The price of gold is increasing by leaps and bounds in Kolkata, normal people are facing difficulties dgtl
Gold Price in Kolkata
কোনও দিন ৫০ তো কোনও দিন ৫০০! কলকাতায় লাফিয়ে বাড়ছে সোনার দাম
বিয়ের মরসুমে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে সোনার দাম। আর তার ফলে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। কলকাতায় শুক্রবার ২৪ ক্যারাটের ১০ গ্রাম পাকা সোনার দাম পৌঁছেছে ৫৫ হাজার ৪৫০ টাকায়।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৫:১৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
বিয়ের মরসুমে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে সোনার দাম। আর তার ফলে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। কলকাতায় শুক্রবার ২৪ ক্যারাটের ১০ গ্রাম পাকা সোনার দাম পৌঁছেছে ৫৫ হাজার ৪৫০ টাকায়। জিএসটি ধরা হলে যা বেড়ে দাঁড়ায় ৫৭ হাজার ১১৩ টাকা ৫০ পয়সায়। জিএসটি ছাড়া ২৪ ক্যারাটের ১০ গ্রাম গহনার সোনার মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৬০০ টাকায়।
০২১৫
কলকাতায় দাম বেড়েছে হলমার্কের সোনারও। শুক্রবার শহরে জিএসটি ছাড়া ২৪ ক্যারাটের ১০ গ্রাম সোনার দাম ৫৩ হাজার ৪০০ টাকা।
০৩১৫
কিন্তু কী ভাবে বাড়ছে সোনার দাম? সোনার দামের ঊর্ধ্বগতি পরিষ্কার হবে শেষ এক মাসের হিসাবেই।
০৪১৫
৩০ নভেম্বর কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারাট) দাম ছিল ৫৫ হাজার ২ টাকা।
০৫১৫
দু’দিন পরেই অর্থাৎ, ১ ডিসেম্বর এক ধাক্কায় তিনশো টাকার বেশি বেড়ে ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারাট) দাম হয় ৫৫ হাজার ৩১১ টাকা।
০৬১৫
এক দিন পরেই কলকাতায় ২ ডিসেম্বর ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারাট) দাম প্রায় সাড়ে পাঁচশো টাকা বেড়ে হয় ৫৫ হাজার ৮৭৭ টাকা ৫০ পয়সা।
০৭১৫
১০ ডিসেম্বর একই পরিমাণ পাকা সোনার দাম বেড়ে হয় ৫৬ হাজার ৩৪১ টাকা। ১৪ ডিসেম্বর সেই দাম ৫৬ হাজারের মাত্রা ছুঁয়েছিল। ৫৬ হাজার ৬৫০ টাকা।
০৮১৫
২১ ডিসেম্বর পাকা সোনার দাম ৫৭ হাজার পেরিয়ে গিয়ে হয়েছিল ৫৭ হাজার ৬২ টাকা।
০৯১৫
এর দু’দিন পরেই তা আরও সাড়ে ৫১ টাকা বেড়ে হয়েছে ৫৭ হাজার ১১৩ টাকা ৫০ পয়সা।
১০১৫
অর্থাৎ, গত এক মাস ধরে শহরে ১০ গ্রাম সোনার দাম প্রতিদিনই গড়ে ৫০ টাকা ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।
১১১৫
পাকা সোনা বা গহনার সোনার যা দাম, তার উপর জিএসটি ধরা হলে সেই দাম এক ধাক্কায় আরও হাজার দু’য়েক টাকা বেড়ে যায়।
১২১৫
এর আগে ২০২০-এর ৬ অগস্ট কর বাদে পাকা সোনা হয়েছিল ৫৬,৫০০ টাকা। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ ছিল।
১৩১৫
স্বর্ণশিল্পীদের মতে, ইতিমধ্যেই দামের প্রভাবে গয়নার বাজার অনেকটাই পড়েছে। সোনার দাম দেখে অনেকেই সমস্যায়।
১৪১৫
ফাঁপরে পড়েছে মধ্যবিত্ত, যাঁরা এই মরসুমেই ছেলে বা মেয়ের বিয়ে ঠিক করেছেন। যত দামই হোক, সোনা কিন্তু তাঁদের কিনতেই হচ্ছে।
১৫১৫
গয়না বিক্রেতারা দাবি করেছেন, অনেক ক্রেতাই চলতি মাসের শুরু থেকে দাম কমার অপেক্ষায় বসে আছেন। কিন্তু তাঁদের হতাশ করে ক্রমাগত বেড়েই চলেছে সোনার দাম।