রিপোর্টে আরও গভীরে গিয়ে দেশবাসীর খাদ্যাভাসে বদলের ব্যাপারটি তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে, শহর এবং গ্রামীণ এলাকায় ডাল ও দানা শস্যের ব্যবহার পাঁচ শতাংশের বেশি কমেছে। শুধু তা-ই নয়, দেশের সর্বত্র সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে একাধিক বড় বদল এসেছে। এই পরিবর্তন পণ্য কেনার ক্ষেত্রে প্রভাব ফেলেছে বলে সমীক্ষা রিপোর্টে স্পষ্ট করেছে এসবিআই।