Probable eleven of Indian cricket team against South Africa in second T20 match dgtl
cricket
মোহালিতে কি আজ নয় ব্যাটসম্যান? দেখে নিন বিরাটদের সম্ভাব্য প্রথম একাদশ
ক্যারিবিয়ান সিরিজেই দেখা গিয়েছে টি২০-তে নতুনদের উপর বিশ্বাস রাখছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠেও সেই ভাবেই পনেরো জনের দল গড়েছে ভারত। কেমন হতে পারে সিরিজের প্রথম ম্যাচের প্রথম একাদশ? দেখে নেওয়া যাক।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৪০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
হোম সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। এই অবস্থায় মোহালিতে আজ কার্যত সিরিজ ওপেনার। মোহালির পিচ ব্যাটসম্যান বান্ধব হবে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। সেই পিচে রাবাডা-ডালাদের সামলাতে কোন ১১ জনকে নামাতে পারেন বিরাট-শাস্ত্রী জুটি? দেখে নেওয়া যাক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ।
০২১২
শিখর ধওয়ন- ক্যারিবিয়ান সফর একদমই ভাল যায়নি। তিন ম্যাচে সংগ্রহ মাত্র ২৪ রান। বিশ্বকাপে চোটের জন্য ছিটকে যাওয়ার পর, এখনও ফর্মে ফিরতে পারেননি। দেশের মাটিতে, ব্যাটিং সহায়ক পিচে তিনি অবশ্যই চাইবেন তাঁর হারানো ফর্ম ফিরে পেতে।
০৩১২
রোহিত শর্মা- তাঁর টেস্ট ক্রিকেটে ওপেন করা নিয়ে বিস্তর আলোচনা হলেও, টি২০-তে যে এই বিষয়ে কোনও আলোচনার জায়গা নেই, তা বলাই যায়। সাদা বলের ক্রিকেটে তিনি যে ‘রো-হিট’।
০৪১২
বিরাট কোহালি (অধিনায়ক)- রান-মেশিন কোহালি টি২০-তে সর্বোচ্চ রানশিকারি রোহিতের থেকে ৫৩ রান পিছিয়ে। এই সিরিজে দুই ভারতীয় তারকার লড়াই উপভোগ্য হয়ে উঠবে তা বলাই যায়।
০৫১২
লোকেশ রাহুল- বাদ গিয়েছেন টেস্ট দল থেকে। সেখানে সুযোগ দেওয়া হয়েছে তরুণ শুভমন গিলকে। নিজেকে প্রমাণ করতে এই সিরিজ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে রাহুলের জন্য।
০৬১২
শ্রেয়াস আইয়ার-ক্যারিবিয়ান সফরে একদিনের সিরিজে বুঝিয়ে দিয়েছিলেন তিনি তৈরি। মণীশ পাণ্ডে সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন বার বার। তাই এই সিরিজের শুরু থেকেই তাঁকে দলে চাইতে পারে বিরাট।
০৭১২
ঋষভ পন্থ (উইকেটরক্ষক)- তাঁর খারাপ শট নির্বাচনের সমালোচনা শুরু হয়েছে বেশ কিছু দিন ধরেই। সাড়া জাগানো প্রতিভা, কিন্তু তাঁর বিচ্ছুরণ হচ্ছে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু সময় দিলে তিনি নিশ্চয়ই নিজের নামের সুবিচার করবেন, এমনই মনে করছেন বিরাটরা।
০৮১২
হার্দিক পাণ্ড্য- হাতে অফুরন্ত রসদ। আগের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল হার্দিক পাণ্ড্যকে। এই সিরিজে তাই তরতাজা হার্দিককেই পেতে চলেছে ভারত।
০৯১২
ক্রুণাল পাণ্ড্য- অনেকদিন পর দাদা-ভাই একসঙ্গে মাঠে নামতে পারেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্রুণালের অলরাউন্ড পারফরমান্স নজর কেড়েছিল। এই সিরিজেও তাঁকে দলে রেখেই নামতে চাইবেন বিরাট।
১০১২
রবীন্দ্র জাডেজা- তিনি দলে থাকা মানে ব্যাট, বল এবং ফিল্ডিং তিন বিভাগেই দুর্দান্ত একজন প্লেয়ারকে নিয়ে মাঠে নামা। ভারত ন’নম্বরেও একজন ভাল ব্যাটসম্যান পেতে পারে তিনি দলে থাকলে।
১১১২
দীপক চাহার- ক্যারিবিয়ান সফরে এক মাত্র শেষ টি২০-তে সুযোগ পেয়েছিলেন। তিন ওভার বল করে চার রান দিয়ে তুলে নিয়েছিলেন তিন উইকেট। তাঁর সেই পারফরমান্সকে মনে রেখে এই ম্যাচেও তাঁকে সুযোগ দিতে চাইবে দল।
১২১২
নভদীপ সাইনি- দিল্লির রঞ্জি দলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে উত্থান। অভিষেকেই নজর কেড়েছেন। পেয়েছিলেন তিন উইকেট। দুই তরুণ পেসারকে নিয়েই প্রথম ম্যাচে নামতে চাইবে ভারত। যদিও বাঁহাতি খলিল আহমেদও রয়েছেন পনেরো জনের দলে।