Sharmila Tagore discusses her reaction to Saif Ali Khan and Amrita Singh's wedding on Koffee with Karan season 8 dgtl
Saif Ali Khan Marriage
সইফের প্রথম স্ত্রীর নাম শুনেই কেন কেঁদেছিলেন মা শর্মিলা? বিচ্ছেদের ১৯ বছর পরে জানালেন অভিনেতা
কর্ণ জোহরের কফি-আড্ডায় শর্মিলা জানান, অমৃতার সঙ্গে নিজের ছেলের বিয়ের কথা জানতে পেরে নাকি খুব কষ্ট পেয়েছিলেন তিনি।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩ ২০:২৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
সইফ আলি খান। নবাব বলেও পরিচিত। মা শর্মিলা ঠাকুর। সম্প্রতি দু’জনে একসঙ্গে গিয়েছিলেন প্রযোজক এবং পরিচালক কর্ণ জোহরের ‘কফি উইথ কর্ণ’ শো-তে।
০২১৪
আর সেখানে গিয়েই কথা ওঠে, তাঁর প্রথম স্ত্রী বলিউড অভিনেত্রী অমৃতা সিংহ সম্পর্কে। তখনই তিনি শোনান তাঁদের বিয়ের গল্প।
০৩১৪
বলিউডে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করার আগেই সংসার পেতেছিলেন সইফ আলি খান। মাত্র ২১ বছর বয়সে অভিনেত্রী অমৃতাকে বিয়ে করেছিলেন সইফ। সেই সময় অমৃতার বয়স ৩৩।
০৪১৪
১৯৯১ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। প্রায় দেড় দশক সংসার করার পর ২০০৪ সালে বিবাহবিচ্ছেদ হয় সইফ-অমৃতার।
০৫১৪
তার প্রায় এক দশক পরে ২০১২ সালে বলিউড অভিনেত্রী করিনা কপূর খানের সঙ্গে চার হাত এক হয় সইফের।
০৬১৪
সইফের সঙ্গে করিনার বিয়ের সময় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁদের পরিবারের সদস্যেরা। তবে অমৃতার সঙ্গে বিয়ের সময় নাকি সে খবর বাড়িতে আগে থেকে কাউকে জানাননি সইফ।
০৭১৪
সম্প্রতি ‘কফি উইথ কর্ণ’-এর একটি পর্বে অতিথি হিসাবে সইফের সঙ্গে উপস্থিত ছিলেন শর্মিলা।
০৮১৪
কর্ণের ওই কফি-আড্ডায় শর্মিলা জানান, অমৃতার সঙ্গে নিজের ছেলের বিয়ের কথা জানতে পেরে নাকি খুব কষ্ট পেয়েছিলেন তিনি!
০৯১৪
সইফ বলেন, ‘‘আমাকে মা ডেকে বললেন, ‘আমরা জানি কিছু একটা ব্যাপার চলছে’, তো আমি তখন পুরো ঘটনাটা বললাম।’’
১০১৪
‘‘মা আমাকে তখন বললেন, ‘ঠিক আছে, শুধু বিয়ে করে ফেলো না’। আমি তখন জানাই যে, গতকালই আমি বিয়ে করে ফেলেছি।’’
১১১৪
সেই সময়ের স্মৃতিচারণ করে সইফ জানান, তাঁর কথা শুনে নাকি চোখে জল চলে এসেছিল শর্মিলার। তাঁর কথায়, ‘‘আমি আগে অমৃতার সঙ্গে দেখা করেছিলাম। আমার ওকে ভালও লেগেছিল।’’
১২১৪
শর্মিলা তার পরে জানান, তিনি বা সইফের বাবা (ভারতীয় ক্রিকেট তারকা প্রয়াত টাইগার পটৌডী) কখনও ভাবেননি যে, ছেলে তাঁদের না জানিয়ে বিয়ে করে ফেলবেন!
১৩১৪
১৯৯১ সালে বিয়ের পর ২০০৪ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন সইফ-অমৃতা। তবে বিয়ের সময় আর ভুল করেননি সইফ। বিচ্ছেদের সিদ্ধান্তের কথা প্রথম শর্মিলাকেই জানিয়েছিলেন অভিনেতা।
১৪১৪
শর্মিলার কথায়, ‘‘এত বছরের একটা সম্পর্ক যখন ভাঙে, তখন সেটা মোটেই সুখকর নয়। তা ছাড়া আমরা সবাই সারা ও ইব্রাহিমকে খুব ভালবাসতাম। আর ইব্রাহিমের তখন মাত্র তিন বছর বয়স। টাইগারের খুব আদরের ছিল ও। সইফ ও অমৃতার বিচ্ছেদের পরে বাচ্চাদের থেকে দূরে থাকা আমাদের পক্ষে আরও কষ্টকর ছিল।’’