These are the most googled questions about sex dgtl
sex
Most googled questions: যৌন শক্তি বাড়ানোর উপায় কী? এমন কোন ১০টি প্রশ্নে সবচেয়ে বেশি কৌতূহল সাধারণের
সম্প্রতি একটি সমীক্ষায় জানা গিয়েছে, যৌনতা নিয়ে ১০টি বিষয়ে মানুষের কৌতূহল সবচেয়ে বেশি।
নিজস্ব সংবাদদাতা
কলকাতাশেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৬:৩৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
যৌনতা এক প্রাকৃতিক প্রবৃত্তি হলেও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে যুগ যুগ ধরে অনেক কৌতূহল। এখন সেই সব প্রশ্নের উত্তর পাওয়ার সব চেয়ে বড় মাধ্যম গুগল। সম্প্রতি একটি সমীক্ষায় জানা গিয়েছে, যৌনতা নিয়ে ১০টি বিষয়ে মানুষের কৌতূহল সবচেয়ে বেশি।
০২১১
কন্ডোম নিয়ে অপার কৌতূহল মানুষের। অনেকেই গুগলের কাছে জানতে চান, ন্যূনতম কত বয়স হলে দোকানে গিয়ে জন্মনিরোধক কেনা যায়?
০৩১১
দেখা গিয়েছে, মেয়েদের যৌনতা নিয়ে কৌতূহল ছেলেদের বেশি। আবার তাদের অধিকাংশই জানতে চান, মেয়েদের যৌন ইচ্ছা বাড়ানোর সহজ উপায় কী?
০৪১১
মেয়েদের সঠিক যৌনসুখ (অর্গাজম) হয়েছে কি না, তা বোঝার উপায়ও জানতে চান অনেকে। একই সঙ্গে প্রশ্ন থাকে কী ভাবে সেই চরম সুখ দেওয়া যায়।
০৫১১
যৌনরোগ নিয়েও নানা কৌতূহল দেখা যায়। এর বেশিরভাগই বিভিন্ন ভয় থেকে তৈরি প্রশ্ন। অনেকেই যৌনরোগ নিয়ে বিস্তারিত জানতে নিয়মিত গুগলে খোঁজ করেন।
০৬১১
যৌনরোগ নিয়ে কৌতূহলের পাশাপাশি একটা বড় প্রশ্ন থাকে কী ভাবে যৌন সংসর্গ সত্ত্বেও কোনও রকম সংক্রমণ থেকে একশো শতাংশ রক্ষা পাওয়া যায়।
০৭১১
পুরুষদের শুধু নয়, মহিলাদের কাছেও পুরুষাঙ্গ নিয়ে কৌতূহল দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই জানতে চাওয়া হয়, পুরুষাঙ্গের দৈর্ঘ্য কী ভাবে বাড়ানো সম্ভব।
০৮১১
সঠিক যৌনতার জন্য পুরুষাঙ্গের মাপ ঠিক কেমন হওয়া উচিত তা নিয়েও অপার কৌতূহল দেখা যায়। কী ভাবে মাপতে হবে তা নিয়েও বড় অংশের মানুষ খোঁজ করেন।
০৯১১
কোনও রকম ওষুধের উপরে নির্ভর না করে কী ভাবে যৌনতার ইচ্ছা বাড়ানো যায় তা নিয়ে যেমন প্রশ্ন থাকে, তেমনই কোনও ওষুধ রয়েছে কি না, তা নিয়েও কৌতূহল দেখা যায়।
১০১১
কিছু সাধারণ যৌন অসুখ নিয়ে কৌতূহলও দেখা যায়। গুগলে সার্চ করে অনেকেই জানতে চান কী কী উপসর্গ দেখলে বুঝতে পারা যাবে যে যৌন রোগের সংক্রমণ হয়েছে।
১১১১
শেষের প্রশ্নটির উত্তর জানতে চাওয়ার সংখ্যা নাকি সব চেয়ে বেশি। অনেক মানুষ গুগলে সার্চ করে জানতে চান, কী ভাবে সঙ্গম দীর্ঘায়িত করা যায়।