![The bollywood film Jaane Bhi Do Yaaro had low budget, camera was stolen from set, actress wore her own clothes](https://assets.telegraphindia.com/abp/2024/Mar/1710325740_1.jpg)
আশির দশকের ঘটনা। ছবির শুটিং চলছে। ক্যামেরার সামনে অভিনয় করছেন নাসিরুদ্দিন শাহ, নীনা গুপ্ত, সতীশ কৌশিক, ওম পুরী, পঙ্কজ কপূরের মতো তারকা। কম বাজেটের ছবিতে অভিনয় করে পারিশ্রমিকও বেশি পাননি। চিত্রনাট্যও তেমন পছন্দ ছিল না। মুক্তির পর তেমন সফল না হলেও বহু বছর পর তা হিন্দি ফিল্মজগতের সেরা ‘ব্ল্যাক কমেডি’ ঘরানার ছবির তালিকায় প্রথম সারিতে স্থান পায়।