২৪ মার্চ মুক্তির পর থেকে রাজামৌলীর ‘রাইজ-রোর-রিভোল্ট’ থুড়ি ‘আরআরআর’-এ মজে আমজনতা থেকে সমালোচকেরা।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২২ ১২:৪৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
পার্টি তো হবেই! মুক্তির প্রথম দিনে ১৫৬ কোটি। তার পর মাত্র ১৩ দিনেই ১,০০০ কোটির ব্যবসা।
০২১৭
‘আরআরআর’ কি এ বার বক্স অফিসের যাবতীয় রেকর্ড ভেঙে চুরমার করে দেবে?
০৩১৭
বক্স অফিসের রেকর্ড নিয়ে বোধ হয় বিশেষ মাথাব্যথা নেই পরিচালক এস এস রাজামৌলী বা ছবির অভিনেতা রামচরণদের। আপাতত তাঁরা ব্যস্ত জমিয়ে এ ছবির সাফল্য উদ্যাপন করতে।
০৪১৭
২৪ মার্চ মুক্তির পর থেকে রাজামৌলীর ‘রাইজ-রোর-রিভোল্ট’ থুড়ি ‘আরআরআর’-এ মজে আমজনতা থেকে সমালোচকেরা। এ পিরিয়ড ড্রামায় আল্লুরি সীতারাম রাজুর ভূমিকায় রামচরণকে পছন্দ করেননি এমন দর্শকও বোধ হয় হাতেগোনা। কোমরাম ভীমের চরিত্রে জুনিয়র এনটি আরকেও ভুলতে পারছেন না অনেকে।
০৫১৭
কুড়ির দশকে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে দুই স্বাধীনতা সংগ্রামীর লড়াইয়ের কাহিনিকে কাল্পনিক পটভূমিকায় ফেলেছেন পরিচালক রাজামৌলী। তাতে রামচরণদের সঙ্গ দিয়েছেন অলিভিয়া মরিসের মতো ইংলিশ বা অ্যালিসন ডোডি এবং রে স্টিভেনসনের মতো আইরিশ অভিনেতা।
০৬১৭
রাজামৌলীর ছবিতে রামচরণ, জুনিয়র এনটিআর ছাড়াও স্বল্প সময়ের জন্য দেখা গিয়েছেন আলিয়া ভট্ট এবং অজয় দেবগণকে।
০৭১৭
মূলত তেলুগু ভাষায় হলেও রাজামৌলীর এ ছবিটি একসঙ্গে আরও পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে। তেলুগুর পাশাপাশি তামিল, কন্নড়, মালয়ালম এবং হিন্দিতে।
আসলে, শবরীমালা মন্দিরের আয়াপ্পাস্বামীর ভক্ত রামচরণ ‘আয়াপ্পা দীক্ষা’-র ব্রত করছেন। ফলে ৪১ দিন পর্যন্ত তাঁকে নিরামিষাশী থাকতে হবে। গোঁফদাড়ি কাটা বা জুতো পরা যাবে না। পরতে হবে কালো পোশাকও।
১৭১৭
৪১ দিনের ব্রত শেষে শবরীমালা মন্দিরে যাবেন রামচরণ। ফলে আজকাল এ অবতারে সবর্ত্র দেখা যাচ্ছে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর পুত্রকে।