The richest hindu in Dubai, Dr Ravi Pillai runs multi-crore luxury hotel chain, net worth of USD 3.2 billion dgtl
Ravi Pillai
অর্থলগ্নি সংস্থা খুলে ব্যবসা শুরু, ২৬ হাজার কোটির সম্পত্তির মালিক দুবাইয়ের ভারতীয়
কেরলের একটি ছোট্ট গ্রামে জন্ম তাঁর। দারিদ্র ছিল নিত্যসঙ্গী। কঠোর পরিশ্রম আর নিজের লক্ষ্যে স্থির থেকে সফল হন এই ধনকুবের।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৩ ১৪:৫৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
বড় হয়ে কিছু একটা করতেই হবে— ছোট থেকেই এই জেদ চেপেছিল তাঁর মনে। সেই লক্ষ্যপূরণে সে ভাবেই নিজেকে গড়ে তুলেছিলেন। সময়ের স্রোত পেরিয়ে সাফল্যের মুখ দেখেন তিনি। কৃষক পরিবারের সন্তান হয়ে গেলেন কোটিপতি। দুবাইয়ের অন্যতম বিত্তশালী তিনি। তাঁর নাম রবি পিল্লাই।
ছবি: সংগৃহীত।
০২১৪
দুবাইয়ের অন্যতম ধনী ব্যক্তি রবি। একটি বিলাসবহুল হোটেলের মালিক তিনি। বিশ্বের নানা প্রান্তে রয়েছে তাঁর হোটেল।
—প্রতীকী ছবি।
০৩১৪
কেরলের বিভিন্ন প্রান্তে রবির বিলাসবহুল রিসর্ট রয়েছে। বিভিন্ন নামী হোটেলের শেয়ারও রয়েছে রবির হাতে।
ছবি: সংগৃহীত।
০৪১৪
বিলাসবহুল হোটেলের মালিক রবির জীবন এক সময় এতটাও সচ্ছল ছিল না। কেরলের কোল্লামের একটি ছোট গ্রামে জন্ম রবির।
ছবি: সংগৃহীত।
০৫১৪
তাঁর বাবা এক জন কৃষক। ছোট থেকেই দারিদ্র ছিল রবির নিত্যসঙ্গী। সেই কঠিন সময়ে রবি ঠিক করেছিলেন, বড় হয়ে তাঁকে কিছু একটা করতেই হবে। সেই তাগিদ থেকেই নিজের পায়ে দাঁড়ানোর জেদ চাপে রবির মনে।
ছবি: সংগৃহীত।
০৬১৪
কৃষক পরিবারের হাজারো কষ্ট সত্ত্বেও পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন রবি। পড়াশোনার পাঠ শেষে ব্যবসায় মন দেন তিনি।
ছবি: সংগৃহীত।
০৭১৪
একটি চিটফান্ড সংস্থা তৈরি করেন রবি। সেই থেকে শুরু। তার পর থেকেই ভাগ্য বদলাতে থাকে রবির।
ছবি: সংগৃহীত।
০৮১৪
চিটফান্ড সংস্থার পর একটি আর্থিক এবং নির্মাণ সংস্থা খোলেন রবি। নিজস্ব একটি সংস্থা তৈরি করেন। সেই সংস্থার অধীনে বিভিন্ন প্রতিষ্ঠান খোলেন তিনি।
ছবি: সংগৃহীত।
০৯১৪
এর পর হোটেল ব্যবসায় যোগ দেন রবি। তৈরি করেন বিলাসবহুল রিসর্ট এবং হোটেল। ওই হোটেলের পথচলা শুরু হয়েছিল কেরলে।
—প্রতীকী ছবি।
১০১৪
সাফল্য পান হোটেল ব্যবসায়। এর পরেই হোটেল ব্যবসার প্রসার ঘটান তিনি। অন্য নামী হোটেলের শেয়ারের মালিকানাও অর্জন করেন তিনি।
—প্রতীকী ছবি।
১১১৪
হোটেল ব্যবসার পাশাপাশি কোল্লামে একটি শপিং মলও রয়েছে রবির। তাতেও লাভের মুখ দেখেছেন এই কোটিপতি।
ছবি: সংগৃহীত।
১২১৪
দুবাইয়ের অন্যতম ধনী ব্যক্তি রবির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৬ হাজার ৩৬৪ কোটি টাকা।
ছবি: সংগৃহীত।
১৩১৪
রবির সংস্থার সম্পত্তির পরিমাণও নেহাত কম নয়। নিজের সংস্থা এবং হোটেল ব্যবসা মিলিয়ে মোট আয় প্রায় ৬৪ হাজার ২৪৫ কোটি টাকা।
ছবি: সংগৃহীত।
১৪১৪
কৃষক পরিবারের সন্তান হয়ে যে ভাবে কোটি কোটি টাকার মালিক হলেন রবি, তাঁর এই কাহিনি অনেকের কাছেই প্রেরণা।