ICC World Cup 2019: Probable eleven of India against Australia dgtl
ICC World Cup 2019
অজি বধে দলে এক পরিবর্তন? দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করেছে ভারত। আজ, রবিবার বিরাট কোহালিদের সামনে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ০৯ জুন ২০১৯ ০৬:৩০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করেছে ভারত। আজ, রবিবার বিরাট কোহালিদের সামনে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। ভারতের মুখোমুখি হওয়ার আগে অস্ট্রেলিয়ার সহকারী কোচ রিকি পন্টিং সাবধানী। তিনি জানান, ভারতের পেস আক্রমণ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। অজিদের বিরুদ্ধে কেমন হবে ভারতের প্রথম একাদশ। দেখে নেওয়া যাক তা।
০২১২
রোহিত শর্মা ভারতের নির্ভরযোগ্য ওপেনার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ১২২ রান করে ২৩ তম আন্তর্জাতিক সেঞ্চুরি পূর্ণ করেছেন।
০৩১২
বিশ্বকাপের শুরুটা ভাল হয়নি শিখর ধওয়নের। প্রথম ম্যাচে তিনি ব্যর্থ হলেও ভারতের এই বাঁ হাতি ওপেনারের ব্যাট যে কোনও মুহূর্তে ঝলসে উঠতে পারে। অজিদের বিরুদ্ধে ওপেনিংয়ে ডান হাতি-বাঁ হাতি কম্বিনেশনে পরিবর্তন আনা হবে না।
০৪১২
ক্রিকেটবিশ্বের নজরে এখন বিরাট কোহালি। ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহালির ব্যাটই ভরসা ‘টিম ইন্ডিয়া’র।
০৫১২
লোকেশ রাহুল চার নম্বরে নির্ভরযোগ্য ব্যাট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাল খেলেছিলেন। তবে ক্রিজে জমে যাওয়ার পরে মাঝেমাঝেই উইকেট ছুড়ে দিতে দেখা যায় তাঁকে। অজিদের বিরুদ্ধে কিন্তু রাহুলকে নিজের নামের প্রতি সুবিচার করতে হবে।
০৬১২
মহেন্দ্র সিংহ ধোনি মাঠে থাকলে ভারতের ম্যাচ জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সেরা ফিনিশার তিনি। দলের অধিনায়ক কোহালি হলেও উইকেটের পিছন থেকে তিনি দল পরিচালনা করেন। কুলদীপ যাদব, চহালদের মতো তরুণ বোলারদের জন্য ফিল্ডিং সাজিয়ে দেন ধোনি।
০৭১২
কেদার যাদব ব্যাটে ও বলে কার্যকরী ভূমিকা নেন। ব্যাটের হাত চমৎকার। বল হাতে পার্টনারশিপ ভাঙতে পারেন তিনি।
০৮১২
হার্দিক পাণ্ড্যর প্রশংসা সবার মুখে। অনেকেই বলছেন, আইপিএলের ফর্ম ধরে রাখতে পারলে বিশ্বকাপে ফুল ফোটাবেন পাণ্ড্য। ইংল্যান্ডের পরিবেশে পাণ্ড্যর সিম বোলিং কাজে লাগবে। ব্যাট হাতে যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন এই অলরাউন্ডার।
০৯১২
ভুবনেশ্বর কুমারের পরিবর্তে অজিদের বিরুদ্ধে নামতে পারেন বাংলার পেসার মহম্মদ শামি। অস্ট্রেলিয়ার দুর্বলতা দেখিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান পেসাররা। বাউন্সার দিয়ে অজি ব্যাটসম্যানদের পরীক্ষা নিতে পারেন শামি।
১০১২
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চহালের ঘূর্ণিতে ধরাশায়ী হয়েছিল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের প্রথম ম্যাচে নেমেই ৪ উইকেট তুলে নেন তিনি। বল হাতে অজিদেরও পরীক্ষা নেবেন চহাল।
১১১২
কুলদীপ যাদব আইপিএলে ফর্মে ছিলেন না। বিশ্বকাপে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন। অজিদের বিরুদ্ধেও নজর থাকবে এই বাঁ হাতি চ্যায়নাম্যান বোলারের দিকে।
১২১২
যশপ্রীত বুমরার দৌরাত্ম্যে দক্ষিণ আফ্রিকা শুরুতেই ছন্দ হারিয়েছিল। তাঁর বিষাক্ত বোলিংয়ের মোকাবিলা করতে পারেননি প্রোটিয়া ওপেনাররা। রিকি পন্টিং বুমরাকেই বিপজ্জনক বলে মনে করছেন। তাঁকে কীভাবে সামলান অজি ব্যাটসম্যানরা সেটাই দেখার।