Advertisement
০১ এপ্রিল ২০২৫
Net Worth of Pakistani Cricketers

বিরাটদের কাছে পাত্তা না পেলেও বিপুল সম্পত্তির মালিক পাক ক্রিকেটাররা! প্রথম দশে রয়েছেন কারা?

রবিবার দুবাইয়ে চলছে ভারত-পাকিস্তান ম্যাচ। এই আবহে আলোচনায় এসেছে পাক ক্রিকেটারদের সম্পত্তির পরিমাণ। কত কোটির সম্পত্তির মালিক পাকিস্তানের পরিচিত ক্রিকেটারেরা?

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৮
Share: Save:
০১ ১৪
cricketer

প্রায় তিন দশক পর বড় মাপের কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করেছে পাকিস্তান। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসেছে পাকিস্তানে। প্রথম ম্যাচে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট শুরু করতে হয় বাবরদের।

০২ ১৪
india vs pakistan

রবিবার দুবাইয়ে চলছে ভারত-পাকিস্তান ম্যাচ। হাইভোল্টেজ সেই ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান।

০৩ ১৪
babar azam

এই আবহে আলোচনায় এসেছে পাক ক্রিকেটারদের সম্পত্তির পরিমাণ। কত কোটির সম্পত্তির মালিক পাকিস্তানের পরিচিত ক্রিকেটারেরা? প্রথম দশে রয়েছেন কারা? তালিকার কত নম্বরে রয়েছেন বাবার আজ়ম?

০৪ ১৪
imran khan

ধনী পাক ক্রিকেটারদের তালিকার একেবারে উপরে রয়েছেন ইমরান খান। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বকাপজয়ী অধিনায়কের সস্পত্তির পরিমাণ প্রায় ৪৩৩ কোটি টাকা। বর্তমানে জেলবন্দি রয়েছেন ইমরান।

০৫ ১৪
shahid afridi

তালিকার দু’নম্বরে রয়েছেন শাহিদ আফ্রিদি। বিশ্বের প্রায় সব নামী লিগে খেলা এই পাক অলরাউন্ডারের সম্পত্তির পরিমাণ প্রায় ৩৯০ কোটি টাকা।

০৬ ১৪
shoeb mailk

ধনী পাক ক্রিকেটারদের তালিকার তিন নম্বরে নাম রয়েছে আর এক অলরাউন্ডার শোয়েব মালিকের। সানিয়া মির্জ়ার প্রাক্তন স্বামীর সম্পত্তির পরিমাণ প্রায় ২১১ কোটি টাকা।

০৭ ১৪
muhammad hazif

চার নম্বরে রয়েছেন আরও এক অলরাউন্ডার। তিনি মহম্মদ হাফিজ়। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ১৯৯ কোটি টাকা।

০৮ ১৪
shoeb akhtar

প্রথম চারটি নাম অলরাউন্ডারদের হলেও পাঁচ নম্বরে রয়েছে এক জন বোলার। তিনি শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৭৩ কোটি টাকা।

০৯ ১৪
azhar ali

ছ’নম্বরে রয়েছেন এক জন ব্যাটসম্যান। তিনি আজ়হার আলি। ডানহাতি ব্যাটারের রয়েছে ঈর্ষণীয় রেকর্ড। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের সম্পত্তির পরিমাণ প্রায় ১৩০ কোটি টাকা।

১০ ১৪
saeed anwar

পাকিস্তানের প্রাক্তন বাঁহাতি ওপেনার সইদ আনোয়ার রয়েছেন এই তালিকার সাত নম্বরে। তাঁর সম্পত্তির পরিমাণ ১০০ কোটিরও বেশি।

১১ ১৪
misba ul hok

আট নম্বরে রয়েছে পাকিস্তানের আর এক প্রক্তন অধিনায়ক। তিনি মিসবা-উল-হক। ডানহাতি ব্যাটারের সম্পত্তির পরিমাণ প্রায় ৮১ কোটি টাকা।

১২ ১৪
fawad alom

ন’নম্বরে রয়েছেন ফাওয়াদ আলম। বাঁহাতি অলরাউন্ডারের সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা।

১৩ ১৪
babar azam

১০ এবং ১১ নম্বরে রয়েছে বর্তমান পাক দলের দুই সদস্য। ১০ নম্বরে রয়েছেন বাবার আজ়ম। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের সম্পত্তির পরিমাণ প্রায় ৪১ কোটি টাকা।

১৪ ১৪
muhammad rizwan

১১ নম্বরে রয়েছেন বর্তমান পাক দলের অধিনায়ক মহম্মদ রিজ়ওয়ান। বাবর এবং তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় একই। রিজ়ওয়ানের সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy