যৌন কেলেঙ্কারির টেপ প্রকাশ্যে আসতেই এনগোঙ্গার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফাঁস হওয়া ভিডিয়োয় প্রেসিডেন্টের এক আত্মীয়াকেও তাঁর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে। এ ছাড়া পুলিশের এক শীর্ষ আধিকারিকের স্ত্রী এবং ভ্রাতৃবধূর সঙ্গে এনগোঙ্গাকে যৌন সম্পর্কে লিপ্ত হতে দেখা গিয়েছে।
গিনি প্রশাসনের দাবি, ২০-র বেশি মন্ত্রীদের স্ত্রীর সঙ্গে সঙ্গমরত অবস্থায় থাকা আর্থিক জালিয়াতি দমন শাখার অধিকর্তার ভিডিয়ো ফাঁস হয়েছে। চার শতাধিক যৌন টেপ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে। যা অর্থ মন্ত্রক, এনগোঙ্গার দফতর, সরকারি বিশ্রামাগার এবং হোটেলে শুট করা হয়েছিল বলে প্রাথমিক ভাবে প্রমাণ মিলেছে।
এই ইস্যুতে ইতিমধ্যেই মুখ খুলেছেন নিরক্ষীয় গিনির ভাইস প্রেসিডেন্ট তেওডোরো এনগুয়েমা ওবিয়াং মাঙ্গু। এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) করা একটি পোস্টে তিনি লিখেছেন, ‘‘ঘটনার সঙ্গে যে সমস্ত সরকারি কর্মচারী জড়িত, তাঁদের প্রত্যেককে অবিলম্বে বরখাস্ত করা হবে। কারণ, এটা তাঁদের আচরণবিধির পরিপন্থী। জনগণের নৈতিকতার আইনকে সরাসরি লঙ্ঘন করেছেন তাঁরা।’’
এনগোঙ্গার বাবা বালতাসার এনগোঙ্গা আদজো বর্তমানে ‘সেন্ট্রাল আফ্রিকান ইকোনমিক অ্যান্ড মিলিটারি কমিউনিটি কমিশন’-এর চেয়ারম্যান পদে রয়েছেন। সুদর্শন চেহারার জন্য গিনির আর্থিক তদন্ত সংস্থার অধিকর্তাকে সকলে আদর করে ‘বেলো’ বলে ডাকেন। কী ভাবে এত জনের সঙ্গে তিনি যৌন সম্পর্কে জড়িয়ে পড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy