Advertisement
৩১ অক্টোবর ২০২৪
Diamond Spray

পৃথিবীকে ঠান্ডা করতে প্রতি বছর ৫০ লক্ষ টন হিরের গুঁড়ো ছড়ানোর ভাবনা, খরচ ২০০ লক্ষ কোটি ডলার!

জলবায়ু সঙ্কট মোকাবিলায় সাহসী এবং বহুমূল্য প্রচেষ্টা করতে পারেন বিজ্ঞানীরা। পৃথিবীকে শীতল করার জন্য বায়ুমণ্ডলে ছড়ানো হতে পারে হিরের ধূলিকণা! এমনটাই উঠে এসেছে এক গবেষণায়।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১০:১৫
Share: Save:
০১ ২০
Researchers want to spray diamond dust worth trillions of dollars to cool of Earth temperature

জলবায়ু সঙ্কট মোকাবিলায় সাহসী এবং বহুমূল্য প্রচেষ্টা করতে পারেন বিজ্ঞানীরা। পৃথিবীকে শীতল করার জন্য বায়ুমণ্ডলে ছড়ানো হতে পারে হিরের ধূলিকণা! এমনটাই উঠে এসেছে এক গবেষণায়।

০২ ২০
Researchers want to spray diamond dust worth trillions of dollars to cool of Earth temperature

অযৌক্তিক মনে হলেও ‘জিয়োফিজ়িক্যাল রিসার্চ লেটার্স’-এ প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী, বছরে ৫০ লক্ষ টন হিরের গুঁড়ো বিশ্বের তাপমাত্রা অনেকাংশেই কমিয়ে দিতে পারে।

০৩ ২০
Researchers want to spray diamond dust worth trillions of dollars to cool of Earth temperature

চকচকে হিরের গুঁড়ো সূর্যরশ্মির উপর পড়লে তা অনেকাংশেই প্রতিফলিত হয়ে বায়ুমণ্ডলের বাইরে চলে যাবে। ফলে তাপও কমবে। এই ধারণার কথাই প্রকাশিত হয়েছে ওই গবেষণাপত্রে।

০৪ ২০
Researchers want to spray diamond dust worth trillions of dollars to cool of Earth temperature

ওই গবেষকদের বিশ্বাস, যদি ৪৫ বছরেরও বেশি সময় ধরে এই প্রক্রিয়া চালানো যায়, তা হলে এই প্রক্রিয়া পৃথিবীর তাপমাত্রা প্রায় ২.৯ ডিগ্রি ফারেনহাইট অবধি কমাতে পারে।

০৫ ২০
Researchers want to spray diamond dust worth trillions of dollars to cool of Earth temperature

তবে এই পরিকল্পনা বাস্তবায়িত করা যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়। এমনটাই মনে করছেন বিজ্ঞানীদের একাংশ। কারণ, পুরো প্রক্রিয়াটি যেমন খরচসাপেক্ষ তেমনই শ্রমসাপেক্ষ।

০৬ ২০
Researchers want to spray diamond dust worth trillions of dollars to cool of Earth temperature

গবেষকদের অনুমান, ৪৫ বছর ধরে হিরের গুঁড়ো ছড়িয়ে পৃথিবীর তাপমাত্রা কমাতে হলে প্রায় ২০০ লক্ষ কোটি ডলার খরচ করতে হতে পারে। যে কারণে অনেকেই মনে করছেন, শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে এবং পরীক্ষা করে দেখার জন্য এত টাকা খরচ করা একেবারেই অযৌক্তিক।

০৭ ২০
Researchers want to spray diamond dust worth trillions of dollars to cool of Earth temperature

যদিও গবেষকদের যুক্তি, এই মুহূর্তে পৃথিবীতে জলবায়ু সঙ্কট যে ভয়াবহ গতিতে বাড়ছে, তা মোকাবিলা করার জন্য এই খরচ কিছুই নয়।

০৮ ২০
Researchers want to spray diamond dust worth trillions of dollars to cool of Earth temperature

গবেষকেরা এ-ও মনে করছেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য সম্ভাব্য সমস্ত পরীক্ষা করা উচিত, তা সেই পরীক্ষাগুলি যতই অবাস্তব বলে মনে করা হোক না কেন।

০৯ ২০
Researchers want to spray diamond dust worth trillions of dollars to cool of Earth temperature

ওই গবেষণাপত্র অনুযায়ী, বায়ুমণ্ডলে হিরের গুঁড়ো ছড়ানোর প্রক্রিয়াটি ‘স্ট্রাটোস্ফিয়ারিক অ্যারোসল ইঞ্জেকশন’ নামে পরিচিত। পুরো বিষয়টি ‘সোলার জিয়োইঞ্জিনিয়ারিং’-এর অধীনে পড়ে।

১০ ২০
Researchers want to spray diamond dust worth trillions of dollars to cool of Earth temperature

