এই পৃথিবীটা অনেক বড়। চার দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা দেশ। আর সেই সব দেশের রীতি-নীতি আবার একেক রকম। যেমন কোনও দেশের নাগরিকরা শোকপালনে কালো রঙের পোশাক পরেন। আবার কোনও দেশে একই কারণে পোশাকের রং পাল্টে সাদা হয়। কোথাও কোথাও আবার কাছের মানুষের প্রয়াণের পর রীতি মেনে মস্তক মুণ্ডন করা হয়। ইন্দোনেশিয়ার একটি উপজাতি এলাকায় আবার পরিজনের মৃত্যুতে মহিলাদের আঙুল কাটা হত! হ্যাঁ, একটা সময় এমনই প্রথা চালু ছিল।