কুম্ভমেলায় নয়, বরং জন্মের সময়েই একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন দুই ভাই। দু’জনেই ছিলেন যমজ। আলাদা হওয়ার পর নিজেদের অজান্তেই তাঁরা একদম একই জীবন কাটিয়েছেন। তাঁদের জীবনের গল্প শুনে মনে হবে, একটি যেন অন্যটির প্রতিচ্ছবি। বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, এঁদের সম্পর্কে যা জানা গিয়েছে, সবই সত্যি। এমনকি ‘ফ্যাক্ট চেক’ও তেমনই ইঙ্গিত দিচ্ছে। কিন্তু যা দেখা গেল, তা থেকে তাজ্জব অনেকেই। প্রশ্ন উঠছে, এ সবই কি সত্যি?