১৬ বছর বয়সে পাকিস্তান থেকে শুধু সলমন খানকে বিয়ে করবেন বলেই ভারতে এসেছিলেন সোমি।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২২ ০৭:৪৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
তিনি চিরকুমার। আাবার তিনি চিরপ্রেমিক। প্রেমিকাদের উপর তাঁর অধিকারবোধও নাকি একটু বেশি, মাত্রাজ্ঞানের ধার ধারেন না,এমনই বলেন নিন্দকেরা। কিন্তু তিনি কি প্রতারক? কিছুদিন আগে সলমন খানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন তাঁরই এক প্রাক্তন প্রেমিকা সোমি আলি। তবে হঠাৎই সোমি নিজের বয়ান বদলাতে উঠে পড়ে লেগেছেন।
০২১৪
এককালে বলিউডে অভিনয় করেছেন সোমি। সলমনের সঙ্গে আট বছরের সম্পর্ক ছিল তাঁর। পুরনো প্রেমিক প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সোমি বলেছিলেন, বলিউডেরই এক নায়িকার জন্য তাঁর সঙ্গে প্রতারণা করেন সলমন। সেই ঘটনায় বাধ্য হয়েই আট বছরের পুরনো সম্পর্ককে বিদায় জানিয়ে আমেরিকায় চলে যেতে হয় তাঁকে।
০৩১৪
কার জন্য তাঁর সঙ্গে প্রতারণা করেছিলেন সলমন, ইঙ্গিতে তা-ও বুঝিয়ে দিয়েছিলেন ভাইজানের প্রাক্তন। বচ্চনবহু ঐশ্বর্য রাই বচ্চনই যে তাঁর আর সলমনের সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ, তা ওই সাক্ষাৎকারে বেশ স্পষ্ট করেই জানিয়েছিলেন সোমি।
০৪১৪
এমনকি সোমি এ-ও বলেছিলেন যে, তিনি নিজেও সলমনের একটি সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ।
০৫১৪
১৯৯১ সালে যখন সোমির সঙ্গে সলমনের দেখা হয়, তখন সঙ্গীতা বিজলানির সঙ্গে সম্পর্কে সলমন। সোমি বলেছেন, ওদের বিয়ে হওয়াটা একরকম ঠিকই হয়ে গিয়েছিল। কিন্তু আমারও জেদ ছিল সলমনকে আমায় বিয়ে করতেই হবে। আমার জন্যই সলমন সঙ্গীতার সঙ্গে সম্পর্ক ভেঙে দেন।
০৬১৪
১৬ বছর বয়সে পাকিস্তান থেকে শুধু সলমন খানকে বিয়ে করবেন বলেই ভারতে এসেছিলেন সোমি। একটি সাক্ষাৎকারে বলেছিলেন, সলমনের ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’ দেখার পর আমি ঠিক করেই নিয়েছিলাম এই লোকটাকেই আমায় বিয়ে করতে হবে।
০৭১৪
পাকিস্তানের নাগরিক সোমি এরপর সোজা মুম্বইয়ে চলে আসেন। সিনেমায় অভিনয়ের জন্য চেষ্টা করতে শুরু করেন। সুযোগও পেয়ে যান। ১৯৯১ থেকে ১৯৯৮ সালের মধ্যে বেশ কয়েকটি ছবি করেছিলেন সোমি। তার মধ্যে বেশ কয়েকটা ছবি ভাল ব্যবসাও করে। কিন্তু অভিনয় কখনওই সোমির লক্ষ্য ছিল না।
০৮১৪
সোমির কথায়, ‘‘আমার এক মাত্র লক্ষ্য ছিল সলমনকে বিয়ে করা। আমি সুযোগ পেলেই ওর বাড়িতে যেতাম। সঙ্গীতার হাত ধরে ওকে বসে থাকতে দেখে হিংসে হত আমার।’’ ওই বছরই সঙ্গীতা-সলমনের বিচ্ছেদ হয়ে যায়।
০৯১৪
সলমন ক্লাবে যাওয়া পছন্দ করতেন। পুরনো সম্পর্কের স্মৃতিচারণ করতে বসে সোমি জানিয়েছেন, তিনি জোর করে সলমনকে আটকে রাখতেন। সাক্ষাৎকারে সোমি বলেছিলেন, ‘‘ছোটরা দোকানের শো-কেসে সাজানো খেলনা দেখে যেমন বায়না করে, আমার কাছে সলমনও ছিল সেরকম। আমি ওকে বাইরে যেতে দিতাম না। সলমন আমাকে ছেড়ে কোথাও যাক, এটা পছন্দ হত না আমার।
১০১৪
আবার সলমনের তাঁকে আগলে রাখাও পছন্দ ছিল না প্রাক্তন অভিনেত্রীর। বলেছেন, ও এমন আচরণ করত যেন আমি বাচ্চা মেয়ে। সেটা আমার একেবারেই ভাল লাগত না। আট বছর আমরা একসঙ্গে ছিলাম। কিন্তু সলমনের থেকে নতুন কিছুই শিখিনি।’’
১১১৪
২০২১ সালের শুরু থেকেই সলমনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বার বার মুখ খুলেছেন, খবরেও এসেছেন অভিনেত্রী। যদিও সলমন সোমিকে নিয়ে একটি কথাও বলেননি। তাঁর প্রতারণার অভিযোগ প্রসঙ্গেও না।
১২১৪
১৯৯৯ সালে সলমনের সঙ্গে বিচ্ছেদ হয় সোমির। তারপর ২২ বছর কেটে গিয়েছে। আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা সোমি এখন সেখানে একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান। খবরে ফিরতে চাওয়া কি বলিউডে ফেরার ইচ্ছে থেকে? প্রশ্ন করা হয়েছিল সোমিকে। জবাবে সোমি জানিয়েছেন, পর্দায় বা অভিনয়ে ফেরার কোনও ইচ্ছেই নেই তাঁর। বলিউডে তিনি গিয়েছিলেন সলমনের জন্যই। তবে সেখানে সলমনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে শিক্ষা হয়েছে তাঁর।
১৩১৪
তবে সম্প্রতি সলমন সম্পর্কে বলা তাঁর সব কথাই ফিরিয়ে নিয়েছেন সোমি। একটি সাক্ষাৎকারে নিজের আগের বলা সব কথাই ফিরিয়ে নিয়েছেন। জানিয়েছেন, সলমনকে তিনি ছেড়ে গিয়েছিলেন কেননা ওই সম্পর্কে তিনি সুখী ছিলেন না। আর তিনি মনে করেন, কোনও সম্পর্কে যখন তিক্ততা চলে আসে তখন সরে আসাই বাঞ্ছনীয়।
১৪১৪
ওই সাক্ষাৎকারে সলমন এবং তাঁর পরিবারের প্রশংসাও করেছেন সোমি। বলেছেন সলমন এবং ওঁর পরিবারের কাছে অনেককিছু শিখেছি আমি। ওঁদের পরিবারে যেটা আমার সবচেয়ে ভাল লেগেছিল তা হল, ওঁরা কোনও ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ভেদাভেদ করেন না। সলমনের মায়ের প্রশংসা করে সোমি বলেছেন, সালমা আন্টির থেকেও আমি অনেক মূল্যবোধ শিখেছি যা কোনও দিন ভুলব না। নিখুঁত ‘ইউটার্ন’বোধ হয় একেই বলে।