Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Cricket

বক্সিং ডে টেস্টের আগে যে ছয় প্রশ্নের উত্তর খুঁজছেন শাস্ত্রী-কোহালি

বুধবার থেকে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। এ বারের অস্ট্রেলিয়া সফরে প্রথম থেকেই নজর কাড়ছে টিম কোহালি। কিন্তু পার্‌থে সেই ফর্ম দেখা যায়নি ভারতের। ওপেনারদের ব্যর্থতা, সেরা স্পিনারের চোট, সব মিলিয়ে মেলবোর্নে নামার আগে বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত ভারতীয় থিঙ্কট্যাঙ্ক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ১০:২৬
Share: Save:
০১ ০৮
বুধবার থেকে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। এ বারের অস্ট্রেলিয়া সফরে প্রথম থেকেই নজর কাড়ছে টিম কোহালি। কিন্তু পার্‌থে সেই ফর্ম দেখা যায়নি ভারতের। ওপেনারদের ব্যর্থতা, সেরা স্পিনারের চোট, সব মিলিয়ে মেলবোর্নে নামার আগে বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত ভারতীয় থিঙ্কট্যাঙ্ক।

বুধবার থেকে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। এ বারের অস্ট্রেলিয়া সফরে প্রথম থেকেই নজর কাড়ছে টিম কোহালি। কিন্তু পার্‌থে সেই ফর্ম দেখা যায়নি ভারতের। ওপেনারদের ব্যর্থতা, সেরা স্পিনারের চোট, সব মিলিয়ে মেলবোর্নে নামার আগে বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত ভারতীয় থিঙ্কট্যাঙ্ক।

০২ ০৮
রবিচন্দ্রণ অশ্বিন: তলপেটের পেশিতে চোটের জন্য পার্‌থ টেস্টে খেলতে পারেননি অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। মেলবোর্নে বক্সিং ডে টেস্টেও চোট সারিয়ে উঠে তাঁর খেলা নিয়ে থাকছে অনিশ্চয়তা। কারণ, তিনি এখনও পুরোপুরি সেরে ওঠেননি। তিনি কি খেলতে পারবেন মেলবোর্নে?

রবিচন্দ্রণ অশ্বিন: তলপেটের পেশিতে চোটের জন্য পার্‌থ টেস্টে খেলতে পারেননি অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। মেলবোর্নে বক্সিং ডে টেস্টেও চোট সারিয়ে উঠে তাঁর খেলা নিয়ে থাকছে অনিশ্চয়তা। কারণ, তিনি এখনও পুরোপুরি সেরে ওঠেননি। তিনি কি খেলতে পারবেন মেলবোর্নে?

০৩ ০৮
রবীন্দ্র জাডেজা: অশ্বিন না খেললে, বিকল্প হিসেবে যাঁকে ভাবা হচ্ছিল, সেই জাডেজাও কিন্তু পুরোপুরি সুস্থ নন। কাঁধে আড়ষ্টতার জন্য অস্ট্রেলিয়ায় এসে চার দিনের মাথায় জাডেজাকে ইনজেকশন নিতে হয়েছিল। যার রেশ এখনও রয়েছে। চোট সারিয়ে তিনি কি দলে আসবেন?

রবীন্দ্র জাডেজা: অশ্বিন না খেললে, বিকল্প হিসেবে যাঁকে ভাবা হচ্ছিল, সেই জাডেজাও কিন্তু পুরোপুরি সুস্থ নন। কাঁধে আড়ষ্টতার জন্য অস্ট্রেলিয়ায় এসে চার দিনের মাথায় জাডেজাকে ইনজেকশন নিতে হয়েছিল। যার রেশ এখনও রয়েছে। চোট সারিয়ে তিনি কি দলে আসবেন?

০৪ ০৮
রোহিত শর্মা: পৃথ্বী শ-য়ের চোট এবং টেস্টে থেকে পুরোপুরি ছিটকে যাওয়া দলের পক্ষে নিঃসন্দেহে বড় ধাক্কা। সঙ্গে রাহুল-বিজয় দুই ওপেনার ধারাবাহিক ভাবে ব্যর্থ। এই পরিস্থিতিতি রোহিত শর্মার কথা মাথায় আসছিল দলের। কিন্তু, প্রথম টেস্টে ব্যর্থতা ফের রোহিতের টেস্ট ভাগ্যকে প্রশ্নের মুখে নিয়ে এসেছে। তাঁকে নিয়ে কি ওপেনিংয়ের ফাটকা খেলবেন শাস্ত্রীরা?

রোহিত শর্মা: পৃথ্বী শ-য়ের চোট এবং টেস্টে থেকে পুরোপুরি ছিটকে যাওয়া দলের পক্ষে নিঃসন্দেহে বড় ধাক্কা। সঙ্গে রাহুল-বিজয় দুই ওপেনার ধারাবাহিক ভাবে ব্যর্থ। এই পরিস্থিতিতি রোহিত শর্মার কথা মাথায় আসছিল দলের। কিন্তু, প্রথম টেস্টে ব্যর্থতা ফের রোহিতের টেস্ট ভাগ্যকে প্রশ্নের মুখে নিয়ে এসেছে। তাঁকে নিয়ে কি ওপেনিংয়ের ফাটকা খেলবেন শাস্ত্রীরা?

০৫ ০৮
হার্দিক পাণ্ড্য: দীর্ঘ দিন পর চোট আঘাত কাটিয়ে দলে ফিরেছেন। কিন্তু, চোট থেকে ফিরে একটিও আন্তর্জাতিত ম্যাচ খেলেননি। বক্সিং ডে টেস্টের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কোহালিরা হার্দিককে নামানোর সাহস দেখাবেন বলে মনে হয় না। অলরাউন্ডার হার্দিককে খেলিয়ে কি এক পেসারকে বিশ্রাম দেবে ভারত?

হার্দিক পাণ্ড্য: দীর্ঘ দিন পর চোট আঘাত কাটিয়ে দলে ফিরেছেন। কিন্তু, চোট থেকে ফিরে একটিও আন্তর্জাতিত ম্যাচ খেলেননি। বক্সিং ডে টেস্টের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কোহালিরা হার্দিককে নামানোর সাহস দেখাবেন বলে মনে হয় না। অলরাউন্ডার হার্দিককে খেলিয়ে কি এক পেসারকে বিশ্রাম দেবে ভারত?

০৬ ০৮
মায়াঙ্ক আগরওয়াল: লোকেশ রাহুল-মুরলি বিজয়ের ধারাবাহিক ব্যর্থতা, পৃথ্বী শ-য়ের ছিটকে যাওয়ায় জরুরি পরিস্থিতি দলে ডাক পেয়েছেন মায়াঙ্ক। তবে অভিজ্ঞতার দিক থেকে মায়াঙ্ক খুবই পিছিয়ে, পাশাপাশি অস্ট্রেলিয়ার পিচ-পরিস্থিতি বোঝার মতো কোনও সুযোগই তিনি পাননি। তাঁকে দিয়ে কি ওপেন করানো যাবে?

মায়াঙ্ক আগরওয়াল: লোকেশ রাহুল-মুরলি বিজয়ের ধারাবাহিক ব্যর্থতা, পৃথ্বী শ-য়ের ছিটকে যাওয়ায় জরুরি পরিস্থিতি দলে ডাক পেয়েছেন মায়াঙ্ক। তবে অভিজ্ঞতার দিক থেকে মায়াঙ্ক খুবই পিছিয়ে, পাশাপাশি অস্ট্রেলিয়ার পিচ-পরিস্থিতি বোঝার মতো কোনও সুযোগই তিনি পাননি। তাঁকে দিয়ে কি ওপেন করানো যাবে?

০৭ ০৮
লোকেশ রাহুল: বিরাট কোহালি এবং রবি শাস্ত্রীর সব থেকে বড় মাথা ব্যাথার কারণ বোধ হয় দুই ওপেনারের ধারাবাহিক ব্যর্থতা। প্রথম দুই টেস্ট মিলিয়ে রাহুলের মোট রান ৪৮। আর একটা সুযোগ কি তিনি পাবেন?

লোকেশ রাহুল: বিরাট কোহালি এবং রবি শাস্ত্রীর সব থেকে বড় মাথা ব্যাথার কারণ বোধ হয় দুই ওপেনারের ধারাবাহিক ব্যর্থতা। প্রথম দুই টেস্ট মিলিয়ে রাহুলের মোট রান ৪৮। আর একটা সুযোগ কি তিনি পাবেন?

০৮ ০৮
মুরলি বিজয়: রাহুলের মতোই করুণ অবস্থা বিজয়ের। এটাই সম্ভবত বিজয়ের শেষ অস্ট্রেলিয়া সফর হতে চলেছে। পরবর্তী সফরের সময়ে বিজয়ের বয়স অনেকটাই বেড়ে যাবে। প্রথম দুই টেস্ট ম্যাচে মুরলির মোট রান ৪৯। দুই ওপেনারের ধারাবাহিক ব্যর্থতায় রীতিমতো ব্যাকফুটে চলে যাচ্ছে দল। রাহুলের মতো তিনি কি ওপেনিংয়ে আর একটা সুযোগ পাবেন?

মুরলি বিজয়: রাহুলের মতোই করুণ অবস্থা বিজয়ের। এটাই সম্ভবত বিজয়ের শেষ অস্ট্রেলিয়া সফর হতে চলেছে। পরবর্তী সফরের সময়ে বিজয়ের বয়স অনেকটাই বেড়ে যাবে। প্রথম দুই টেস্ট ম্যাচে মুরলির মোট রান ৪৯। দুই ওপেনারের ধারাবাহিক ব্যর্থতায় রীতিমতো ব্যাকফুটে চলে যাচ্ছে দল। রাহুলের মতো তিনি কি ওপেনিংয়ে আর একটা সুযোগ পাবেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE