Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Akshay Kumar

Akshay Kumar: অক্ষয় কুমারের সঙ্গে গোপনে বিয়ের কথা? কেন ভেঙে গেল সম্পর্ক, অকপট বলি নায়িকা

টুইঙ্কল খন্নাকে বিয়ে করে চুটিয়ে সংসার করছেন অক্ষয়। অন্য দিকে, অনিল ঠন্ডানির সঙ্গে ঘর পেতেছেন রবিনা।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১২:৫৫
Share: Save:
০১ ১৫
পদবি খান বা কপূর নয়। তাতেই বছরের পর বছর ভরসা রেখেছে বলি‌উড। অক্ষয়ের নামের জোরেই নাকি বলিউডের বহু সাদামাটা ফিল্ম উতরে গিয়েছে। তবে ‘সিধাসাধা’ অক্ষয়ের উপর বলি ফিল্মের প্রযোজক বা পরিচালকেরা ভরসা করলেও রবিনা টন্ডনও যে করেন, এমন কথা অতি বড় আশাবাদীও বলবেন না!

পদবি খান বা কপূর নয়। তাতেই বছরের পর বছর ভরসা রেখেছে বলি‌উড। অক্ষয়ের নামের জোরেই নাকি বলিউডের বহু সাদামাটা ফিল্ম উতরে গিয়েছে। তবে ‘সিধাসাধা’ অক্ষয়ের উপর বলি ফিল্মের প্রযোজক বা পরিচালকেরা ভরসা করলেও রবিনা টন্ডনও যে করেন, এমন কথা অতি বড় আশাবাদীও বলবেন না!

ছবি: সংগৃহীত।

০২ ১৫
তবে এক সময় ছবি অন্য রকমের ছিল। নব্বইয়ের দশকে বলিপাড়া কাঁপিয়ে দিয়েছিল অক্ষয় কুমার-রবিনা টন্ডনের জুটি। পর্দায় এবং অবশ্যই তার বাইরেও। অক্ষয়-রবিনার রসায়ন নিয়ে সে সময় কম আলোচনা চলত না। এত বছর পরেও তা নিয়ে তর্ক জমে।

তবে এক সময় ছবি অন্য রকমের ছিল। নব্বইয়ের দশকে বলিপাড়া কাঁপিয়ে দিয়েছিল অক্ষয় কুমার-রবিনা টন্ডনের জুটি। পর্দায় এবং অবশ্যই তার বাইরেও। অক্ষয়-রবিনার রসায়ন নিয়ে সে সময় কম আলোচনা চলত না। এত বছর পরেও তা নিয়ে তর্ক জমে।

ছবি: সংগৃহীত।

০৩ ১৫
অক্ষয় এবং রবিনা— দু’জনেই নব্বইয়ের দশকে বলিউডে পা রেখেছিলেন। এক সময় তাঁদের জমাটি প্রেম নিয়ে বলিপাড়ায় কম গুঞ্জন ছড়ায়নি। এমনকি, আজও বলি-তারকাদের সম্পর্ক নিয়ে কথা উঠলে অক্ষয়-রবিনার প্রসঙ্গ উঠে আসে। অনেকে বলেন, ‘মোহরা’-র ‘টিপ টিপ বরসা পানি’ গানের দৃশ্যায়নের সময় দু’জনার রসায়ন চরমে উঠেছিল। সেটা ছিল ১৯৯৪ সাল। রাজীব রাইয়ের ওই ছবির পরেও একসঙ্গে কাজ করেছেন দু’জনে। তবে ভক্তদের দাবি, ওই গানটিই অক্ষয়-রবিনা জুটির ফিল্মি কেরিয়ারের সোনালি রেখা হিসেবে মনে থাকবে।

অক্ষয় এবং রবিনা— দু’জনেই নব্বইয়ের দশকে বলিউডে পা রেখেছিলেন। এক সময় তাঁদের জমাটি প্রেম নিয়ে বলিপাড়ায় কম গুঞ্জন ছড়ায়নি। এমনকি, আজও বলি-তারকাদের সম্পর্ক নিয়ে কথা উঠলে অক্ষয়-রবিনার প্রসঙ্গ উঠে আসে। অনেকে বলেন, ‘মোহরা’-র ‘টিপ টিপ বরসা পানি’ গানের দৃশ্যায়নের সময় দু’জনার রসায়ন চরমে উঠেছিল। সেটা ছিল ১৯৯৪ সাল। রাজীব রাইয়ের ওই ছবির পরেও একসঙ্গে কাজ করেছেন দু’জনে। তবে ভক্তদের দাবি, ওই গানটিই অক্ষয়-রবিনা জুটির ফিল্মি কেরিয়ারের সোনালি রেখা হিসেবে মনে থাকবে।

ছবি: সংগৃহীত।

০৪ ১৫
তবে ফিল্মি পর্দার বাইরেও অক্ষয়-রবিনার জুটি সুপারহিট হয়েছিল। বলিপাড়ায় গুঞ্জন ছিল, প্রেমপর্বের মাঝেই তা এক সময় বাগদান পর্যন্তও গড়িয়েছিল। দীর্ঘ দিন ধরে তা নিয়ে জল্পনাও চলেছিল। এক সময় বাগদানের কথা স্বীকারও করেন দু’জনে। তবে আজ দু’জনেই নিজের নিজের সংসার নিয়ে ব্যস্ত।

তবে ফিল্মি পর্দার বাইরেও অক্ষয়-রবিনার জুটি সুপারহিট হয়েছিল। বলিপাড়ায় গুঞ্জন ছিল, প্রেমপর্বের মাঝেই তা এক সময় বাগদান পর্যন্তও গড়িয়েছিল। দীর্ঘ দিন ধরে তা নিয়ে জল্পনাও চলেছিল। এক সময় বাগদানের কথা স্বীকারও করেন দু’জনে। তবে আজ দু’জনেই নিজের নিজের সংসার নিয়ে ব্যস্ত।

ছবি: সংগৃহীত।

০৫ ১৫
টুইঙ্কল খন্নাকে বিয়ে করে চুটিয়ে সংসার করছেন অক্ষয়। অন্য দিকে, অনিল ঠন্ডানির সঙ্গে ঘর পেতেছেন রবিনা। তবে অক্ষয়-রবিনা দু’জনেই একে-অপরের সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিলেন। এ কথা জানিয়েছেন দু’জনেই।

টুইঙ্কল খন্নাকে বিয়ে করে চুটিয়ে সংসার করছেন অক্ষয়। অন্য দিকে, অনিল ঠন্ডানির সঙ্গে ঘর পেতেছেন রবিনা। তবে অক্ষয়-রবিনা দু’জনেই একে-অপরের সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিলেন। এ কথা জানিয়েছেন দু’জনেই।

ছবি: সংগৃহীত।

০৬ ১৫
কবে, কখন বা কোথায় বাগদান হয়েছিল? সে সব খোলসা না করলেও তাঁদের সম্পর্কের অনেক কথা জানিয়েছেন রবিনা। তাঁর সঙ্গে যে অক্ষয় গোপনে মন্দিরে বিয়ে সেরে নিতে চেয়েছিলেন, তা-ও স্বীকার করেছেন সংবাদমাধ্যমে।

কবে, কখন বা কোথায় বাগদান হয়েছিল? সে সব খোলসা না করলেও তাঁদের সম্পর্কের অনেক কথা জানিয়েছেন রবিনা। তাঁর সঙ্গে যে অক্ষয় গোপনে মন্দিরে বিয়ে সেরে নিতে চেয়েছিলেন, তা-ও স্বীকার করেছেন সংবাদমাধ্যমে।

ছবি: সংগৃহীত।

০৭ ১৫
তবে তাঁদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াল না কেন? ‘খিলাড়ি’ অক্ষয়কে নাকি একেবারেই ভরসা করা যায় না— এমনই দাবি রবিনার। অনেকে বলেন, রবিনার এমন দাবির পিছনে যথেষ্ট যুক্তি রয়েছে। এক সময় রবিনার কটাক্ষ ছিল, ‘‘অক্ষয়ের সামনে যে মেয়েই আসুন না কেন, তাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসত। যে গতিতে ও এগোচ্ছে, তাতে মনে মুম্বয়ের প্রতি তিন-চারটি মেয়ের বাবাকেই ওকে মা-বাবা বলে ডাকতে হবে।’’

তবে তাঁদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াল না কেন? ‘খিলাড়ি’ অক্ষয়কে নাকি একেবারেই ভরসা করা যায় না— এমনই দাবি রবিনার। অনেকে বলেন, রবিনার এমন দাবির পিছনে যথেষ্ট যুক্তি রয়েছে। এক সময় রবিনার কটাক্ষ ছিল, ‘‘অক্ষয়ের সামনে যে মেয়েই আসুন না কেন, তাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসত। যে গতিতে ও এগোচ্ছে, তাতে মনে মুম্বয়ের প্রতি তিন-চারটি মেয়ের বাবাকেই ওকে মা-বাবা বলে ডাকতে হবে।’’

ছবি: সংগৃহীত।

০৮ ১৫
নব্বইয়ের দশকের গোড়ায় সাসপেন্স-থ্রিলার ছবি ‘খিলাড়ি’-তে কম খেলা করেননি অক্ষয়। তবে অনেকেই খোঁচা দিয়ে বলেন, ফিল্মি পর্দার বাইরেও অক্ষয় যে কত বড় খেলোয়াড় তা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন রবিনা। পরিচালকদ্বয় আব্বাস-মস্তানের ছবির নায়ককে সামাল দিতেই নাকি তাঁকে নাজেহাল হতে হয়েছিল।

নব্বইয়ের দশকের গোড়ায় সাসপেন্স-থ্রিলার ছবি ‘খিলাড়ি’-তে কম খেলা করেননি অক্ষয়। তবে অনেকেই খোঁচা দিয়ে বলেন, ফিল্মি পর্দার বাইরেও অক্ষয় যে কত বড় খেলোয়াড় তা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন রবিনা। পরিচালকদ্বয় আব্বাস-মস্তানের ছবির নায়ককে সামাল দিতেই নাকি তাঁকে নাজেহাল হতে হয়েছিল।

ছবি: সংগৃহীত।

০৯ ১৫
রবিনার সঙ্গে প্রেমপর্বের মাঝেই একের পর এক নায়িকার সঙ্গে অক্ষয়ের নাম জড়িয়েছিল। পূজা বাটরা, শিল্পা শেট্টি, টুইঙ্কল খন্না। এমনকি, ‘খতরোঁ কি খিলা়ড়ি’ ছবির সময় রেখার সঙ্গে অক্ষয়ের প্রেম নিয়ে রসালো আলোচনা চলতি বলিপাড়ায়। যদিও রবিনার দাবি, ‘‘আমার মনে হয় না, অক্ষয়ের সঙ্গে রেখার সম্পর্ক ছিল। উল্টে রেখার থেকে দূরে পালাত অক্ষয়। ওই ফিল্মের জন্যই রেখাকে সহ্য করতে হত। এক সময় তো অক্ষয়ের জন্য বাড়ি থেকে দুপুরের খাবার নিয়ে আসতে চেয়েছি্লেন রেখা। সে সময়ই আমি বাধা দিয়েছিলাম। মনে হয়েছিল, (রেখা) বড্ড বাড়াবাড়ি করছেন।’’

রবিনার সঙ্গে প্রেমপর্বের মাঝেই একের পর এক নায়িকার সঙ্গে অক্ষয়ের নাম জড়িয়েছিল। পূজা বাটরা, শিল্পা শেট্টি, টুইঙ্কল খন্না। এমনকি, ‘খতরোঁ কি খিলা়ড়ি’ ছবির সময় রেখার সঙ্গে অক্ষয়ের প্রেম নিয়ে রসালো আলোচনা চলতি বলিপাড়ায়। যদিও রবিনার দাবি, ‘‘আমার মনে হয় না, অক্ষয়ের সঙ্গে রেখার সম্পর্ক ছিল। উল্টে রেখার থেকে দূরে পালাত অক্ষয়। ওই ফিল্মের জন্যই রেখাকে সহ্য করতে হত। এক সময় তো অক্ষয়ের জন্য বাড়ি থেকে দুপুরের খাবার নিয়ে আসতে চেয়েছি্লেন রেখা। সে সময়ই আমি বাধা দিয়েছিলাম। মনে হয়েছিল, (রেখা) বড্ড বাড়াবাড়ি করছেন।’’

ছবি: সংগৃহীত।

১০ ১৫
এ হেন অক্ষয় সম্পর্কে অনেকেই বলেন, ‘ক্যাসানোভা’ শব্দটা যেন ওঁর সমার্থক। সাধে কি আর রবিনা বলেন, ‘‘কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তাঁর প্রতি বিশ্বস্ত থাকাটাই আসল। আমার কাছে সেটাই বড় ব্যাপার। তবে অক্ষয়ের কাছে এ সবের কোনও মূল্য নেই। ও আশা করে, প্রতি বারই আমি ওকে মাফ করে দেব। প্রায় তিন বছর ধরে সে রকমই করে এসেছিলাম। তবে শেষের দিকে আর নিতে পারছিলাম না!’’

এ হেন অক্ষয় সম্পর্কে অনেকেই বলেন, ‘ক্যাসানোভা’ শব্দটা যেন ওঁর সমার্থক। সাধে কি আর রবিনা বলেন, ‘‘কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তাঁর প্রতি বিশ্বস্ত থাকাটাই আসল। আমার কাছে সেটাই বড় ব্যাপার। তবে অক্ষয়ের কাছে এ সবের কোনও মূল্য নেই। ও আশা করে, প্রতি বারই আমি ওকে মাফ করে দেব। প্রায় তিন বছর ধরে সে রকমই করে এসেছিলাম। তবে শেষের দিকে আর নিতে পারছিলাম না!’’

ছবি: সংগৃহীত।

১১ ১৫
তবে কয়েক বছরের প্রেম হলেও অক্ষয়-রবিনার সম্পর্ক বিয়েতে পরিণতি পেতে চেয়েছিল। মহিলা ভক্তদের কাছে যাতে তাঁর জনপ্রিয়তা কমে না যায়, সে জন্য তাঁদের বিয়ের কথা গোপন রাখতে চেয়েছিলেন অক্ষয়। এমন দাবিও করেছেন রবিনা। তাতেও রাজি হয়েছিলেন তিনি।

তবে কয়েক বছরের প্রেম হলেও অক্ষয়-রবিনার সম্পর্ক বিয়েতে পরিণতি পেতে চেয়েছিল। মহিলা ভক্তদের কাছে যাতে তাঁর জনপ্রিয়তা কমে না যায়, সে জন্য তাঁদের বিয়ের কথা গোপন রাখতে চেয়েছিলেন অক্ষয়। এমন দাবিও করেছেন রবিনা। তাতেও রাজি হয়েছিলেন তিনি।

ছবি: সংগৃহীত।

১২ ১৫
বেশ সাদামাটা ভাবে বাগদানের অনুষ্ঠান হয়েছিল অক্ষয়-রবিনার। রবিনা বলেন, ‘‘আচমকাই ঠিক করেছিলাম, বাগদানের অনুষ্ঠান করব। এমন এক জনের সঙ্গে সম্পর্ক হয়েছিল, যাকে আমি চিনি, জানি। আমিও সব ছেড়েছুড়ে সকলের মতো স্বাভাবিক জীবনযাপন করতে চেয়েছিলাম। বিয়ের আগে থেকেই অভিনয় ছেড়ে দেব বলেও স্থির করেছিলাম।’’

বেশ সাদামাটা ভাবে বাগদানের অনুষ্ঠান হয়েছিল অক্ষয়-রবিনার। রবিনা বলেন, ‘‘আচমকাই ঠিক করেছিলাম, বাগদানের অনুষ্ঠান করব। এমন এক জনের সঙ্গে সম্পর্ক হয়েছিল, যাকে আমি চিনি, জানি। আমিও সব ছেড়েছুড়ে সকলের মতো স্বাভাবিক জীবনযাপন করতে চেয়েছিলাম। বিয়ের আগে থেকেই অভিনয় ছেড়ে দেব বলেও স্থির করেছিলাম।’’

ছবি: সংগৃহীত।

১৩ ১৫
একটি মন্দিরে তাঁদের বাগদানের অনুষ্ঠান হয়েছিল বলে জানিয়েছেন রবিনা। ওই অনুষ্ঠানের কথা যাতে ঘুণাক্ষরেও পাঁচকান না হয়, সে জন্য দু’জনের পরিবারের সদস্য ছাড়া কেউ আমন্ত্রিত ছিলেন না। রবিনার কথায়, ‘‘কোনও জাঁকজমক নয়, বেশ ছিমছাম অনুষ্ঠান হয়েছিল। মন্দিরের পুরোহিত পুজোটুজো করছিলেন। অনুষ্ঠানে থাকার জন্য আমার আর অক্ষয়ের পরিবার দিল্লি থেকে এসেছিল। অক্ষয়ের পরিবারের এক জন বয়স্ক মানুষ তো আমার মাথায় দোপাট্টা বেঁধে দিয়েছিলেন। হয়তো তিনি ভেবেছিলেন, আমাদের বিয়ে হচ্ছে!’’

একটি মন্দিরে তাঁদের বাগদানের অনুষ্ঠান হয়েছিল বলে জানিয়েছেন রবিনা। ওই অনুষ্ঠানের কথা যাতে ঘুণাক্ষরেও পাঁচকান না হয়, সে জন্য দু’জনের পরিবারের সদস্য ছাড়া কেউ আমন্ত্রিত ছিলেন না। রবিনার কথায়, ‘‘কোনও জাঁকজমক নয়, বেশ ছিমছাম অনুষ্ঠান হয়েছিল। মন্দিরের পুরোহিত পুজোটুজো করছিলেন। অনুষ্ঠানে থাকার জন্য আমার আর অক্ষয়ের পরিবার দিল্লি থেকে এসেছিল। অক্ষয়ের পরিবারের এক জন বয়স্ক মানুষ তো আমার মাথায় দোপাট্টা বেঁধে দিয়েছিলেন। হয়তো তিনি ভেবেছিলেন, আমাদের বিয়ে হচ্ছে!’’

ছবি: সংগৃহীত।

১৪ ১৫
বাগদান সত্ত্বেও বিয়ে করেননি। অক্ষয় এবং রবিনা— দু’জনেই সে দাবি করেছেন। এ নিয়ে দীর্ঘ দিন চুপ ছিলেন অক্ষয়। এক সময় সংবাদমাধ্যমে বলেন, ‘‘আমার এবং রবিনার কেবলমাত্র বাগদান হয়েছিল। যা পরে ভেঙে যায়। কিন্তু মাফ করবেন, আমার কখনই বিয়ে করিনি!’’

বাগদান সত্ত্বেও বিয়ে করেননি। অক্ষয় এবং রবিনা— দু’জনেই সে দাবি করেছেন। এ নিয়ে দীর্ঘ দিন চুপ ছিলেন অক্ষয়। এক সময় সংবাদমাধ্যমে বলেন, ‘‘আমার এবং রবিনার কেবলমাত্র বাগদান হয়েছিল। যা পরে ভেঙে যায়। কিন্তু মাফ করবেন, আমার কখনই বিয়ে করিনি!’’

ছবি: সংগৃহীত।

১৫ ১৫
বিয়ে পর্যন্ত না গড়ালেও দু’জনের মধ্যে তিক্তটা ছিল না বলে দাবি অক্ষয়ের। তিনি বলেন, ‘‘রবিনার সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও আমরা দীর্ঘ দিন একসঙ্গে কাজ করেছি।’’

বিয়ে পর্যন্ত না গড়ালেও দু’জনের মধ্যে তিক্তটা ছিল না বলে দাবি অক্ষয়ের। তিনি বলেন, ‘‘রবিনার সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও আমরা দীর্ঘ দিন একসঙ্গে কাজ করেছি।’’

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy