হাওয়া অফিসের মতে, বিদায়পর্বের বৃষ্টি ভিজিয়ে যেতে পারে রাজ্যের বহু জেলা। রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ার নেপথ্যে রয়েছে ঘূর্ণাবর্ত, এমনটাই তাঁদের পূর্বাভাস।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৩২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
রাত পোহালেই সরস্বতী পুজো। আর তার আগেই বৃষ্টির পূর্বাভাস নিয়ে হাজির আবহাওয়া দফতর। শীত আর বসন্তের টানাপড়েন চলছে রাজ্য জুড়ে। তবে শেষ মুহূর্তে বৃষ্টিই ট্রফি নিয়ে যাবে বলে আশঙ্কা আবহবিদদের।
০২১৬
হাওয়া অফিসের মতে, বিদায় পর্বের বৃষ্টি ভিজিয়ে যেতে পারে রাজ্যের বহু জেলা। রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ার নেপথ্যে রয়েছে ঘূর্ণাবর্ত, এমনটাই তাঁদের পূর্বাভাস।
০৩১৬
হাওয়া অফিস জানিয়েছে বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যা থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প নিয়ে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে।
০৪১৬
তার ফলেই মঙ্গলবার থেকে কলকাতা-সহ দক্ষিণের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। বৃষ্টির কারণে কয়েকটি জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।
০৫১৬
মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকা। বৃষ্টির জন্য এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
০৬১৬
বুধবার এই জেলাগুলির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি এলাকায়। এই জেলাগুলিতেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
০৭১৬
বুধ এবং বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণের সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
০৮১৬
সতর্কতা জারি করা হয়েছে উত্তরের একাধিক জেলাতেও। বুধবার বৃষ্টির কারণে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
০৯১৬
বৃহস্পতিবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের সমস্ত জেলা। তবে বৃষ্টির ফলে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না।
১০১৬
মঙ্গলবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকবে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস।
১১১৬
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস বেশি।
১২১৬
গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।
১৩১৬
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় এক ডিগ্রি কম।
১৪১৬
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টির পর বিদায় নিতে পারে শীত। তাপমাত্রা পতনের আর সম্ভাবনা নেই।
১৫১৬
আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রাজ্য জুড়ে তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।
১৬১৬
দুই থেকে তিন দিনের মধ্যে রাজ্য জুড়ে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।