Pathaan: all unknown facts about Bollywood movie Pathaan dgtl
Pathaan
সিনেমার শুটিংয়ের সময় মারপিটে জড়ান ছবির ‘মেরুদণ্ড’! এক নজরে ‘পাঠান’-এর কিছু অজানা তথ্য
‘পাঠান’-এর আগে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ-দীপিকা। ঘটনাচক্রে এই চারটি সিনেমাতেই বিশাল-শেখরের সঙ্গীত রয়েছে।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ ১৬:০০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২০
বুধবার মুক্তি পেয়েছে শাহরুখ-দীপিকা অভিনীত বড় বাজেটের সিনেমা ‘পাঠান’। প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস-এর গুপ্তচর ব্রহ্মাণ্ডের এই সিনেমা মুক্তির দিনেই সাড়া ফেলেছে।
০২২০
বহু বিতর্ক এবং বয়কট গ্যাংয়ের রোষের মুখে পড়েও প্রথম দিনেই এই সিনেমা হইহই করে ৫৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। শুক্রবারের মধ্যেই এই সিনেমা ১০০ কোটির বেড়া টপকাবে বলে মনে করা হচ্ছে। ‘পাঠান’ নিয়ে দেশ জুড়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা থাকলেও এই সিনেমা নিয়ে এখনও অনেক তথ্যই অনুরাগীদের অজানা।
০৩২০
‘পাঠান’ যশরাজ ফিল্মসের সঙ্গে শাহরুখের একাদশ ছবি এবং দীপিকার তৃতীয় ছবি।
০৪২০
শাহরুখের এই সিনেমায় একঝলক দেখা গিয়েছে বলিউডের ‘ভাইজান’ সলমন খানকেও। এই সিনেমায় একটি ছোট ভূমিকায় অভিনয় করেছেন সলমন। ‘পাঠান’ হল যশরাজের তৃতীয় সিনেমা যেখানে সলমনকে দেখা গেল।
০৫২০
যশরাজের সঙ্গে সলমনের চতুর্থ সিনেমা ‘টাইগার ৩’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ২০২৩-এর ২৩ নভেম্বর এই সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে।
০৬২০
পাঠানকে ধরে এই নিয়ে চারটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে দেখা গিয়েছে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনকে।
০৭২০
এর আগে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় একসঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল শাহরুখ-দীপিকাকে। ঘটনাচক্রে এই চারটি সিনেমাতেই বিশাল-শেখরের সঙ্গীত রয়েছে।
০৮২০
শাহরুখ এবং দীপিকা এর আগে একসঙ্গে তিনটি ছবি করলেও ‘পাঠান’ই প্রথম সিনেমা যেখানে দু’জনকে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাকশন করতে দেখা গিয়েছে।
০৯২০
প্রায় চার বছর পর আবার বড় পর্দায় মুক্তি পেল শাহরুখের সিনেমা। তাঁর শেষ সিনেমা ছিল ‘জ়িরো’। মুক্তি পেয়েছিল ২০১৮ সালে।
১০২০
হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালন অভিনীত কালজয়ী সিনেমা ‘র্যাম্বো’-র রিমেক তৈরির কাজে হাত দিয়েছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। কিন্তু হৃতিক রোশনের ‘ওয়ার’ সিনেমার পরিচালনার জন্য তিনি সেই কাজ পিছিয়ে দেন।
১১২০
সিদ্ধার্থ ঠিক করেছিলেন ‘ওয়ার’ মুক্তির পরই তিনি সেই ‘র্যাম্বো’র রিমেক বানাবেন। কিন্তু মাঝে এসে যায় ‘পাঠান’ পরিচালনার দায়িত্ব। আর সেই কারণেই তিনি ‘র্যাম্বো’র রিমেক তৈরির কাজ আবার পিছিয়ে দেন।
১২২০
বলিউডে গুজব রয়েছে যে, সিদ্ধার্থ একই অভিনেত্রীকে নিয়ে দু’বার কাজ করেন না। কিন্তু ‘পাঠান’ ছবিতে সেই নিয়ম নাকি নিজেই ভেঙেছেন পরিচালক। দীপিকাই একমাত্র অভিনেত্রী যাঁকে সিদ্ধার্থের সিনেমায় দ্বিতীয় বার দেখা গেল।
১৩২০
শাহরুখ-দীপিকা জুটির কোনও সিনেমাই কখনও বক্স অফিসে মার খায়নি। ‘পাঠান’-এর আগে তাঁদের একসঙ্গে করা তিনটি সিনেমাও বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি টপকেছিল। সেই পথেই এগোচ্ছে ‘পাঠান’ও।
১৪২০
‘পাঠান’ যশরাজের গুপ্তচর ব্রহ্মাণ্ডের চতুর্থ সিনেমা। এর পর মুক্তির অপেক্ষায় রয়েছে সলমনের ‘টাইগার ৩’ এবং হৃতিকের ‘ওয়ার ২’।
১৫২০
মনে করা হয়, যে কোনও ছবির ‘মেরুদণ্ড’ সেই সিনেমার পরিচালক। ‘পাঠান’ ছবির শুটিং চলাকালীন নাকি এক জন সহকারী পরিচালকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন পরিচালক সিদ্ধার্থ। সেটে বেঁধে দেওয়া নিয়মগুলি অনুসরণ না করা থেকেই নাকি গন্ডগোলের সূত্রপাত।
১৬২০
সেই ঝামেলা নাকি হাতাহাতি পর্যন্ত গড়ায়। তাঁরা একে অপরকে চড় মারেন বলেও শোনা যায়। এক জন জুনিয়র আর্টিস্ট সেই ঘটনার ভিডিয়ো করতে গেলে নাকি সিদ্ধার্থ তাঁর ফোন কেড়ে নেন।
১৭২০
ঘটনাটি নিয়ে সংবাদমাধ্যমে চর্চা শুরু হলে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয় যে এ রকম কোনও ঘটনা শুটিং চলাকালীন ঘটেনি।
১৮২০
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘নিউ ইয়র্ক’-এর ১৩ বছর পর পাঠান সিনেমায় আবার যশরাজের সঙ্গে জুটি বাঁধলেন জন।
১৯২০
‘পাঠান’ হল শাহরুখ এবং জনের সঙ্গে পরিচালক হিসাবে সিদ্ধার্থের প্রথম সিনেমা।
২০২০
‘পাঠান’ সিনেমা তৈরি করতে যশরাজ ফিল্মসের মোট ২৫০ কোটি টাকা খরচ হয়েছে।