Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Saudi Threat

রাশিয়াকে গরিব করার ছক পশ্চিমি বিশ্বের জোটের! ঢাল হয়ে দাঁড়িয়ে পাল্টা হুমকি দিল আমেরিকার ‘বন্ধু’

সৌদি আরব নাকি জানিয়েছে, ইউক্রেনকে সাহায্য করার জন্য যদি জি৭ দেশগুলি ৩০ হাজার কোটি ডলারের রুশ সম্পদ বাজেয়াপ্ত করে, তা হলে সৌদিও তাদের হাতে থাকা ইউরোপীয় দেশগুলির সম্পদ বিক্রি করে দেবে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ জুলাই ২০২৪ ০৮:৩২
Share: Save:
০১ ১৯
Saudi Arabia allegedly threatened G7 against seizing frozen Russian assets, says report

রাশিয়ার ঢাল হয়ে দাঁড়াল সৌদি আরব! আমেরিকা-সহ জি৭ দেশগুলিকে পরোক্ষ ভাবে হুমকিও দিয়েছে পশ্চিম এশিয়ার এই ধনকুবের দেশ। তেমনটাই জানাচ্ছে ব্লুমবার্গের একটি প্রতিবেদন।

০২ ১৯
Saudi Arabia allegedly threatened G7 against seizing frozen Russian assets, says report

অজ্ঞাত সূত্রকে উদ্ধৃত করে ব্লুমবার্গের প্রতিবেদনে সোমবার বিষয়টি উঠে এসেছে। ওই প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তিগত ভাবে জি৭ দেশগুলিকে সতর্ক করেছে সৌদি আরব।

০৩ ১৯
Saudi Arabia allegedly threatened G7 against seizing frozen Russian assets, says report

সৌদি আরব নাকি জানিয়েছে, ইউক্রেনকে সাহায্য করার জন্য পশ্চিমি বিশ্বের জোট জি৭ যদি ৩০ হাজার কোটি ডলারের রুশ সম্পদ বাজেয়াপ্ত করে, তা হলে সৌদিও তার হাতে থাকা ইউরোপীয় দেশগুলির সম্পদ বিক্রি করে দেবে। বিশেষ করে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে ফ্রান্সকে।

০৪ ১৯
Saudi Arabia allegedly threatened G7 against seizing frozen Russian assets, says report

একটি সূত্র সৌদি আরবের এই হুঁশিয়ারিকে ‘পরোক্ষ হুমকি’ হিসাবে বর্ণনা করেছে। পাশাপাশি ওই সূত্রের দাবি, সৌদির অর্থ মন্ত্রক জানিয়েছে যে, ফ্রান্সের কোষাগারের যে সব সম্পত্তি সৌদির কাছে বন্ধক রয়েছে, তা তারা বিক্রি করে দেবে।

০৫ ১৯
Saudi Arabia allegedly threatened G7 against seizing frozen Russian assets, says report

কিন্তু কেন পশ্চিমি বিশ্বের জোটকে এমন ‘হুমকি’ দিল সৌদি?

০৬ ১৯
Saudi Arabia allegedly threatened G7 against seizing frozen Russian assets, says report

২০২১ সালে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকেই সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে ক্রেমলিনের সম্পর্কের উন্নতি হয়। কাছাকাছি আসে সৌদি আরব এবং রাশিয়া।

০৭ ১৯
Saudi Arabia allegedly threatened G7 against seizing frozen Russian assets, says report

এর পর ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর পরে পশ্চিমি বিশ্বের হাতে থাকা রাশিয়ার অনেক সম্পত্তি ফ্রিজ় করে ওই দেশগুলি।

০৮ ১৯
Saudi Arabia allegedly threatened G7 against seizing frozen Russian assets, says report

রাশিয়ার বিদেশি মুদ্রাভান্ডারও ফ্রিজ় করার সিদ্ধান্ত নেওয়া হয়। যা সে সময় সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেক অর্থনীতিবিদই বিষয়টিকে অবৈধ বলে ব্যাখ্যা করে।

০৯ ১৯
Saudi Arabia allegedly threatened G7 against seizing frozen Russian assets, says report

এর পর সম্প্রতি জি৭ দেশগুলি সিদ্ধান্ত নেয়, পশ্চিমি বিশ্বের হাতে থাকা রাশিয়ার প্রায় ৩০ হাজার কোটি ডলারের সম্পত্তি বিক্রি করে দেবে তারা। সেই টাকা প্রথমে জমা পড়বে ব্যাঙ্কে। এর পর সেই টাকা ধাপে ধাপে ইউক্রেনের হাতে তুলে দেওয়া হবে। রাশিয়ার সম্পত্তির পরিমাণও কমবে।

১০ ১৯
Saudi Arabia allegedly threatened G7 against seizing frozen Russian assets, says report

প্রতিবেদন অনুযায়ী, জি৭-এর এই সিদ্ধান্তেরই বিরোধিতা করে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে সৌদি। সৌদি নাকি দাবি করেছে, রাশিয়ার সঙ্গে যা হচ্ছে তা অন্যায় এবং পরবর্তী কালে তা অন্য দেশের সঙ্গেও হতে পারে। তাই যদি রুশ সম্পদ বিক্রি করা হয়, তা হলে তারাও ফ্রান্স-সহ বাকিদের সম্পত্তি বিক্রি করে দেবে।

১১ ১৯
Saudi Arabia allegedly threatened G7 against seizing frozen Russian assets, says report

যদিও সৌদি সরকারি ভাবে এমন কোনও হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছে। ব্লুমবার্গে পাঠানো এক বিবৃতিতে সৌদির অর্থ মন্ত্রক দাবি করেছে যে, এ ধরনের কোনও হুমকি দেওয়া হয়নি।

১২ ১৯
Saudi Arabia allegedly threatened G7 against seizing frozen Russian assets, says report

সৌদির এক সরকারি আধিকারিক ব্লুমবার্গকে এ-ও জানিয়েছেন, কোনও দেশকে এই ধরনের হুমকি দেওয়া রিয়াধের স্বভাববিরুদ্ধ। তবে কোনও কিছু বাজেয়াপ্ত করলে তার পরিণতি সম্পর্কে জি৭ সদস্যদের সঙ্গে সৌদির ‘কথা’ হয়ে থাকতে পারে বলে ওই আধিকারিক জানিয়েছেন।

১৩ ১৯
Saudi Arabia allegedly threatened G7 against seizing frozen Russian assets, says report

আমেরিকা এবং ব্রিটেন তহবিল বাজেয়াপ্ত করার এবং ইউক্রেনের পুনর্গঠনের জন্য অর্থ বরাদ্দ করার পক্ষে বলে জানা গিয়েছে, যখন ইইউ আরও অনিচ্ছুক ছিল।

১৪ ১৯
Saudi Arabia allegedly threatened G7 against seizing frozen Russian assets, says report

তবে সৌদি হুমকি দিক বা না দিক, ইতিমধ্যেই নিজেদের অবস্থান থেকে সরে এসেছে জি৭ দেশগুলি।

১৫ ১৯
Saudi Arabia allegedly threatened G7 against seizing frozen Russian assets, says report

সৌদি আরবের হাতে বিদেশি মুদ্রার ভান্ডার বিশাল। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, জি৭ দেশগুলির আশঙ্কা, সৌদি যদি তাদের হাতে থাকা ইউরোপীয় সম্পত্তি বিক্রি করে, তা হলে অন্য দেশও তাদের অনুসরণ করতে পারে। আর সেই কারণেই নাকি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে জি৭।

১৬ ১৯
Saudi Arabia allegedly threatened G7 against seizing frozen Russian assets, says report

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, ফ্রিজ় হওয়া রুশ সম্পদ বাজেয়াপ্ত করার পরিবর্তে ওই সম্পত্তি থেকে যে মুনাফা হবে, তা দিয়ে ইউক্রেনকে সামরিক সহায়তা করবে তারা। এ ভাবে ইউক্রেনের সামরিক সহায়তা তহবিলে ৫০০০ কোটি ডলার তুলে দেওয়া যাবে।

১৭ ১৯
Saudi Arabia allegedly threatened G7 against seizing frozen Russian assets, says report

জুন মাসে বসেছিল জি৭-এর বৈঠক। আয়োজক দেশ ছিল ইটালি। ইটালির আপুলিয়ার একটি রিসর্টে এই বৈঠক হয়েছিল।

১৮ ১৯
Saudi Arabia allegedly threatened G7 against seizing frozen Russian assets, says report

কুলীন জি৭ গোষ্ঠীতে রয়েছে উন্নত বিশ্বের সাত দেশ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, জার্মানি, ইটালি, জাপান। সেই সঙ্গে রয়েছে ইউরোপীয় ইউনিয়নও। ভারত এই গোষ্ঠীর সদস্য না হলেও আয়োজক দেশ ইটালি বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীকে। অতীতেও একাধিক বার ভারত ‘আউটরিচ কান্ট্রি’ হিসাবে এই সম্মেলনে যোগ দিয়েছে।

১৯ ১৯
Saudi Arabia allegedly threatened G7 against seizing frozen Russian assets, says report

অতিথি হিসাবে যোগ দিয়েছিল আরও বেশ কয়েকটি দেশ। তবে জল্পনা তৈরি হয়েছিল সৌদি আরবকে নিয়ে। আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও সেই বৈঠকে যোগ দেননি সৌদি আরবের যুবরাজ সলমন। তখন থেকেই আন্তর্জাতিক মহলে জি৭ দেশগুলির সঙ্গে সৌদির সম্পর্ক খারাপ হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। এর মধ্যেই আবার নতুন করে জল্পনা শুরু হল।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy