Advertisement
০৫ নভেম্বর ২০২৪

‘তলবার’এর ট্রেলার লঞ্চে কঙ্কনা-ইরফান

মে, ২০০৮। নয়ডার জোড়া হত্যাকান্ডের খবরে থমকে গিয়েছিল গোটা দেশ। সে সময়ে ১৪ বছরের আরুষি তলোয়ার এবং তারই বাড়ির পরিচারক হেমরাজের দেহ উদ্ধার করে পুলিশ। বাস্তবের সেই নৃশংস হত্যাকাহিনি এ বার দেখা যাবে সেলুলয়েডে। সৌজন্যে পরিচালক মেঘনা গুলজার। তাঁর আগামী ছবি ‘তলবার’ মুক্তি পাবে ২ অক্টোবর। সেখানেই আরুষি হত্যাকান্ডের ওপর নির্ভর করে চিত্রনাট্য সাজিয়েছেন তিনি।

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৫ ১৭:১৯
Share: Save:

মে, ২০০৮। নয়ডার জোড়া হত্যাকান্ডের খবরে থমকে গিয়েছিল গোটা দেশ। সে সময়ে ১৪ বছরের আরুষি তলোয়ার এবং তারই বাড়ির পরিচারক হেমরাজের দেহ উদ্ধার করে পুলিশ। বাস্তবের সেই নৃশংস হত্যাকাহিনি এ বার দেখা যাবে সেলুলয়েডে। সৌজন্যে পরিচালক মেঘনা গুলজার। তাঁর আগামী ছবি ‘তলবার’ মুক্তি পাবে ২ অক্টোবর। সেখানেই আরুষি হত্যাকান্ডের ওপর নির্ভর করে চিত্রনাট্য সাজিয়েছেন তিনি। মুখ্য চরিত্রে রয়েছেন কঙ্কনা সেনশর্মা এবং ইরফান খান। শনিবার মুম্বইতে ছবির ট্রেলার লঞ্চে হাজির ছিলেন কলাকুশলীরা।— নিজস্ব চিত্র।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE