সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিশ্ব জুড়ে নামডাক। স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। হিন্দি ফিল্মজগতে এলেও বার বার মুখ থুবড়ে পড়েছিলেন যুক্তা ইন্দ্রলাল মুখি। কেরিয়ার ছেড়ে সংসার করার সিদ্ধান্ত নিয়েছিলেন যুক্তা। কিন্তু ব্যক্তিগত জীবনও খুব একটা সুখকর হয়নি তাঁর। বর্তমানে কী করছেন ‘সুন্দরী’র খেতাব পাওয়া যুক্তা?