নতুন প্রেমিক অদিল খান দুর্রানীর সঙ্গে সর্বত্রই দেখা যাচ্ছে রাখি সবন্তকে। খুনসুটি থেকে প্রেম— সম্পর্কের রসায়ন ধরা পড়ছে ক্যামেরার সামনেই।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ ০৮:৫৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
রাখি সবন্ত মানেই নতুন খোরাক। রাখি সবন্ত মানেই বিস্ফোরক মন্তব্য। ক্যামেরার লেন্সের সামনে ধরা দিলে নতুন চমক নিয়ে আসেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রীকে তাঁর নতুন প্রেমিক অদিল খান দুর্রানীর সঙ্গে সর্বত্র দেখা যাচ্ছে। খুনসুটি থেকে প্রেম— সম্পর্কের রসায়ন ধরা পড়ছে ক্যামেরার সামনে।
০২১৫
কখনও বিয়ের দিনই অন্তঃসত্ত্বা হওয়ার ইচ্ছাপ্রকাশ করছেন আবার কখনও চাইছেন অদিলের সঙ্গে ছোট পর্দার সামনে আসতে। ‘নাচ বলিয়ে’, ‘ঝলক দিখলা জা’ এবং ‘বিগ বস’-এর ১৬তম সিজনেও তিনি অদিলের সঙ্গে অংশগ্রহণ করতে চান।
০৩১৫
এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘বিগ বস’-এ গেলে তিনি ‘ভাইজান’-এর কাছে অনুরোধ করবেন যে তিনি যেন রাখির সঙ্গে অদিলের বিয়ে দেন। ‘বিগ বস’-এর নতুন ঝলক নিয়েও হাজির হয়েছেন সলমন খান। এখনও পর্যন্ত জানা যায়নি প্রতিযোগীদের নাম। তবে, রাখি-অদিল জুটিকে কি সত্যিই দেখা যাবে এ বার?
০৪১৫
এর আগেও রাখিকে দেখা গিয়েছে এই রিয়্যালিটি শোয়ে। কখনও তিনি শোয়ের এক প্রতিযোগীকে হৃদ্রোগ সংক্রান্ত সমস্যা দূর করতে আলু খেতে বলেছেন। কখনও জানিয়েছেন, বেশি তেলযুক্ত খাবার খেলে কোলেস্টেরলের সমস্যা দেখা দেয়।
০৫১৫
তিনি নাকি চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনাও করেছেন। কানাডা থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করে ভারতে ফিরেছেন রাখি, এমনটাই জানিয়েছিলেন ‘বিগ বস’-এর অনুষ্ঠানে।
০৬১৫
অভিনেত্রী ‘বিগ বস’-এর ঘর মাতিয়ে রেখেছিলেন ১৫তম সিজনেও। তখন তাঁর সঙ্গী ছিল অন্য কেউ। যে শো’য়ে তিনি তাঁর বর্তমান প্রেমিকের সঙ্গে যেতে চাইছেন, ২০২১ সালে সেই অনুষ্ঠানেই রীতেশ সিংহের হাত ধরে প্রবেশ করেছিলেন রাখি।
০৭১৫
রীতেশের সঙ্গে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু পরবর্তী কালে অভিনেত্রী জানতে পারেন, রীতেশ তাঁকে ঠকিয়েছেন। রাখিকে বিয়ে করার সময় বিবাহিত ছিলেন রীতেশ। জানার পর রাখি-রীতেশের বিবাহবিচ্ছেদ হয়।
০৮১৫
তবে, এই প্রথম নয়, রাখি এর আগেও বহু সম্পর্কে জড়িয়েছেন। বিয়ে করেছেন, হয়েছে বিবাহবিচ্ছেদও। কিন্তু এই সম্পর্কের সত্যতা কতটা তা জানতে পারেননি কেউই।
০৯১৫
দীপক কালাল যখন প্রচারের তুঙ্গে, তখনই তাঁর সঙ্গে সম্পর্কে জড়ান রাখি। নেটমাধ্যমে একসঙ্গে প্রচুর ছবি, ভিডিয়ো তুলে পোস্টও করেছিলেন তাঁরা।
১০১৫
২০১৮ সালের ৩১ ডিসেম্বর বিয়ে করবেন দু’জনে, প্রকাশ্যে ঘোষণাও করেছিলেন রাখি। পরে ইনস্টাগ্রামে তিনি নিজেই জানান, দীপকের সঙ্গে তাঁর সম্পর্কের সুতো ছিঁড়ে গিয়েছে।
১১১৫
২০০৯ সালে এক ছোটপর্দায় রাখি স্বয়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন অভিনেতা রাম কপূর।
১২১৫
প্রায় এক মাস এই অনুষ্ঠান চলার পর রাখি তাঁর উপযুক্ত জীবনসঙ্গী বেছে নেন। টরন্টোর এক ব্যবসায়ী ইলেশ পারুজনওয়ালার সঙ্গে অনুষ্ঠানের শেষে তাঁর আংটি বদলও হয়।
১৩১৫
কিন্তু পরবর্তী কালে রাখি জানান, ইলেশ রাখিকে বিয়ের পর নিজের কাজ ছেড়ে তাঁর সঙ্গে কানাডায় গিয়ে থাকার প্রস্তাব দেন। এই প্রস্তাবে রাখি রাজি না হওয়ায় তাঁদের সম্পর্কে ছেদ পড়ে।
১৪১৫
ইলেশের সঙ্গে বিচ্ছেদের পর রাখি তাঁর ডান্স কোরিয়োগ্রাফার অভিষেক অবস্তির সঙ্গে সম্পর্কে জড়ান। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে-র দিনে তাঁদের সম্পর্কের তিক্ততা প্রকাশ্যে আসে।
১৫১৫
ভালবাসা উদ্যাপনের দিনেই অভিষেকের গালে চড় মারেন অভিনেত্রী। রাখি জানতে পারেন, অভিষেক তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। বলিপাড়ার অধিকাংশের দাবি, শিরোনামে থাকতেই রাখি নিজের নাম বার বার অন্য পুরুষের সঙ্গে জড়ান। রাখির জীবনে ঘন ঘন সঙ্গীবদলই প্রশ্ন তৈরি করছে তাঁর অনুরাগীদের মনে।