ISL 2020: 10 Bengali Players of this tournament who may perform well dgtl
ISL 2020
আইএসএল-এর মঞ্চ কাঁপাতে তৈরি এক ঝাঁক বাঙালি, নজর রাখুন এই ১০ জনের দিকে
ক্রিকেটের কোটি টাকার লিগে যখন দূরবীন দিয়ে খুঁজতে হয় বাংলার খেলোয়াড়দের, তখন আইএসএল-এ ১১ দলের মধ্যে ৮টি দলে রয়েছেন একাধিক বাঙালি ফুটবলার। শুধু রয়েছেন বললে ভুল বলা হয়, কেউ কেউ আবার দলের অন্যতম ভরসাও। এ বারের আইএসএল-এ খেলবেন এমন একাধিক বাঙালির মধ্যে ১০ জনকে বেছে নিলাম আমরা যাঁদের দিকে নজর রাখতেই হবে।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ১৪:৩৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
ক্রিকেটের কোটি টাকার লিগে যখন দূরবীন দিয়ে খুঁজতে হয় বাংলার খেলোয়াড়দের, তখন আইএসএল-এ ১১ দলের মধ্যে ৮টি দলে রয়েছেন একাধিক বাঙালি ফুটবলার। শুধু রয়েছেন বললে ভুল বলা হয়, কেউ কেউ আবার দলের অন্যতম ভরসাও। এ বারের আইএসএল-এ খেলবেন এমন একাধিক বাঙালির মধ্যে ১০ জনকে বেছে নিলাম আমরা যাঁদের দিকে নজর রাখতেই হবে।
০২১১
অরিন্দম ভট্টাচার্য: বহু বিতর্কে উঠে এসেছে তাঁর নাম। যদিও এ বারের এটিকে-মোহনবাগান দলের তিনিই প্রধান গোলরক্ষক। ৫৬টি ম্যাচে ১৫৩টি সেভ করেছেন তিনি। সবুজ-মেরুনের শেষ প্রহরীর দিকে নজর রাখতেই হবে।
০৩১১
প্রীতম কোটাল: সবুজ-মেরুন কোচ হাবাসের বেছে নেওয়া ৫ অধিনায়কের একজন তিনি। মোহনবাগানের এই রাইট ব্যাক যে শুধু রক্ষণভাগ সামলাবেন তাই নয়, ক্ষিপ্র গতিতে উঠে গিয়ে আক্রমণেও সাহায্য করবেন। তাঁকে আটকাতে বাড়তি পরিকল্পনা করতেই হবে বিপক্ষকে।
০৪১১
প্রণয় হালদার: মোহনবাগানের মাঝমাঠের ফুসফুস তিনি। আইএসএল ট্রফির খুব কাছে এসেও ফিরতে হয়ে ছিল খালি হাতে। এ বার ট্রফি জেতাই হবে তাঁর লক্ষ্য।
০৫১১
প্রবীর দাস: বাঙালি এই ডিফেন্ডার ৫ বার আইএসএল খেলে ফেলেছেন। ষষ্ঠ বার নামতে চলেছেন সবুজ-মেরুন জার্সি গায়। রাইট উইং ব্যাক হিসেবে গত বার দারুণ চমক দিয়েছিলেন, এ বারেও কি পারবেন সেই দায়িত্ব সামলাতে?
০৬১১
শুভাশিস বসু: মুম্বই সিটি থেকে এসেছেন এটিকে-মোহনবাগানে। যদিও প্রথমবার নয়। এর আগেও তিনি পরেছিলেন সবুজ-মেরুন জার্সি। আইএসএল-এ ৫২টি ম্যাচ খেলে ফেলা এই ডিফেন্ডারের দিকে নজর রাখতেই হবে।
০৭১১
সুব্রত পাল: ‘স্পাইডারম্যান’ নামে খ্যাত এই বাঙালি গোলকিপার যে দলে থাকবেন, সেই দল যে নিশ্চিন্ত তা বলাই বাহুল্য। পেনাল্টি স্পেশ্যালিস্ট সুব্রত এ বারের লিগে প্রাচীর হয়ে দাঁড়াবেন হায়দরাবাদ এফসি-র বার পোস্টের তলায়।
০৮১১
মহম্মদ রফিক: তাঁর হেড থেকে করা গোলেই প্রথমবার ট্রফি জিতেছিল এটিকে। এ বার যদিও রফিক খেলবেন লাল-হলুদ জার্সি গায়ে। এসসি ইস্টবেঙ্গলের মাঝমাঠের দায়িত্ব থাকবে তাঁর কাঁধে। গোলের পাস বাড়াতেও ওস্তাদ এই মিডিয়ো।
০৯১১
নারায়ণ দাস: ওড়িশা এফসি থেকে এ বার তিনি সই করেছেন ইস্টবেঙ্গলে। লাল-হলুদের এই ডিফেন্ডার বেশ কিছু বছর নজর কারা ফুটবল খেলছেন। ফর্মে থাকলে এ বারেও তিনি দুশ্চিন্তা হয়ে উঠতে পারেন বিপক্ষের।
১০১১
দেবজিৎ মজুমদার: মোহনবাগানের হয়ে আইলিগ জেতা গোলকিপার এ বার ইস্টবেঙ্গলে। তাঁর অনবদ্য গোলকিপিংয়ের সুবাদে নাম হয়ে গিয়েছিল ‘সেভ-জিৎ’। এ বারের আই লিগে সব ম্যাচে সুযোগ না পেলেও আইএসএল-এ নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে থাকবেন তিনি।
১১১১
রহিম আলি: অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করা এই বাঙালি স্ট্রাইকার এ বার খেলবেন চেন্নাইয়ান এফসি-র হয়ে। বয়স কম হলেও আইএসএল-এ খেলার অভিজ্ঞতা ইতিমধ্যেই হয়ে গিয়েছে তাঁর। এ বারের টুর্নামেন্টে সুযোগ পেলে তিনিও যে ছেড়ে দেবেন না তা বলাই যায়।