ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে কি পরমাণু অস্ত্রের ধ্বংসলীলা দেখাও যাবে? আশঙ্কা উস্কে দিয়েছিল মস্কোর কাছে ঘোরাফেরা করা একটি ‘নিউক্লিয়ার ট্রেন’। সে ‘ভূতুড়ে’ ট্রেনের মাধ্যমেই পরমাণু অস্ত্র ছোড়া যায়। এমন দাবি করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আস্তিনে যে এমন একটি অস্ত্র রয়েছে, সে দাবিও করেছিল তারা। কেমন দেখতে সেই ‘নিউক্লিয়ার ট্রেন’? এর ভিতরেই বা কী রয়েছে?