President Wickremsinghe said Sri Lanka to review national security strategy amidst growing International rivalries dgtl
Indian Ocean
ভারত মহাসাগরে কোমর বেঁধে নামছে শ্রীলঙ্কাও, ‘নিরপেক্ষ’ অবস্থানের নেপথ্যে কি চিনের হাত?
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বিক্রমসিঙ্ঘে জানিয়েছেন, ভারত মহাসাগরে প্রভাব বিস্তারের লড়াইয়ে নিরপেক্ষ অবস্থান নেবে শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রটি কেবল নিজেদের নিরাপত্তার দিকেই মনোযোগ দেবে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলম্বোশেষ আপডেট: ২১ অগস্ট ২০২৩ ০৮:১৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
জাতীয় সুরক্ষা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করল শ্রীলঙ্কা। ভারত মহাসাগর অঞ্চলে নিরাপত্তাবৃদ্ধির দিকে নজর দিতে চাইছে দ্বীপরাষ্ট্রটি।
০২১৬
গত কয়েক বছর ধরেই ভারত মহাসাগর অঞ্চল কূটনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান হিসাবে উঠে এসেছে। এই অঞ্চলে প্রভাব বিস্তারের লড়াইয়ে কার্যত সম্মুখসমরে নেমেছে আমেরিকা এবং চিন।
০৩১৬
ইউক্রেন যুদ্ধের আবহে পশ্চিমি দুনিয়ার সঙ্গে দূরত্ব বেড়েছে রাশিয়ার। রাশিয়া যাতে ভারত মহাসাগরীয় অঞ্চলে নাক না গলাতে পারে, সে দিকেও নজর রাখছে পশ্চিমি শক্তি।
০৪১৬
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের একাধিপত্য কমানোর লক্ষ্যে পাশাপাশি এসেছে আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান এবং ভারত। তৈরি হয়েছে চতুর্দেশীয় ‘কোয়াড’ গোষ্ঠী।
০৫১৬
এই আবহে শনিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে জানিয়েছেন, ভারত মহাসাগরের এই ‘লড়াইয়ে’ নিরপেক্ষ অবস্থান নেবে শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রটি কেবল নিজেদের নিরাপত্তা এবং উন্নতির দিকেই মন দেবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।
০৬১৬
শনিবার শ্রীলঙ্কার দক্ষিণের জেলা গল-এ নৌসেনার আধিকারিকদের সামনে বক্তৃতা করছিলেন বিক্রমসিঙ্ঘে। সেখানেই তিনি দেশের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কৌশল বদলের কথা জানান।
০৭১৬
বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং জলবায়ু পরিস্থিতির নিরিখে এই নিরাপত্তা সংক্রান্ত কৌশল পুনর্বিবেচনা করা প্রয়োজন বলে জানান বিক্রমসিঙ্ঘে।
০৮১৬
বিক্রমসিঙ্ঘের কথায় উঠে আসে ভারত মহাসাগরীয় অঞ্চল নিয়ে চিন এবং আমেরিকার টানাপড়েনের বিষয়টিও। তবে ছোট দ্বীপরাষ্ট্র হলেও এই মহাসাগরে যে শ্রীলঙ্কার গুরুত্ব অপরিসীম তা স্মরণ করিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট।
০৯১৬
বিক্রমসিঙ্ঘে বলেন, “আন্তর্জাতিক বাণিজ্যে ভারত মহাসাগর বড় ভূমিকা পালন করে। আর দ্বীপরাষ্ট্র হিসাবে এই সাগরে বড় ভূমিকা রয়েছে আমাদেরও।”
১০১৬
ভারত মহাসাগর দিয়ে ঘেরা শ্রীলঙ্কার সমসাময়িক নিরাপত্তা কৌশল ঠিক করতে এক অবসরপ্রাপ্ত মেজর জেনারেলের নেতৃত্বে একটি টিম গঠন করেছে শ্রীলঙ্কা। এই টিম রিপোর্ট দেবে শ্রীলঙ্কার জাতীয় নিরাপত্তা সংস্থাকে।
১১১৬
পরিবর্তিত ভারত মহাসাগরের কথা বলতে গিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জানান, ক্রমশ ডুবোজাহাজ এবং নজরদার জাহাজের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেখানে।
১২১৬
অর্থনৈতিক এবং রাজনৈতিক সঙ্কটে ভোগা শ্রীলঙ্কার উপরে চিনের প্রভাবের কথা সুবিদিত। দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশের মতো শ্রীলঙ্কাও চিনের ঋণের ফাঁদে আটকে পড়েছেন বলে মনে করেন আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকদের একাংশ।
ওই গুপ্তচর জাহাজ ৭৫০ কিলোমিটারের মধ্যে পরমাণু ও ক্ষেপণাস্ত্র বিষয়ক গবেষণার তথ্য সংগ্রহ করতে পারে বলে জানা গিয়েছিল। সে সময় তামিলনাডুর কালপক্কম, কুডানকুলাম-সহ বিভিন্ন পরমাণু গবেষণা কেন্দ্রের উপর গুপ্তচরবৃত্তি করতে ওই জাহাজ শ্রীলঙ্কা উপকূল থেকে এসেছিল বলে মনে করেছিল প্রতিরক্ষা মন্ত্রক।
১৫১৬
শ্রীলঙ্কার এই নিরপেক্ষ অবস্থান ঘোষণার নেপথ্যে চিনের হাতযশ দেখছেন কেউ কেউ। তাঁদের ধারণা, আপাত নিরপেক্ষতার কথা বলে আদতে ভারত মহাসাগরে চিনের একাধিপত্যকেই সুনিশ্চিত করতে চাইছে শ্রীলঙ্কা।
১৬১৬
অর্থনৈতিক ভাবে দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কার পাশে ভারত দাঁড়ানোয় অনেকটাই কাছাকাছি এসেছে নয়াদিল্লি এবং কলম্বো। রাজাপক্ষে আমলের সাময়িক শীতলতা কাটিয়ে উষ্ণ হয়েছে দুই প্রতিবেশীর সম্পর্ক। ভারত মহাসাগরে চিনের প্রভাব এবং প্রসার কমাতে শ্রীলঙ্কাকে ভারত নিজের অনুকূলে আনতে পারে কি না, তা-ই এখন দেখার।