এই প্রক্রিয়ায় সূর্যালোককে প্রতিফলিত করতে এবং তাপ শোষণকে কমাতে স্ট্র্যাটোস্ফিয়ারে ক্ষুদ্র কণা ছড়িয়ে দেওয়া হয়।

১১ ২০
Researchers want to spray diamond dust worth trillions of dollars to cool of Earth temperature

হিরের ধূলিকণার পাশাপাশি সালফার-সহ অন্যান্য আরও অ্যারোসল বায়ুমণ্ডলে ছড়ালে তার প্রভাব কী হতে পারে, তা নিয়েও গবেষণা চালাচ্ছিলেন ওই গবেষকেরা। কোন উপাদান বাস্তব পরিস্থিতিতে সবচেয়ে ভাল কাজ করবে তা নির্ধারণ করতেই পরীক্ষানিরীক্ষা চালানো হচ্ছিল।

১২ ২০
Researchers want to spray diamond dust worth trillions of dollars to cool of Earth temperature

অ্যারোসোলগুলি সূর্যের আলোকে কতটা ভাল ভাবে প্রতিফলিত করে এবং কত ক্ষণ বায়ুতে ভেসে থাকতে পারে তা দেখা হচ্ছিল পরীক্ষার মাধ্যমে। পাশাপাশি, কোন ধূলিকণা তাড়াতা়ড়ি জমাট বাঁধছে, তা-ও পরীক্ষা করে দেখা হয়।

১৩ ২০
Researchers want to spray diamond dust worth trillions of dollars to cool of Earth temperature

ওই গবেষণাপত্র অনুযায়ী, প্রাথমিক স্তরের ওই পরীক্ষায় সবচেয়ে ভাল ফল পাওয়া গিয়েছে হিরের ধুলোকণায়।

১৪ ২০
Researchers want to spray diamond dust worth trillions of dollars to cool of Earth temperature

গবেষকেরা জানিয়ছেন, হিরের কণাগুলি জমাট বাঁধা প্রতিহত করতে এবং সবচেয়ে বেশি ক্ষণ উঁচুতে ভেসে থাকতে সক্ষম হয়েছে। অন্যান্য অ্যারোসোল অ্যাসিড বৃষ্টিতে পরিণত হলেও হিরের ধূলিকণা তা এড়িয়ে গিয়েছে।

১৫ ২০
Researchers want to spray diamond dust worth trillions of dollars to cool of Earth temperature

জমাট বাঁধার দিক দিয়ে সালফার ভাল অ্যারোসল না হলেও হিরে গুঁড়োর ভাল ব্যবহারিক বিকল্প হতে পারে। গবেষণার সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ার ডগলাস ম্যাকমার্টিন ব্যাখ্যা করেছেন যে, সালফারের দাম এবং তার অ্যারোসল তৈরির খরচ কম হওয়ায় এই উপাদানও ব্যবহারের কথা ভাবা হচ্ছে।

১৬ ২০
Researchers want to spray diamond dust worth trillions of dollars to cool of Earth temperature

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর বায়ুমণ্ডলে সালফার কণাগুলি কী ভাবে আচরণ করে, তা দেখেও এই সালফার ব্যবহারের সঙ্গে মতানৈক্য প্রকাশ করেছেন অনেকে।

১৭ ২০
Researchers want to spray diamond dust worth trillions of dollars to cool of Earth temperature

সালফার একটি গ্যাস হওয়ায় হিরের ধূলিকণার মতো তা ভারী হবে না। ফলে সহজেই তা বিমান থেকে বায়ুমণ্ডলে ছড়ানো সম্ভব বলে মনে করা হচ্ছে।

১৮ ২০
Researchers want to spray diamond dust worth trillions of dollars to cool of Earth temperature

যদিও বিশেষজ্ঞদের একাংশের মতে, এই ধরনের পরীক্ষা করার আগে পৃথিবীতে তার পরিবেশগত এবং সামাজিক প্রভাব কতটা পড়বে তা দেখে নেওয়া প্রয়োজন।

১৯ ২০
Researchers want to spray diamond dust worth trillions of dollars to cool of Earth temperature

জলবায়ু পরিবর্তনের কুফল নিয়ে বিজ্ঞানী-পরিবেশবিদদের নানাবিধ পূর্বাভাস এবং সতর্কীকরণ নতুন নয়। জলবায়ু সংক্রান্ত বিভিন্ন গবেষণা রিপোর্টে বিজ্ঞানীদের দাবি, রীতিমতো আশঙ্কার।

২০ ২০
Researchers want to spray diamond dust worth trillions of dollars to cool of Earth temperature

বিজ্ঞানীদের মতে, জলবায়ুর এই চরম পরিবর্তনের একমাত্র কারণ হল মানুষ ও তাদের দ্বারা প্রকৃতির এই ধ্বংসলীলা।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE