Advertisement
০৭ জানুয়ারি ২০২৫
Elon Musk

এক ডজন সন্তানের জনক, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক! ইলন মাস্কের রঙিন ব্যক্তিগত জীবন আবারও খবরে

২০২১ সালের পর আবারও চর্চায় উঠে এল মাস্ক এবং শিভন জ়িলিসের সম্পর্ক। এই সম্পর্কেই জন্ম নিল তাঁদের তৃতীয় সন্তান।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ জুন ২০২৪ ১২:২৩
Share: Save:
০১ ১৯
Tesla owner’s 12 kids, what to know about the billionaire’s big brood

আবার বাবা হলেন ধনকুবের ইলন মাস্ক। এই নিয়ে দ্বাদশ সন্তানের পিতা হলেন মাস্ক। ১২ সন্তানের পিতা মাস্ককে নিয়ে কৌতূহলের সীমা নেই। তাঁর একাধিক নারীর সঙ্গে সম্পর্কের কথাও অজানা নয়। শুধু সম্পর্কে থাকাই নয়, সেই সব সম্পর্কে থাকাকালীন বার বার বাবাও হয়েছেন মাস্ক।

০২ ১৯
Tesla owner’s 12 kids, what to know about the billionaire’s big brood

২০২১ সালের পর সম্প্রতি আবারও চর্চায় উঠে এল মাস্ক এবং শিভন জ়িলিসের সম্পর্ক। এই সম্পর্কেই জন্ম নিল তাঁদের তৃতীয় সন্তান। তবে পুত্র না কন্যা, তা নিয়ে স্পষ্ট করে কেউই মুখ খোলেননি। অনেকেই দাবি করছিলেন, এই সন্তানকে নিয়ে ‘গোপনীয়তা’ বজায় রাখছেন মাস্ক। যদিও টেসলা কর্তা স্পষ্ট করেন, কোনও গোপন রাখার বিষয় নয়। পরিবার এবং বন্ধুবান্ধব সকলেই বিষয়টি জানতেন।

০৩ ১৯
Tesla owner’s 12 kids, what to know about the billionaire’s big brood

নিউরালিঙ্ক সংস্থার অপারেশন এবং বিশেষ প্রজেক্টের ডিরেক্টর জ়িলিস। ২০২২ সালের আগে মাস্ক-জ়িলিস সম্পর্কের কথা প্রায় অজানাই ছিল। এই সম্পর্ক আলোচনায় আসে, যখন তাঁরা তাঁদের যমজ সন্তানের নাম পরিবর্তনের জন্য আবেদন করেন।

০৪ ১৯
Tesla owner’s 12 kids, what to know about the billionaire’s big brood

নিউরালিঙ্ক সংস্থার সহ-প্রতিষ্ঠাতা মাস্ক। এই সংস্থায় কাজ করার আগে জ়িলিস ওপেনএআই-তে কাজ করতেন। ওপেনএআই তৈরির ব্যাপারেও অন্যতম ভূমিকা ছিল মাস্কের। তবে পরে সেই সংস্থা থেকে বেরিয়ে আসেন তিনি।

০৫ ১৯
Tesla owner’s 12 kids, what to know about the billionaire’s big brood

পেশাদার বৃত্তে মাস্কের সঙ্গে জ়িলিসের যোগাযোগ অনেক পুরনো। তবে প্রকাশ্যে সে ভাবে তাঁদের কাছাকাছি আসতে দেখা যায়নি। এমনকি, এই যুগলের মধ্যে কবে থেকে প্রেমের সম্পর্কে গড়ে উঠল তা-ও অজানা।

০৬ ১৯
Tesla owner’s 12 kids, what to know about the billionaire’s big brood

অন্টারিয়োর মার্কহামে জন্ম জ়িলিসের। ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তিনি। অর্থনীতি এবং দর্শন নিয়ে পড়াশোনা শেষ করেন জ়িলিস। পড়াশোনার পাশাপাশি খেলাধূলার সঙ্গেও জড়িয়ে ছিলেন তিনি। কলেজ জীবনে খেলতেন আইস-হকি। ছিলেন গোলরক্ষক।

০৭ ১৯
Tesla owner’s 12 kids, what to know about the billionaire’s big brood

পড়াশোনা শেষ করে আইবিএমে কর্মজীবন শুরু করেন জ়িলিস। তার পর সেখান থেকে ব্লুমবার্গ বিটায় চলে যান। সেখান থেকেই ওপেনএআই। তার পর নিউরালিঙ্ক। বর্তমানে সেখানেই কর্মরত তিনি।

০৮ ১৯
Tesla owner’s 12 kids, what to know about the billionaire’s big brood

জ়িলিসের সঙ্গে সম্পর্কে থাকাকালীন এই নিয়ে তৃতীয় সন্তানের বাবা হলেন মাস্ক। জ়িলিসের আগে কানাডিয়ান সঙ্গীতশিল্পী গ্রাইমসের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। সেই সম্পর্কে থাকাকালীন মাস্ক তিন সন্তানের বাবা হয়েছিলেন।

০৯ ১৯
Tesla owner’s 12 kids, what to know about the billionaire’s big brood

২০২৩ সালে মাস্ক-গ্রাইমসের এক পুত্রকে নিয়ে চর্চা শুরু হয়েছিল। সে সময় মাস্ক নিজেই তাঁর ছেলের সঙ্গে সময় কাটানোর কিছু মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছিলেন সমাজমাধ্যমে। শুধুমাত্র ধনকুবেরের ছেলে বলেই যে তাকে নিয়ে চর্চা, তা কিন্তু নয়।

১০ ১৯
Tesla owner’s 12 kids, what to know about the billionaire’s big brood

ইলন এবং গ্রাইমস নিজেদের সন্তানের যে নাম রেখেছেন, তা নিয়েই বেশি উৎসাহ ছিল সকলের। কারণ, সে নাম উচ্চারণ করা যায় না। নামের অর্থও মাথা খাটিয়ে বার করতে পারেননি কেউ। শেষ পর্যন্ত নিজের পুত্রের নামরহস্য ভেদ করতে মাঠে নামতে হয় ইলনকেই। তিনি জানিয়েছিলেন তাঁর ছেলের নামের উচ্চারণ হবে, ‘এক্স অ্যাশ এ টুয়েলভ’।

১১ ১৯
Tesla owner’s 12 kids, what to know about the billionaire’s big brood

এ ছাড়াও মাস্ক এবং তাঁর প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের পাঁচ সন্তান রয়েছে। ২০০২ সালে তাঁদের এক পুত্রসন্তান হয়। নাম ছিল নেভেদা। কিন্তু মাত্র ১০ সপ্তাহ বয়সে কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। ইলন ও জাস্টিনের প্রথম সন্তান নেভেদার মৃত্যুর পরে তলানিতে যায় তাঁদের সম্পর্ক।

১২ ১৯
Tesla owner’s 12 kids, what to know about the billionaire’s big brood

নেভেদার পর প্রথমে যমজ এবং তার পরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন জাস্টিন। ২০০৪ সালে যমজ সন্তানের জন্ম দেন জাস্টিন। তাদের নাম গ্রিফিন এবং ভিভিয়ান। ২০০৬ সালে জন্ম নেয় তাঁদের আরও তিন পুত্র। ২০২২ সালে চর্চায় এসেছিলেন মাস্ক-পুত্র ভিভিয়ান। লিঙ্গ পরিবর্তন করান তিনি।

১৩ ১৯
Tesla owner’s 12 kids, what to know about the billionaire’s big brood

২০০৮ সালে বিচ্ছেদ হয় মাস্ক এবং জাস্টিনের। ২০১০ সালে আবার বিয়ে করেন মাস্ক। অভিনেত্রী তালুলাহ রিলিকে বিয়ে করেন তিনি। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। ২০১২ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। কিন্তু ২০১৩ সালে আবার তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। নতুন করে সম্পর্ক শুরু করেছিলেন তাঁরা। যদিও ২০১৬ সালে সেই সম্পর্কে ছেদ পড়ে।

১৪ ১৯
Tesla owner’s 12 kids, what to know about the billionaire’s big brood

বিশ্বব্যাপী জনসংখ্যা কমানোর যে প্রচার চলছে, তার বিরুদ্ধে বরাবর সরব হতে দেখা গিয়েছে মাস্ককে। তিনি বিশ্বাস করেন যে, সভ্যতার ভবিষ্যতের জন্য আরও সন্তানধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১৫ ১৯
Tesla owner’s 12 kids, what to know about the billionaire’s big brood

মাস্কের পরামর্শ, উচ্চ আইকিউ সম্পন্ন ব্যক্তিদের এ ব্যাপারে এগিয়ে আসা উচিত। তিনি মনে করেন, বিশ্বে উচ্চ আইকিউ সম্পন্ন ব্যক্তির সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। সেই সঙ্কট মোকাবিলা করতে উদ্যোগী হতে হবে উচ্চ আইকিউ সম্পন্ন ব্যক্তিদেরই। একমাত্র বেশি সন্তানধারণই সঙ্কট মোকাবিলার অস্ত্র হতে পারে বলে মনে করেন তিনি।

১৬ ১৯
Tesla owner’s 12 kids, what to know about the billionaire’s big brood

মাস্কের জীবন বর্ণময়। নানা সময়ে নানা বিষয়ে তিনি সংবাদমাধ্যমের শিরোনামে চলে আসেন। বহু সিদ্ধান্তের জন্য বার বার সমালোচিত হয়েছেন মাস্ক। কিন্তু এখনও পর্যন্ত তাঁকে কখনও পিছিয়ে আসতে দেখা যায়নি।

১৭ ১৯
Tesla owner’s 12 kids, what to know about the billionaire’s big brood

স্পেসএক্স এবং টেসলার মালিক মাস্কের ব্যবসায়িক বুদ্ধিও নিয়েও কম আলোচনা হয় না। ব্যবসা বৃদ্ধি করতে এক্স (সাবেক টুইটার) নিয়ে নানান পরীক্ষা চালিয়েছেন মাস্ক। কখনও নাম পরিবর্তন, কখনও আবার ব্লু টিক নীতি পাল্টে ফেলার মতো সিদ্ধান্ত নিয়েও আলোচনা হয়েছে বিশ্বে।

১৮ ১৯
Tesla owner’s 12 kids, what to know about the billionaire’s big brood

একই সঙ্গে মাস্কের ব্যক্তিগত জীবন নিয়েও সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা গিয়েছে। সম্প্রতি ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্পেসএক্সের অন্তত দু’জন কর্মীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন প্রতিষ্ঠানটির সিইও মাস্ক।

১৯ ১৯
Tesla owner’s 12 kids, what to know about the billionaire’s big brood

দু’জনই ছিলেন স্পেসএক্সের ইন্টার্ন। মাস্ক নাকি তাঁদের মধ্যে এক জনকে তাঁর সন্তানধারণের প্রস্তাব দিয়েছিলেন। বিষয়টি নিয়ে সমালোচনাও হয়। তার মধ্যেই প্রকাশ্যে এল মাস্কের আবার বাবা হওয়ার খবর। তবে এই সন্তান সম্পর্কে কিছুটা রহস্য রেখে দিয়েছেন ধনকুবের।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy