গ্লেন ম্যাকগ্রা: অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা পেসার ম্যাকগ্রা তালিকার তিন নম্বরে। ২০০৩ সালে নামিবিয়ার বিরুদ্ধে ১৫ রানে ৭ উইকেট নেন তিনি। সে দিন তাঁর বোলিং পরিসংখ্যান ছিল ৭-৪-১৫-৭
আইসিসির বিভিন্ন নিয়মের জাঁতাকলে ক্রিকেট মাঠে এখন ব্যাটসম্যানদেরই রাজত্ব। এক সময়ে যখন ৫০ ওভারের ম্যাচে ২৫০ তোলাই ছিল কষ্টকর, পাওয়ার প্লে এবং ম্যাচের বিভিন্ন সময়ে ফিল্ডিং বিধির দাপটে ৩৫০-৪০০ রান উঠছে আকছার। ঝুড়ি ঝুড়ি রান ওঠায় মাঠে দর্শকদের সংখ্যাও বেড়েছে ভালই। আর এই সব নিয়মে সবচেয়ে সমস্যায় পড়েছেন বোলাররা। কিন্তু নিজেদের দিনে যে কোনও পিচে যে তাঁরা ভয়ঙ্কর, বারবার তার প্রমাণ রেখেছেন বোলাররা। সঙ্গের গ্যালারিতে ওয়ান ডে ক্রিকেটের সেরা দশ বোলিং পরিসংখ্যান—
দেখুন গ্যালারি:
যে ৮ স্লেজিংয়ের ঘটনা ইতিহাস মনে রাখবে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy