বিশ্বকাপের পর ভারতের প্রথম ম্যাচ। খেলতে নামতে হবে টি-টোয়েন্টি-র বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ হবে শনিবার আমেরিকার ফ্লোরিডায়। টেস্ট বা একদিনের ম্যাচে ভারতীয়রা এগিয়ে থাকলেও টি২০-তে ওয়েস্ট ইন্ডিজ যথেষ্ট শক্তিধর। তিনবার ক্যারিবিয়ান সফরে ভারত টি২০ সিরিজ খেললেও জিতেছে মাত্র একবার। দেখে নেওয়া যাক এই ম্যাচে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ।