the weather department forecasts rainfall on Saturday across the districts of southern west Bengal dgtl
West Bengal Weather Update
বসন্তের আমেজে আবার ভাগ বসাবে ঘ্যানঘেনে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?
হাওয়া অফিসের সূত্র জানাচ্ছে শনিবারও দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই বৃষ্টির দেখা মিলবে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
চলতি সপ্তাহের গোড়া থেকে শনিবার অবধি বৃষ্টির পূর্বাভাস ছিল রাজ্য জুড়ে। সেই মতোই কোথাও ছিটেফোঁটা, আবার কোথাও রীতিমতো ঝড় ও বজ্রপাতের সঙ্গে বৃষ্টি হয়েছে। বাদ যাচ্ছে না শনিবারও।
০২১০
খাতায়কলমে যদিও ফাল্গুন মাস, অন্যান্য বছর এই সময় বেশ গরমই এসে পড়ে। তবে বাদ সেধেছে বৃষ্টিই, হাওয়া অফিসের সূত্র জানাচ্ছে শনিবারও দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই বৃষ্টির দেখা মিলবে।
০৩১০
বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
০৪১০
শনিবারের পর থেকে বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে রবিবারও বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে।
০৫১০
এ ছাড়াও বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায় বুধবার পর্যন্ত কমবেশি বৃষ্টি চলতে পারে।
০৬১০
উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। শনিবার উত্তরের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ভিজতে পারে দার্জিলিঙের পার্বত্য এলাকা।
০৭১০
তবে এ ছাড়া রবিবার থেকে উত্তরবঙ্গে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে মূলত শুকনো।
০৮১০
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।
০৯১০
শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম।
১০১০
শনিবার তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।