হিন্দু পুরাণ অনুযায়ী স্বর্গে শুধু দেবতারাই থাকেন, এমন নয়। সেখানে অপ্সরাদের মতো জীবও বাস করেন। ‘অপ্সরা’রা ছড়িয়ে রয়েছেন হিন্দু ও বৌদ্ধ সাহিত্যে, স্থাপত্যে, চিত্রকলায়। পুরাণ-মতে, অপ্সরারা অপরূপ সুন্দরী। কিন্তু তাঁদের ঠিক রক্তমাংসের মানবী বলা যায় না। তাঁরা দেবতাদের মতোই অতিপ্রাকৃত। স্বর্গে অপ্সরাদের মূল কাজ দেবতাদের মনোরঞ্জন। তাঁরা নৃত্য, গীত ও অন্য কলায় পারদর্শী। পুরাণ এবং মহাকাব্যগুলি থেকে বিভিন্ন অপ্সরার নাম পাওয়া যায়। এঁদেরই অন্যতমা হলেন উর্বশী।