Salman Khan's 'ex-Girlfriend' reveals how she fell in Love with him dgtl
salman khan
Salman Khan: সলমনকে বিয়ে করতে ১৬ বছর বয়সে বাড়ি ছাড়েন বলিউডের এই পাক নায়িকা!
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২২ ০৯:৩৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
সলমন খানের জীবনে কত নারীই তো এসেছেন। তাঁদের অনেকের সঙ্গেই বলিউডের ‘ভাইজান’ সম্পর্কে জড়িয়েছেন বলেও শোনা গিয়েছে। তবে তাঁদের মধ্যে কেউ সলমনকে বিয়ে করতে এ দেশে চলে এসেছিলেন কি? নাহ্! এখনও পর্যন্ত তেমনটা শোনা যায়নি। তবে সলমনের প্রাক্তন ‘প্রেমিকা’ সোমি আলি নাকি তেমনই করছিলেন। অন্তত সংবাদমাধ্যমের কাছে তেমনই দাবি এককালে বলিউডের এই নায়িকার।
০২১৬
নব্বইয়ের দশকে হাতেগোনা কয়েকটি ফিল্মে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল আদতে পাকিস্তানের বাসিন্দা সোমিকে। তবে এককালের এই নায়িকা এখন নিজের স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে নারী অধিকারের লড়াইতে শামিল। ধর্ষণ বা গার্হস্থ্য হিংসার মতো অপরাধের বিরুদ্ধে বার বার সরব হয়েছেন তিনি।
ছবি: সংগৃহীত।
০৩১৬
নিজের কেরিয়ার শুরু করেছিলেন বলিউডে। মাত্র বছর পাঁচেক কাজ করেছিলেন। তবে নিজের কেরিয়ারের থেকেও এক সময় বোধহয় সলমনের সঙ্গে সম্পর্কের জেরে শিরোনামে থেকেছেন তিনি।
ছবি: সংগৃহীত।
০৪১৬
তখনও স্কুলের গণ্ডি পার হননি। এমনকি সলমনকে সামনাসামনিও দেখেননি। সে সময় থেকেই নাকি তাঁর প্রেমে হাবুডুবু খেয়েছেন সোমি। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘পরিবার আর সকলের মতো আমিও হিন্দি ফিল্মের পোকা ছিলাম। স্কুলে পড়ার সময় সলমন খানের ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ দেখেছিলাম।’’
ছবি: সংগৃহীত।
০৫১৬
সুরজ বরজাতিয়ার ‘ম্যায়নে প্যায়ার কিয়া’-তে ভাগ্যশ্রীকে পাশে পেয়েছিলেন সলমন। ১৯৮৯ সালে সেই ফিল্মের পর নিজের ভাগ্যকে যেন হাতের মুঠোয় পুরে ফেলেছিলেন সলমন। ওই ফিল্ম মুক্তির আগেই অবশ্য ‘বিবি হো তো অ্যায়সি’-তে পার্শ্বচরিত্রে দেখা গিয়েছে সল্লু মিয়াঁকে। তবে নায়ক হিসেবে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’-ই সলমনের প্রথম ফিল্ম!
ছবি: সংগৃহীত।
০৬১৬
সুরজের ফিল্মের পর প্রায় তিন দশক কেটে গিয়েছে। এর মধ্যে বলিউডে তিনি নিজেই একটি ব্র্যান্ড— সলমন। তিরিশ বছরে নিজের ফিল্ম ছাড়াও একাধিক সম্পর্কে জড়িয়েছেন সেলিম খানের ছেলে।
ছবি: সংগৃহীত।
০৭১৬
সোমি আলি ছাড়াও সলমন সঙ্গে নাম জড়িয়েছে সঙ্গীত বিজলানি, ফারিয়া আলম, ঐশ্বর্যা রাই, ক্যাটরিনা কইফ থেকে শুরু করে য়ুলিয়া ভান্টুরের সঙ্গে।
ছবি: সংগৃহীত।
০৮১৬
তবে সলমনের কোনও ‘প্রেমিকা’ কি তাঁকে বিয়ে করার জন্য নিজের ঘরবাড়ি ছেড়ে এ দেশে এসেছেন? এককালে আমেরিকার ফ্লোরিডায় থাকতেন সোমি। তবে শুধুমাত্র সলমনকে বিয়ে করবেন বলে নাকি ফ্লোরিডা ছেড়ে এ দেশে চলে এসেছিলেন কিশোরী সোমি।
ছবি: সংগৃহীত।
০৯১৬
ওই ঘটনার পর দীর্ঘ সময় কেটে গিয়েছে। এত দিন পর সে ঘটনার কথা খোলসা করেছেন সোমি। সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, ‘‘ ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ দেখার পর থেকেই সলমনের উপর গভীর টান জন্মেছিল। এক রাতে তো ওঁকে স্বপ্নেও দেখেছিলাম। তখনই ঠিক করি যে সলমনকে বিয়ে করতে হবে। সে জন্য ভারতে যাব!’’ তখন সোমির বয়স মাত্র ১৬।
ছবি: সংগৃহীত।
১০১৬
করাচির বাড়িতে ১২ বয়স পর্যন্ত বসবাস ছিল সোমির। তার পর ফ্লোরিডায় থাকতে শুরু করেন তাঁরা। তবে সলমনের প্রেমে মজে সে বাড়ি ছাড়ার জন্য মায়ের কাছে কাকুতিমিনতি করতে থাকেন সোমি। শেষমেশ ভারতেও চলে আসেন তিনি। যাওয়ার আগে মা’কে বলেছিলেন, ‘‘সলমনকে বিয়ে করতে মুম্বই যাচ্ছি!’’
ছবি: সংগৃহীত।
১১১৬
সলমনকে বিয়ের সিদ্ধান্তের পিছনে যে ওপরওয়ালার হাত রয়েছে, তেমনই মনে করতেন সোমি। তাঁর কথায়, ‘‘সলমনকে স্বপ্নে দেখার পর ওঁকে বিয়ের করব বলে স্থির করেছিলাম। মনে হয়েছিল, এ ঈশ্বরিক আদেশ।’’
ছবি: সংগৃহীত।
১২১৬
এক সময় সব ছেড়ে এ দেশে চলে আসেন সোমি। সলমনের সঙ্গে দেখা হওয়ার পর নিজের স্বপ্নের কথা তাঁকে জানিয়েও ছিলেন। তিনি বলেন, ‘‘আমরা নেপালের পথে রওনা দিয়েছিলাম। সে সময় আমার পাশেই বসেছিলেন সলমন। ওঁর একটা ছবি দেখিয়ে বলেছিলাম, ‘তোমাকে বিয়ে করতেই এত দূর থেকে এ দেশে এসেছি!’ এ কথায় সলমনের মন্তব্য ছিল, ‘আমার গার্লফ্রেন্ড রয়েছে।’ ’’ বান্ধবী থাকলেও যে তা পরোয়া করেন না, সে কথা সলমনকে জানিয়েছিলেন সোমি।
ছবি: সংগৃহীত।
১৩১৬
সোমি জানিয়েছেন, নেপালে তাঁদের ওই কথোপকথনের বছরখানেক পর সলমনের সঙ্গে সম্পর্কের সূত্রপাত। সালটা ১৯৯১। সে সময় সোমির বয়স মাত্র ১৭। নিজের থেকে প্রায় আট বছরের বড় সলমনের সঙ্গে সোমির ‘সম্পর্ক’ টিকেছিল ১৯৯৯ সাল পর্যন্ত।
ছবি: সংগৃহীত।
১৪১৬
সলমনই নাকি সোমির প্রতি তাঁর ভালবাসার কথা প্রথমে মুখ ফুটে স্বীকার করেন। সোমি বলেন, ‘‘আমাকে প্রথমে ‘আই লভ ইউ’ বলেছিল সলমনই। ব্যস্! তাতেই কাজ হয়েছিল। বিশেষ বোঝাতে হয়নি।’’
ছবি: সংগৃহীত।
১৫১৬
একটানা আট বছরের ‘সম্পর্ক’ সত্ত্বেও এক সময় বিচ্ছেদ আসে সোমির জীবনে। সোমির কথায়, ‘‘এখন মনে হয়, সলমনকে বিয়ে করার জন্য ঘরবাড়ি ছেড়ে ভারতে যাওয়াটা কী বোকামিই ছিল! তখন আমি মাত্র ১৬ বছরের... ’’
ছবি: সংগৃহীত।
১৬১৬
সলমনের সঙ্গে ‘সম্পর্ক’ ভেঙে গেলেও তাঁকে নিয়ে কুৎসা করেননি সোমি। বরং সলমন ও তাঁর পরিবারের থেকে অনেক কিছু শিখেছেন বলেই জানিয়েছেন। তাঁর কথায়, ‘‘সলমনের মা-বাবা এবং ওঁর পরিবারের থেকে অনেক কিছু শিখেছি। সলমনের সম্পর্কেও একই কথা বলব। তা ছাড়া, কোনও সম্পর্কে সুখী না হলে তা ছেড়ে বেরিয়ে আসাই উচিত। আমাদের ক্ষেত্রেও তেমনই হয়েছিল। এর পর এক সময় আমেরিকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি!’’