Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Shubman Gill girlfriends

দুই সারাকে নিয়ে লুকোচুরি, আর কার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন শুভমন? চর্চায় প্রেমকাহিনি

শুভমনের প্রেম জীবন নিয়ে প্রথম আলোচনা শুরু হয় কয়েক বছর আগে। তাঁর সঙ্গে যাঁর নাম জড়িয়েছিল, নিমেষে লাইমলাইট কেড়ে নেন সেই বান্ধবী। তিনি স্বয়ং সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকর।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০৩
Share: Save:
০১ ১৮
A photograph of Indian cricketer Shubman Gill.

অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ় খেলতে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন শুভমন গিল। তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার। কিন্তু বাইশ গজের বাইরেও তাঁকে নিয়ে চর্চা অব্যাহত।

০২ ১৮
A photograph of Indian cricketer Shubman Gill.

শুভমনের ব্যক্তিগত জীবন বার বার চর্চায় উঠে এসেছে। বলিউডের সঙ্গেও খুঁজে পাওয়া গিয়েছে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ। প্রকাশ্যে ব্যক্তিগত জীবনের কথা কিছু না বললেও অনুরাগীদের চর্চার বিষয়ের অভাব কখনও তিনি অনুভব করতে দেননি।

০৩ ১৮
A photograph of Sara Tendulkar.

শুভমনের প্রেম জীবন নিয়ে প্রথম আলোচনা শুরু হয় কয়েক বছর আগে। তাঁর সঙ্গে যাঁর নাম জড়িয়েছিল, নিমেষে লাইমলাইট কেড়ে নেন সেই বান্ধবী। তিনি স্বয়ং সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকর।

০৪ ১৮
A photograph of Sara Tendulkar.

শোনা গিয়েছিল, শুভমনের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন সারা। দেশে নয়, বিদেশে তাঁরা একসঙ্গে সময় কাটাচ্ছেন। তবে দু’জনের কেউ সে কথা স্বীকার করেননি।

০৫ ১৮
A photograph of Sara Ali Khan.

শুভমন আর সারার প্রেম নিয়ে চর্চা যখন মধ্যগগনে, ঠিক সেই সময় শিরোনামে উঠে আসেন অন্য এক সারা। তিনি অভিনেতা সইফ আলি খানের কন্যা বলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী সারা আলি খান।

০৬ ১৮
A photograph of Sara Ali Khan and Shubman Gill.

শুভমনের সঙ্গে সারা আলি খানকে একসঙ্গে নৈশভোজে যেতে দেখা গিয়েছিল। একসঙ্গে ক্যামেরাবন্দি হন দুই তারকা। তার পর থেকেই অন্য মাত্রা পায় গুজব। তবে কি তেন্ডুলকরকে ছেড়ে আলিতে মজলেন শুভমন?

০৭ ১৮
A photograph of Shubman Gill and Sara Tendulkar.

তারকারা কেউ মুখ না খুললেও অনুরাগী মহলে এক প্রকার প্রচার হয়ে গিয়েছিল, প্রেমিকা বদলে ফেলেছেন শুভমন। অন্য সারার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে তাঁর। তেন্ডুলকরকে ভুলেছেন।

০৮ ১৮
A photograph of Shubman Gill.

এর পর চলতি বছরের জানুয়ারি মাসে হায়দরাবাদে দ্বিশতরান করে শিরোনামে উঠে আসেন শুভমন। সে সময় আর এক মডেল অভিনেত্রীর সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল।

০৯ ১৮
A photograph of Sonam Bajwa.

পঞ্জাবি মডেল সোনমপ্রীত বাজওয়ার সঙ্গে শুভমনের ছবি ছড়িয়ে পড়েছিল সমাজমা‌ধ্যমে। তবে সোনম নিজেই একটি পোস্টে এ বিষয়ে লেখেন, ‘‘সবটাই মিথ্যা’’ (সারা কা সারা ঝুট হ্যায়)।

১০ ১৮
A photograph of Shubman Gill.

প্রেমজীবন নিয়ে জল্পনায় নতুন মোড় নিয়ে এলেন শুভমন নিজেই। প্রেম দিবসে তিনি ইনস্টাগ্রামে এমন একটি পোস্ট করে বসলেন, যাতে দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন অনেকেই।

১১ ১৮
A photograph of Shubman Gill.

শুভমনের পোস্টে দেখা গিয়েছে, তিনি লন্ডনের একটি বিখ্যাত কাফেতারিয়ায় বসে কফি খাচ্ছেন। কফির কাপে চুমুক দিতে দিতে সেই ছবির সঙ্গে শুভমন লিখেছেন, ‘‘আজ যেন কোন দিন?’’

১২ ১৮
A photograph of Shubman Gill.

শুভমন ভারতীয় দলের সঙ্গে বর্ডার গাভাস্কার ট্রফির টুর্নামেন্টে ব্যস্ত। পরবর্তী ম্যাচ দিল্লিতে, শুক্রবার থেকে শুরু। এই সময়ের মধ্যে তিনি প্রেম দিবসের উদ্‌যাপনে লন্ডন গিয়েছেন, মনে করছেন না কেউ। অর্থাৎ, শুভমন একটি পুরনো ছবি পোস্ট করেছেন।

১৩ ১৮
A photograph of Sara Tendulkar.

কৌতূহলের বিষয় হল, বছর দুয়েক আগে সারা তেন্ডুলকরের একটি পোস্টের সঙ্গে শুভমনের এই পোস্টের অনেক মিল। সারাকেও লন্ডনের ওই একই কাফেতারিয়ায় বসে ছবি পোস্ট করতে দেখা গিয়েছিল।

১৪ ১৮
A photograph of Shubman Gill and Sara Tendulkar.

শুভমন এবং সারার ছবি পাশাপাশি বসিয়ে অনেকেই দাবি করছেন, ছবিটি একই দিনে একই সময়ে তোলা হয়েছে। শুধু তাই নয়, শুভমনের ছবি তুলে দিয়েছেন সারা, সারার ছবি তুলে দিয়েছেন শুভমন।

১৫ ১৮
A photograph of Shubman Gill.

পুরনো ছবি পোস্ট করে সচিন-কন্যার সঙ্গে প্রেমের জল্পনাই কি জিইয়ে রাখতে চাইলেন শুভমন? নতুন করে কি উস্কে দিলেন অনুরাগীদের?

১৬ ১৮
A photograph of Shubman Gill and Sara Ali Khan.

এ দিকে, নবাব-কন্যা সারা আলি খানের ঘনিষ্ঠ সূত্রে খবর, শুভমন এবং তিনি ভাল বন্ধু। একটি পার্টিতে তাঁদের দেখা হয়েছিল। তার পর একসঙ্গে নৈশভোজেও গিয়েছিলেন। কিন্তু তার মানেই যে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে, তেমনটা মনে করার কারণ নেই বললেই চলে।

১৭ ১৮
A photograph of Sara Tendulkar.

সচিন-কন্যার ভবিষ্যৎ নিয়েও নানা মহলে জল্পনা জারি রয়েছে। তিনি মডেলিং করেন। অচিরেই তাঁকে বলিউডে দেখা যেতে পারে বলেও গুঞ্জন। সারা যে বিনোদনের দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাতে সন্দেহ নেই।

১৮ ১৮
A photograph of Shubman Gill.

বিরাট-অনুষ্কা, রাহুল-আথিয়ার মতো শুভমন আর সারার হাত ধরে কি আরও এক ক্রিকেট-বলিউড সংসার গড়ে উঠতে দেখা যাবে? উত্তরের অপেক্ষায় অনুরাগীরা।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy