আয়ুষ্মান খুরানা- আয়ুষ্মানের জন্ম পঞ্জাবে। ১৭ বছর বয়সে একটি টিভি শোয়ে অংশ নেন তিনি। ২০০৪-এ ‘এমটিভি রোডিজ’-এ অংশ নেন এবং সেটির বিজেতা হন। এই জয়ের পর তিনি বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনাও করেন। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘ভিকি ডোনর’ তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। বলিউডে পা দেওয়ার মাত্র ১০ বছরের মধ্যে তাঁর ফিল্মোগ্রাফি যে রূপ নিয়েছে, তা প্রশংসনীয়। তাঁর অভিনীত চরিত্রগুলির বৈচিত্র অন্য অভিনেতাদের কাছে যে ঈর্ষণীয়।
নোরা ফতেহি- বলিউডের অন্যতম পরিচিত মুখ নোরা। নাচের জন্যই তিনি সবচেয়ে বেশি খ্যাত। নাচের রিয়্যালিটি শো ‘ঝলক দিখলা যা’-এ তাঁকে প্রথম দেখা যায়। এ ছাড়াও ‘বিগ বস’-এর নবম সংস্করণেও তিনি অংশ নিয়েছিলেন। তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবন’। হিন্দির পাশাপাশি অনেক তামিল, তেলুগু ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। নেটমাধ্যমে তাঁর অনুগামীর সংখ্যা প্রচুর।
সানি লিওনে- আমেরিকার নাগরিক হয়েও সানি বলিউডে বেশ পরিচিত মুখ। প্রাক্তন এই পর্ন তারকা ‘বিগ বস’-এর পঞ্চম সংস্করণে অংশগ্রহণ করেন। তিনিই প্রথম অভিনেত্রী যাঁকে ‘বিগ বস’ চলাকালীনই সিনেমায় অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়। মহেশ ভট্টের ‘জিসম ২’ ছবিতে সানিকে প্রথম অভিনয় করতে দেখা যায়। এর পর তাঁকে বেশ কিছু ছবিতে কাজ করতে দেখা গিয়েছে। বেশ কিছু আইটেম গানেও নাচতে দেখা যায় তাঁকে।
রণবিজয় সিংহ- টেলিভিশন জগতের অন্যতম পরিচিত নাম। তাঁর অনুগামীর সংখ্যাও প্রচুর। এঁদের বেশির ভাগই মহিলা। ২০০৩ সালে ‘এমটিভি রোডিজ’-এর প্রথম মরসুমের বিজেতা তিনি। এর পর এই শোয়রই সঞ্চালক হিসেবে বহু বার দেখা গিয়েছে তাঁকে। ‘লন্ডন ড্রিমস’, ‘অ্যাকশন রিপ্লে’ ছাড়াও বেশ কিছু সিনেমাতে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে।
মেইয়াং চ্যাং- বলিউড ইন্ডাস্ট্রি এবং টেলিভিশেনর পরিচিত মুখ চ্যাং। ২০০৬ সালে গানের রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এ তিনি অংশগ্রহণ করেন। ‘ব্যোমকেশ বক্সী’, ‘ভারত’, ‘বদমাশ কোম্পানি’ ছাড়াও বেশ কয়েকটি সিনেমাতে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। অভিনয়ের পাশাপাশি গানও গাইতে পারেন চ্যাং। কেরিয়ারে শুরুতে গায়ক হিসেবেই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি।
গওহর খান- বলিউডের আরও এক পরিচিত মুখ। ‘রকেট সিং’ সিনেমাতে তাঁকে প্রথম অভিনয় করতে দেখা যায়। যদিও সিনেমাটি বক্স অফিসে আশাপ্রদ ফল করতে পারেনি। এ ছাড়াও ‘ইশাকজাদে’, ‘গেম’, ‘ফিভার’, ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’ ইত্যাদি ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল। রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর সপ্তম সংস্করণে তিনি অংশগ্রহণ করেন। সেই সংস্করণের বিজেতাও হন গওহর। এই রিয়্যালিটি শো তাঁর কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল।
ঋত্বিক ধনজানি- রিয়্যালিটি শোয়ের সুবাদে ঋত্বিক ধনজানি ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ। টেলিভিশনের পাশাপাশি ইন্ডাস্ট্রিতে তাঁর অভিনয় প্রশংসিত। কেরিয়ারের প্রথম দিকে তাঁকে বেশ কয়েকটি রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করতে দেখা যায় তাঁকে। কিন্তু তাঁর কেরিয়ার গতি পায় ‘নাচ বলিয়ে’র ষষ্ঠ সংস্করণের পর। সেখানে তিনি তাঁর প্রেমিকা আশা নেগির সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। ওই সংস্করণের বিজেতাও ঋত্বিক-আশা জুটি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy