, পাক ইলেকট্রন লিমিটেড, সাইগল মোটরস, সাজিল মোটরসের মতো একাধিক ব্যবসা রয়েছে তারিকের।

সাইগল গোষ্ঠী, কোহিনুর টেক্সটাইল মিলস, পাক ইলেকট্রন লিমিটেড, সাইগল মোটরস, সাজিল মোটরসের মতো একাধিক ব্যবসা রয়েছে তারিকের।

ছবি: সংগৃহীত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy