Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
West Bengal SSC Scam

পার্থ-অর্পিতা দিয়ে শুরু, কুন্তলেই কি শেষ? না কি তালিকায় আরও আছেন?

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় থেকে মানিক ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এই তালিকায় শেষ সংযোজন কুন্তল ঘোষ। তালিকা কি আরও দীর্ঘ হবে?

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৩ ১৬:২৭
Share: Save:
০১ ২৫
২০২২ সালের মাঝামাঝি সময়। রাজ্য রাজনীতি তোলপাড়। কারণ একটাই, স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসে। সিবিআই, ইডি সূত্রে জানা যায়, টাকার বিনিময়ে বাংলায় অনেক ‘অযোগ্য’-কে বিভিন্ন স্কুলে চাকরি দেওয়া হয়েছে। নেপথ্যে রয়েছে প্রভাবশালীদের চক্র। তার পর একের পর এক তাবড় রাজনীতিক, নেতা, মন্ত্রীর বাড়িতে ইডি, সিবিআইয়ের হানা। একে একে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় থেকে মানিক ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা। এই তালিকায় সর্বশেষ সংযোজন কুন্তল ঘোষ। হুগলির যুব তৃণমূলনেতা। তালিকা কি আরও দীর্ঘ হবে? রয়েছে সেই প্রশ্নও।

২০২২ সালের মাঝামাঝি সময়। রাজ্য রাজনীতি তোলপাড়। কারণ একটাই, স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসে। সিবিআই, ইডি সূত্রে জানা যায়, টাকার বিনিময়ে বাংলায় অনেক ‘অযোগ্য’-কে বিভিন্ন স্কুলে চাকরি দেওয়া হয়েছে। নেপথ্যে রয়েছে প্রভাবশালীদের চক্র। তার পর একের পর এক তাবড় রাজনীতিক, নেতা, মন্ত্রীর বাড়িতে ইডি, সিবিআইয়ের হানা। একে একে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় থেকে মানিক ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা। এই তালিকায় সর্বশেষ সংযোজন কুন্তল ঘোষ। হুগলির যুব তৃণমূলনেতা। তালিকা কি আরও দীর্ঘ হবে? রয়েছে সেই প্রশ্নও।

০২ ২৫
বছরখানেক আগে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। ‘সৎ রঞ্জন’-কে নিয়ে বোমা ফাটিয়েছিলেন তিনি। সেই ভিডিয়োর সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি। ২০২২ সালে ফের প্রকাশ্যে আসে উপেনের সেই ভিডিয়ো। প্রশ্ন ওঠে, এই রঞ্জন আসলে কে?

বছরখানেক আগে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। ‘সৎ রঞ্জন’-কে নিয়ে বোমা ফাটিয়েছিলেন তিনি। সেই ভিডিয়োর সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি। ২০২২ সালে ফের প্রকাশ্যে আসে উপেনের সেই ভিডিয়ো। প্রশ্ন ওঠে, এই রঞ্জন আসলে কে?

০৩ ২৫
ভিডিয়োতে উপেন দাবি করেছিলেন, টাকা নিয়ে স্কুলের চাকরি পাইয়ে দেন রঞ্জন। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বাগদায়। স্থানীয়রা দাবি করেছিলেন, ওই রঞ্জনের বাড়িতে অনেক প্রভাবশালী নেতা-মন্ত্রীই যাওয়া-আসা করতেন। সেই রঞ্জনের পরিচয় ফাঁস হয় আরও দিন কয়েক পরে। কিন্তু তার আগেই শুরু হয় তল্লাশি আর গ্রেফতারি।

ভিডিয়োতে উপেন দাবি করেছিলেন, টাকা নিয়ে স্কুলের চাকরি পাইয়ে দেন রঞ্জন। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বাগদায়। স্থানীয়রা দাবি করেছিলেন, ওই রঞ্জনের বাড়িতে অনেক প্রভাবশালী নেতা-মন্ত্রীই যাওয়া-আসা করতেন। সেই রঞ্জনের পরিচয় ফাঁস হয় আরও দিন কয়েক পরে। কিন্তু তার আগেই শুরু হয় তল্লাশি আর গ্রেফতারি।

০৪ ২৫
ইডির নজর পড়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দিকে। ২২ জুলাই সন্ধ্যায় তাঁর নাকতলার বাড়িতে যায় ইডির একটি দল। রাতভর জেরা করে। ২৩ জুলাই সকালে গ্রেফতার করা হয় পার্থকে। ইডির অভিযোগ, স্কুল সার্ভিস কমিশন দুর্নীতিতে নাম জড়িয়েছে তাঁর।

ইডির নজর পড়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দিকে। ২২ জুলাই সন্ধ্যায় তাঁর নাকতলার বাড়িতে যায় ইডির একটি দল। রাতভর জেরা করে। ২৩ জুলাই সকালে গ্রেফতার করা হয় পার্থকে। ইডির অভিযোগ, স্কুল সার্ভিস কমিশন দুর্নীতিতে নাম জড়িয়েছে তাঁর।

০৫ ২৫
২২ জুলাই সারা রাত ইডির আধিকারিকেরা প্রাক্তন মন্ত্রীর বাড়িতেই ছিলেন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় পার্থের বাড়ি। ইডি সূত্রে জানা গিয়েছিল, টানা জিজ্ঞাসাবাদের মাঝে অসুস্থ হয়ে পড়েন পার্থ। দু’বার তাঁর বাড়িতে পৌঁছন চিকিৎসকেরা। কিন্তু তাতেও প্রশ্নপর্ব থামেনি।

২২ জুলাই সারা রাত ইডির আধিকারিকেরা প্রাক্তন মন্ত্রীর বাড়িতেই ছিলেন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় পার্থের বাড়ি। ইডি সূত্রে জানা গিয়েছিল, টানা জিজ্ঞাসাবাদের মাঝে অসুস্থ হয়ে পড়েন পার্থ। দু’বার তাঁর বাড়িতে পৌঁছন চিকিৎসকেরা। কিন্তু তাতেও প্রশ্নপর্ব থামেনি।

০৬ ২৫
পার্থের বাড়িতে যখন ছিলেন ইডি আধিকারিকরা, তখন তল্লাশি চলে তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটেও। টালিগঞ্জের একটি আবাসনে থাকতেন অর্পিতা।

পার্থের বাড়িতে যখন ছিলেন ইডি আধিকারিকরা, তখন তল্লাশি চলে তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটেও। টালিগঞ্জের একটি আবাসনে থাকতেন অর্পিতা।

০৭ ২৫
ইডি সূত্রে জানা গিয়েছে, অর্পিতার বাড়ি থেকে প্রায় ২১ কোটি টাকা নগদ পাওয়া যায়। দু’টি বস্তায় ভরা ছিল ২০০০ এবং ৫০০ টাকার নোটের বান্ডিল। ওই বাড়ি থেকে ২০টি মোবাইল ফোনও পাওয়া গিয়েছিল বলে ইডির দাবি। যে নগদ উদ্ধার হয়েছে, তা ব্যাঙ্ককর্মীদের দিয়ে যন্ত্রের সাহায্যে গণনা করানো হয়। ওই টাকা স্কুলে বেআইনি নিয়োগে নেওয়া ঘুষের অংশ বলে প্রাথমিক ভাবে মনে করছে ইডি।

ইডি সূত্রে জানা গিয়েছে, অর্পিতার বাড়ি থেকে প্রায় ২১ কোটি টাকা নগদ পাওয়া যায়। দু’টি বস্তায় ভরা ছিল ২০০০ এবং ৫০০ টাকার নোটের বান্ডিল। ওই বাড়ি থেকে ২০টি মোবাইল ফোনও পাওয়া গিয়েছিল বলে ইডির দাবি। যে নগদ উদ্ধার হয়েছে, তা ব্যাঙ্ককর্মীদের দিয়ে যন্ত্রের সাহায্যে গণনা করানো হয়। ওই টাকা স্কুলে বেআইনি নিয়োগে নেওয়া ঘুষের অংশ বলে প্রাথমিক ভাবে মনে করছে ইডি।

০৮ ২৫
ইডির দাবি, প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে এবং সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে শিক্ষাসচিব মণীশ জৈন জানিয়েছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থের নির্দেশেই সমস্ত নিয়োগ করা হয়েছিল। উনিই নিয়োগের ক্ষেত্রে মূল নিয়ন্ত্রক ছিলেন।

ইডির দাবি, প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে এবং সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে শিক্ষাসচিব মণীশ জৈন জানিয়েছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থের নির্দেশেই সমস্ত নিয়োগ করা হয়েছিল। উনিই নিয়োগের ক্ষেত্রে মূল নিয়ন্ত্রক ছিলেন।

০৯ ২৫
ইডি সূত্রে জানা যায়, প্রাথমিক ভাবে নথি সংগ্রহ এবং পার্থকে জিজ্ঞাসাবাদ করে মণীশের দাবি যাচাই করা হয়। কোনও রকম তলবি নোটিস ছাড়াই শুক্রবার সকাল সাড়ে সাতটায় পার্থকে ঘুম থেকে তুলে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। পরের দিন গ্রেফতার করা হয় তাঁকে। গ্রেফতার করা হয় তাঁর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতাকেও। সেই থেকে দু’জনেই জেলবন্দি। বার বার খারিজ হয়েছে জামিনের আবেদন।

ইডি সূত্রে জানা যায়, প্রাথমিক ভাবে নথি সংগ্রহ এবং পার্থকে জিজ্ঞাসাবাদ করে মণীশের দাবি যাচাই করা হয়। কোনও রকম তলবি নোটিস ছাড়াই শুক্রবার সকাল সাড়ে সাতটায় পার্থকে ঘুম থেকে তুলে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। পরের দিন গ্রেফতার করা হয় তাঁকে। গ্রেফতার করা হয় তাঁর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতাকেও। সেই থেকে দু’জনেই জেলবন্দি। বার বার খারিজ হয়েছে জামিনের আবেদন।

১০ ২৫
এর মধ্যেই ফের উপেনের দাবি করা ‘সৎ রঞ্জন’-এর প্রসঙ্গ প্রকাশ্যে আসে। হাই কোর্টে আইনজীবীরা জানান, রঞ্জন আসলে বাগদার মামাভাগিনা গ্রামের বাসিন্দা চন্দন মণ্ডল। এই মামলায় তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। আদালত জানায়, প্রয়োজনে চন্দনকে নিজেদের হেফাজতে নিতে পারবে সিবিআই।

এর মধ্যেই ফের উপেনের দাবি করা ‘সৎ রঞ্জন’-এর প্রসঙ্গ প্রকাশ্যে আসে। হাই কোর্টে আইনজীবীরা জানান, রঞ্জন আসলে বাগদার মামাভাগিনা গ্রামের বাসিন্দা চন্দন মণ্ডল। এই মামলায় তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। আদালত জানায়, প্রয়োজনে চন্দনকে নিজেদের হেফাজতে নিতে পারবে সিবিআই।

১১ ২৫
সৌমেন নন্দী নামে এক চাকরিপ্রার্থী প্রাথমিকে নিয়োগ-কেলেঙ্কারি নিয়ে মামলা করেছিলেন। সৌমেনের আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছিলেন, ৮৭ জনকে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে। সেই মামলাতেই চন্দনের নাম উঠে এসেছে। আদালতকে ধন্যবাদ জানিয়ে সংবাদমাধ্যমে উপেন জানান, তিনি আদালতকে সাহায্য করবেন। সিবিআই কাজ না করলে তিনি আদালতকে সব জানাবেন বলেও প্রতিশ্রুতি দেন।

সৌমেন নন্দী নামে এক চাকরিপ্রার্থী প্রাথমিকে নিয়োগ-কেলেঙ্কারি নিয়ে মামলা করেছিলেন। সৌমেনের আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছিলেন, ৮৭ জনকে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে। সেই মামলাতেই চন্দনের নাম উঠে এসেছে। আদালতকে ধন্যবাদ জানিয়ে সংবাদমাধ্যমে উপেন জানান, তিনি আদালতকে সাহায্য করবেন। সিবিআই কাজ না করলে তিনি আদালতকে সব জানাবেন বলেও প্রতিশ্রুতি দেন।

১২ ২৫
আদালতের নির্দেশমতো ৭ জুলাই চন্দনের বাগদার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। দীর্ঘক্ষণ তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে কী পেয়েছিল সিবিআই, তা জানায়নি। চন্দনের বাড়িতে যখন তল্লাশি চালাচ্ছে সিবিআই, তখন তিনি পূর্ব নির্দেশ মেনে হাজিরা দেন কলকাতা হাই কোর্টে।

আদালতের নির্দেশমতো ৭ জুলাই চন্দনের বাগদার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। দীর্ঘক্ষণ তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে কী পেয়েছিল সিবিআই, তা জানায়নি। চন্দনের বাড়িতে যখন তল্লাশি চালাচ্ছে সিবিআই, তখন তিনি পূর্ব নির্দেশ মেনে হাজিরা দেন কলকাতা হাই কোর্টে।

১৩ ২৫
এই এসএসসি দুর্নীতি মামলায় ১০ অগস্ট গ্রেফতার হন প্রাক্তন এসএসসি উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং প্রাক্তন সচিব অশোক সাহা। তাঁদের আলিপুর আদালতে হাজির করিয়ে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, স্কুলে নিয়োগের ক্ষেত্রে ‘বৃহত্তর ষড়যন্ত্র’ হয়েছে।

এই এসএসসি দুর্নীতি মামলায় ১০ অগস্ট গ্রেফতার হন প্রাক্তন এসএসসি উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং প্রাক্তন সচিব অশোক সাহা। তাঁদের আলিপুর আদালতে হাজির করিয়ে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, স্কুলে নিয়োগের ক্ষেত্রে ‘বৃহত্তর ষড়যন্ত্র’ হয়েছে।

১৪ ২৫
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে এফআইআর দায়ের করেছিল, তাতে প্রথম নাম ছিল শান্তিপ্রসাদের। অশোকের নাম ছিল চতুর্থ স্থানে। সিবিআই সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলার পরই তাঁদের দু’জনকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে এফআইআর দায়ের করেছিল, তাতে প্রথম নাম ছিল শান্তিপ্রসাদের। অশোকের নাম ছিল চতুর্থ স্থানে। সিবিআই সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলার পরই তাঁদের দু’জনকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

১৫ ২৫
হাই কোর্টের নিয়োগ করা বাগ কমিটির রিপোর্টেও এসএসসির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ এবং এসএসসির প্রাক্তন সচিব অশোকের নাম ছিল। সিবিআই সূত্রে খবর, এই দু’জন তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। তথ্য গোপন করছিলেন। এই ষড়যন্ত্রে আর কারা জড়িত, তা জানতে দু’জনকে জেরা করে সিবিআই।

হাই কোর্টের নিয়োগ করা বাগ কমিটির রিপোর্টেও এসএসসির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ এবং এসএসসির প্রাক্তন সচিব অশোকের নাম ছিল। সিবিআই সূত্রে খবর, এই দু’জন তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। তথ্য গোপন করছিলেন। এই ষড়যন্ত্রে আর কারা জড়িত, তা জানতে দু’জনকে জেরা করে সিবিআই।

১৬ ২৫
১৫ সেপ্টেম্বর এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। নিজাম প্যালেসে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। ছ’ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হয় তাঁকে।

১৫ সেপ্টেম্বর এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। নিজাম প্যালেসে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। ছ’ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হয় তাঁকে।

১৭ ২৫
কলকাতা হাই কোর্টের নির্দেশে তৈরি প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের কমিটি জানায়, কল্যাণময়ের নির্দেশে বেআইনি নিয়োগপত্র তৈরি হয়েছিল। এই মামলায় কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তার পরও পর্ষদের সভাপতি পদে তিনি থাকায় প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। ২০২২ সালের ২৩ জুন কল্যাণকে সরিয়ে দেয় নবান্ন। ওই পদে নিয়োগ করা হয় রামানুজ গঙ্গোপাধ্যায়কে।

কলকাতা হাই কোর্টের নির্দেশে তৈরি প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের কমিটি জানায়, কল্যাণময়ের নির্দেশে বেআইনি নিয়োগপত্র তৈরি হয়েছিল। এই মামলায় কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তার পরও পর্ষদের সভাপতি পদে তিনি থাকায় প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। ২০২২ সালের ২৩ জুন কল্যাণকে সরিয়ে দেয় নবান্ন। ওই পদে নিয়োগ করা হয় রামানুজ গঙ্গোপাধ্যায়কে।

১৮ ২৫
১৯ সেপ্টেম্বর এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। ২০১৪ থেকে ২০১৮ সাল, এই চার বছর তিনি ওই পদে ছিলেন। সিবিআই জানায়, জেরায় সন্তোষজনক জবাব দেননি তিনি। তার পরেই সুবীরেশকে গ্রেফতার করা হয়েছে। এসএসসি দুর্নীতি মামলায় বাগ কমিটির রিপোর্টে তাঁরও নাম ছিল।

১৯ সেপ্টেম্বর এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। ২০১৪ থেকে ২০১৮ সাল, এই চার বছর তিনি ওই পদে ছিলেন। সিবিআই জানায়, জেরায় সন্তোষজনক জবাব দেননি তিনি। তার পরেই সুবীরেশকে গ্রেফতার করা হয়েছে। এসএসসি দুর্নীতি মামলায় বাগ কমিটির রিপোর্টে তাঁরও নাম ছিল।

১৯ ২৫
তার দিন কয়েক আগে সুবীরেশের বাঁশদ্রোণীর ফ্ল্যাট সিল করে দেয় সিবিআই। ফ্ল্যাটে ঢুকতে না পেরে ছাদে উঠে যান তিনি। সেখান থেকেই সাংবাদিকদের জানিয়েছিলেন, তাঁর আমলে নিয়োগে দুর্নীতি হয়নি।

তার দিন কয়েক আগে সুবীরেশের বাঁশদ্রোণীর ফ্ল্যাট সিল করে দেয় সিবিআই। ফ্ল্যাটে ঢুকতে না পেরে ছাদে উঠে যান তিনি। সেখান থেকেই সাংবাদিকদের জানিয়েছিলেন, তাঁর আমলে নিয়োগে দুর্নীতি হয়নি।

২০ ২৫
এসএসসির পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ ওঠে। সেই নিয়েও তোলপাড় শুরু হয়। ১১ অক্টোবর শিক্ষক নিয়োগ-দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি। তারা জানিয়েছে, মানিকের বয়ানে অসঙ্গতি ছিল। জেরায় যথেষ্ট সহযোগিতা করেননি।

এসএসসির পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ ওঠে। সেই নিয়েও তোলপাড় শুরু হয়। ১১ অক্টোবর শিক্ষক নিয়োগ-দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি। তারা জানিয়েছে, মানিকের বয়ানে অসঙ্গতি ছিল। জেরায় যথেষ্ট সহযোগিতা করেননি।

২১ ২৫
পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় ইডি যে চার্জশিট দিয়েছিল, তাতেও মানিকের নাম ছিল। চার্জশিটে অভিযোগ আনা হয়েছিল যে, চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন মানিক। তা জানতেন পার্থ। কিন্তু তিনি এই বিষয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করেননি। ইডি সূত্রে খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ এবং মানিকের মধ্যে মোবাইলে বার্তা আদানপ্রদান হয়েছিল। সেই প্রমাণ রয়েছে তাদের হাতে। চার্জশিটেও তার উল্লেখ রয়েছে।

পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় ইডি যে চার্জশিট দিয়েছিল, তাতেও মানিকের নাম ছিল। চার্জশিটে অভিযোগ আনা হয়েছিল যে, চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন মানিক। তা জানতেন পার্থ। কিন্তু তিনি এই বিষয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করেননি। ইডি সূত্রে খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ এবং মানিকের মধ্যে মোবাইলে বার্তা আদানপ্রদান হয়েছিল। সেই প্রমাণ রয়েছে তাদের হাতে। চার্জশিটেও তার উল্লেখ রয়েছে।

২২ ২৫
এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দুই ‘মিডলম্যান’-কেও গ্রেফতার করে সিবিআই। এক জন প্রদীপ সিংহ, অন্য জন প্রসন্নকুমার রায়। সিবিআইয়ের দাবি, প্রদীপ এবং প্রসন্নের মতো মিডলম্যানরা অযোগ্য প্রার্থীদের সঙ্গে নিয়োগকর্তার যোগাযোগ করিয়ে দিতেন। এর বিনিময়ে মোটা টাকার লেনদেন চলত বলেও দাবি করেন তদন্তকারীরা।

এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দুই ‘মিডলম্যান’-কেও গ্রেফতার করে সিবিআই। এক জন প্রদীপ সিংহ, অন্য জন প্রসন্নকুমার রায়। সিবিআইয়ের দাবি, প্রদীপ এবং প্রসন্নের মতো মিডলম্যানরা অযোগ্য প্রার্থীদের সঙ্গে নিয়োগকর্তার যোগাযোগ করিয়ে দিতেন। এর বিনিময়ে মোটা টাকার লেনদেন চলত বলেও দাবি করেন তদন্তকারীরা।

২৩ ২৫
এসএসসি দুর্নীতিকাণ্ডে নাম জড়ায় রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। অভিযোগ ওঠে, প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছিলেন তিনি। সেই নিয়ে দীর্ঘক্ষণ নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হয় পরেশকে। হাই কোর্টের নির্দেশে চাকরি যায় পরেশের মেয়ে অঙ্কিতার। সেই চাকরি পান ‘যোগ্য প্রার্থী’ ববিতা সরকার।

এসএসসি দুর্নীতিকাণ্ডে নাম জড়ায় রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। অভিযোগ ওঠে, প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছিলেন তিনি। সেই নিয়ে দীর্ঘক্ষণ নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হয় পরেশকে। হাই কোর্টের নির্দেশে চাকরি যায় পরেশের মেয়ে অঙ্কিতার। সেই চাকরি পান ‘যোগ্য প্রার্থী’ ববিতা সরকার।

২৪ ২৫
শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে শেষ গ্রেফতার হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। শনিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। তার আগে ২৪ ঘণ্টা ধরে কুন্তলের দু’টি ফ্ল্যাটে চলেছে তল্লাশি। গ্রেফতারের পর ধৃত যুবনেতাকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করান ইডি আধিকারিকরা।

শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে শেষ গ্রেফতার হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। শনিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। তার আগে ২৪ ঘণ্টা ধরে কুন্তলের দু’টি ফ্ল্যাটে চলেছে তল্লাশি। গ্রেফতারের পর ধৃত যুবনেতাকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করান ইডি আধিকারিকরা।

২৫ ২৫
তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডল দাবি করেছিলেন, ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে ৩ কোটি ২৫ লক্ষ টাকা নিয়েছেন কুন্তল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) রিমান্ড নথিতে জানিয়েছে, হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে ১৯ কোটিরও বেশি টাকা দিয়েছিলেন তাপস। কোন খাতে কত টাকা দেওয়া হয়েছিল, তা-ও রিমান্ড কপিতে জানিয়েছে ইডি। কুন্তলকে দু’দফায় জিজ্ঞাসাবাদও করেছিল সিবিআই। কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থার মতে, ‘অযোগ্য’ প্রার্থীদের চাকরি করে দেওয়ার জন্য ৩০ কোটি টাকা পর্যন্ত দেওয়া হতে পারে কুন্তলকে। প্রশ্ন উঠছে, এই শিক্ষক নিয়োগ দুর্নীতির শিকড় আরও কতটা গভীর পর্যন্ত ছড়িয়েছে? গ্রেফতারির তালিকায় বা আর কতটা দীর্ঘ হবে? এর পর তবে কে?

তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডল দাবি করেছিলেন, ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে ৩ কোটি ২৫ লক্ষ টাকা নিয়েছেন কুন্তল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) রিমান্ড নথিতে জানিয়েছে, হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে ১৯ কোটিরও বেশি টাকা দিয়েছিলেন তাপস। কোন খাতে কত টাকা দেওয়া হয়েছিল, তা-ও রিমান্ড কপিতে জানিয়েছে ইডি। কুন্তলকে দু’দফায় জিজ্ঞাসাবাদও করেছিল সিবিআই। কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থার মতে, ‘অযোগ্য’ প্রার্থীদের চাকরি করে দেওয়ার জন্য ৩০ কোটি টাকা পর্যন্ত দেওয়া হতে পারে কুন্তলকে। প্রশ্ন উঠছে, এই শিক্ষক নিয়োগ দুর্নীতির শিকড় আরও কতটা গভীর পর্যন্ত ছড়িয়েছে? গ্রেফতারির তালিকায় বা আর কতটা দীর্ঘ হবে? এর পর তবে কে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy