Advertisement
২৫ নভেম্বর ২০২৪
Rishabh Pant

দাউদাউ করে জ্বলছে গাড়ি, মার্সিডিজ়ের কাচ ভেঙে বেরোলেন আহত ঋষভ, ঠিক কী ঘটেছিল?

দিল্লি থেকে নিজের বাড়ি উত্তরাখণ্ডের রুরকিতে যাচ্ছিলেন ক্রিকেটার ঋষভ পন্থ। শুক্রবার ভোরে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।

সংবাদ সংস্থা
দেহরাদূন শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ ১২:০১
Share: Save:
০১ ১৬
ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। দিল্লি থেকে নিজের বাড়ি উত্তরাখণ্ডের রুরকিতে যাচ্ছিলেন ক্রিকেট তারকা। ভোর সাড়ে ৫টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে দিল্লি-দেহরাদূন এক্সপ্রেসওয়েতে ডিভাইডারে ধাক্কা মারে ঋষভের বিলাসবহুল গাড়ি।

ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। দিল্লি থেকে নিজের বাড়ি উত্তরাখণ্ডের রুরকিতে যাচ্ছিলেন ক্রিকেট তারকা। ভোর সাড়ে ৫টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে দিল্লি-দেহরাদূন এক্সপ্রেসওয়েতে ডিভাইডারে ধাক্কা মারে ঋষভের বিলাসবহুল গাড়ি।

ছবি সংগৃহীত।

০২ ১৬
গাড়িতে একাই ছিলেন পন্থ। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। রুরকির মহম্মদপুর জটের কাছে দুর্ঘটনা ঘটে।

গাড়িতে একাই ছিলেন পন্থ। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। রুরকির মহম্মদপুর জটের কাছে দুর্ঘটনা ঘটে।

ছবি সংগৃহীত।

০৩ ১৬
 প্রথমে তাঁকে উদ্ধার করে রুরকির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে দেহরাদূনের ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যা দুর্ঘটনাস্থল মহম্মদপুর জাট থেকে আধ ঘণ্টার দূরত্ব।

প্রথমে তাঁকে উদ্ধার করে রুরকির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে দেহরাদূনের ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যা দুর্ঘটনাস্থল মহম্মদপুর জাট থেকে আধ ঘণ্টার দূরত্ব।

ছবি সংগৃহীত।

০৪ ১৬
গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন ঋষভ। এমনটাই জানিয়েছেন ডিজিপি অশোক কুমার। ঘুমিয়ে পড়ার কারণেই ঋষভের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। তার জেরেই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে খবর।

গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন ঋষভ। এমনটাই জানিয়েছেন ডিজিপি অশোক কুমার। ঘুমিয়ে পড়ার কারণেই ঋষভের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। তার জেরেই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে খবর।

ছবি সংগৃহীত।

০৫ ১৬
ঋষভের চিকিৎসার সমস্ত খরচ মেটাবে উত্তরাখণ্ড সরকার। এমনটা ঘোষণা করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি।

ঋষভের চিকিৎসার সমস্ত খরচ মেটাবে উত্তরাখণ্ড সরকার। এমনটা ঘোষণা করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি।

ছবি সংগৃহীত।

০৬ ১৬
ক্রিকেটারের চিকিৎসার জন্য যাবতীয় বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। এয়ার অ্যাম্বুল্যান্স রাখার ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসার প্রয়োজনে এয়ার অ্যাম্বুল্যান্সে করে ঋষভকে অন্যত্র নিয়ে যাওয়া হতে পারে।

ক্রিকেটারের চিকিৎসার জন্য যাবতীয় বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। এয়ার অ্যাম্বুল্যান্স রাখার ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসার প্রয়োজনে এয়ার অ্যাম্বুল্যান্সে করে ঋষভকে অন্যত্র নিয়ে যাওয়া হতে পারে।

ছবি সংগৃহীত।

০৭ ১৬
 কী গাড়ি চালাচ্ছিলেন পন্থ? এ নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল। কেউ কেউ দাবি করেছেন তিনি বিএমডব্লিউ চালাচ্ছিলেন। তবে পুলিশ জানিয়েছে, মার্সিডিজ় গাড়ি চালাচ্ছিলেন ক্রিকেটার।

কী গাড়ি চালাচ্ছিলেন পন্থ? এ নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল। কেউ কেউ দাবি করেছেন তিনি বিএমডব্লিউ চালাচ্ছিলেন। তবে পুলিশ জানিয়েছে, মার্সিডিজ় গাড়ি চালাচ্ছিলেন ক্রিকেটার।

ছবি সংগৃহীত।

০৮ ১৬
ঋষভের বিলাসবহুল গাড়ি দুমড়ে-মুচড়ে গিয়েছে। দুর্ঘটনার পর আগুন ধরে যায় গাড়িটিতে। সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। দেখা গিয়েছে, দাউ দাউ করে জ্বলছে গাড়ি।

ঋষভের বিলাসবহুল গাড়ি দুমড়ে-মুচড়ে গিয়েছে। দুর্ঘটনার পর আগুন ধরে যায় গাড়িটিতে। সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। দেখা গিয়েছে, দাউ দাউ করে জ্বলছে গাড়ি।

ছবি সংগৃহীত।

০৯ ১৬
২০১৭ সালে মার্সিডিজ় বেঞ্জ জিএলসি এসইউভি কিনেছিলেন ক্রিকেটার। তখন তাঁর বয়স ছিল ১৯। এসইউভি গাড়ির মধ্যে অন্যতম বিলাসবহুল গাড়ি মার্সিডিজ়ের এই মডেল।

২০১৭ সালে মার্সিডিজ় বেঞ্জ জিএলসি এসইউভি কিনেছিলেন ক্রিকেটার। তখন তাঁর বয়স ছিল ১৯। এসইউভি গাড়ির মধ্যে অন্যতম বিলাসবহুল গাড়ি মার্সিডিজ়ের এই মডেল।

ছবি সংগৃহীত।

১০ ১৬
এই গাড়ির ইঞ্জিন অত্যন্ত শক্তিশালী। গাড়িতে রয়েছে অত্যাধুনিক ব্যবস্থা। দুর্ঘটনার কবলে পড়লে তা থেকে বাঁচানোর জন্য একাধিক সুরক্ষার ব্যবস্থা রয়েছে।

এই গাড়ির ইঞ্জিন অত্যন্ত শক্তিশালী। গাড়িতে রয়েছে অত্যাধুনিক ব্যবস্থা। দুর্ঘটনার কবলে পড়লে তা থেকে বাঁচানোর জন্য একাধিক সুরক্ষার ব্যবস্থা রয়েছে।

ছবি সংগৃহীত।

১১ ১৬
আগুন পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে ঋষভের গাড়ি। তবে অগ্নিকাণ্ডের হাত থেকে নিজেই নিজেকে বাঁচিয়েছেন পন্থ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির উইন্ডস্ক্রিন নিজেই ভাঙেন ভারতীয় ব্যাটার। গুরুতর জখম  অবস্থাতেই গাড়ির কাচ ভেঙে বেরোন ঋষভ। ঠিক সময়ে না বেরোতে পারলে আরও ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারত।

আগুন পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে ঋষভের গাড়ি। তবে অগ্নিকাণ্ডের হাত থেকে নিজেই নিজেকে বাঁচিয়েছেন পন্থ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির উইন্ডস্ক্রিন নিজেই ভাঙেন ভারতীয় ব্যাটার। গুরুতর জখম অবস্থাতেই গাড়ির কাচ ভেঙে বেরোন ঋষভ। ঠিক সময়ে না বেরোতে পারলে আরও ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারত।

ছবি সংগৃহীত।

১২ ১৬
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার কয়েক মিনিটের মধ্যেই পন্থের গাড়িতে আগুন লেগে যায়। পরে দমকল গিয়ে আগুন নেভায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার কয়েক মিনিটের মধ্যেই পন্থের গাড়িতে আগুন লেগে যায়। পরে দমকল গিয়ে আগুন নেভায়।

ছবি সংগৃহীত।

১৩ ১৬
গাড়ি দুর্ঘটনায় ঋষভের মাথা, পিঠ, হাঁটুতে আঘাত লেগেছে। বাঁ চোখের উপরে কেটে গিয়েছে। পন্থের বিভিন্ন ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, পন্থের পিঠে ক্ষতচিহ্ন। লাল হয়ে রয়েছে  পিঠের একাংশ। মাথায় ব্যান্ডেজ করা হয়েছে।

গাড়ি দুর্ঘটনায় ঋষভের মাথা, পিঠ, হাঁটুতে আঘাত লেগেছে। বাঁ চোখের উপরে কেটে গিয়েছে। পন্থের বিভিন্ন ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, পন্থের পিঠে ক্ষতচিহ্ন। লাল হয়ে রয়েছে পিঠের একাংশ। মাথায় ব্যান্ডেজ করা হয়েছে।

ছবি সংগৃহীত।

১৪ ১৬
 চিকিৎসকরা জানিয়েছেন, পন্থের জীবনের ঝুঁকি নেই। বর্তমানে তিনি বিপন্মুক্ত। তবে দুর্ঘটনায় দেহের একাধিক জায়গায় আঘাত লেগেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, পন্থের জীবনের ঝুঁকি নেই। বর্তমানে তিনি বিপন্মুক্ত। তবে দুর্ঘটনায় দেহের একাধিক জায়গায় আঘাত লেগেছে।

ছবি সংগৃহীত।

১৫ ১৬
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ও এক দিনের সিরিজ়ে দলে নেই ঋষভ। কয়েক দিন পর বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাওয়ার কথা ছিল পন্থের। তবে দুর্ঘটনার জেরে আপাতত তাঁকে বেশ  কয়েক দিন বিশ্রামে থাকতে হতে পারে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ও এক দিনের সিরিজ়ে দলে নেই ঋষভ। কয়েক দিন পর বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাওয়ার কথা ছিল পন্থের। তবে দুর্ঘটনার জেরে আপাতত তাঁকে বেশ কয়েক দিন বিশ্রামে থাকতে হতে পারে।

ছবি সংগৃহীত।

১৬ ১৬
ঋষভের দুর্ঘটনার খবরে তাঁর আরোগ্য কামনা করে টুইট করেছেন প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। তিনি লিখেছেন, ‘‘ঋষভের জন্য প্রার্থনা করছি। স্বস্তির যে, ও বিপন্মুক্ত। ওর দ্রুত আরোগ্য  কামনা করছি।’’ আরোগ্য কামনা করেছেন আরও এক প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগও।

ঋষভের দুর্ঘটনার খবরে তাঁর আরোগ্য কামনা করে টুইট করেছেন প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। তিনি লিখেছেন, ‘‘ঋষভের জন্য প্রার্থনা করছি। স্বস্তির যে, ও বিপন্মুক্ত। ওর দ্রুত আরোগ্য কামনা করছি।’’ আরোগ্য কামনা করেছেন আরও এক প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগও।

ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy