Parambrata Chatterjee talks about how he is handling negative comments on his new marriage with Piya Chakraborty dgtl
Parambrata-Piya Marriage
অনুপমের প্রাক্তন ঘরনিকে বিয়ে করে প্রশ্নের মুখে পরমব্রত, পরম-পিয়ার ‘অস্বস্তি’ নিয়ে সরব নায়ক
সদ্য বিবাহিত পরম-পিয়া জুটি। নভেম্বরের শেষে বান্ধবী পিয়া চক্রবর্তীকে বিয়ে করে কটাক্ষের মুখে পড়েন পরমব্রত চট্টোপাধ্যায়।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ১১:৫১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
তারকাদের বিয়ে নিয়ে আলোচনার চল চিরকালীন। কিন্তু সমাজমাধ্যমের কল্যাণে জনতার নীতিপুলিশির হার এত বেড়ে গিয়েছে যে সামলানোই দায়! যেমন সদ্যবিবাহিত পরম-পিয়া জুটি। নভেম্বরের শেষে বান্ধবী পিয়া চক্রবর্তীকে বিয়ে করে কটাক্ষের মুখে পড়েন পরমব্রত চট্টোপাধ্যায়। কেমন আছেন তিনি? জানালেন আনন্দবাজার অনলাইনকে।
০২১৭
মঙ্গলবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিন। সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে অবশেষে পরমের দেখা পেল ভক্তকুল। নেহাত আচমকাই ২৭ নভেম্বর সমাজমাধ্যমে প্রকাশ্যে আসে পরমব্রত ও পিয়ার বিয়ের ছবি। ছিমছাম ঘরোয়া আমেজেই সইসাবুদ মিটিয়েছিলেন তাঁরা।
০৩১৭
তবে সমাজমাধ্যমের পাতায় তাঁদের ছবি দেখে শুভেচ্ছার থেকে কটাক্ষ এবং সমালোচনার পাল্লা ভারী ছিল।
০৪১৭
প্রসঙ্গত, সঙ্গীতশিল্পী অনুপম রায়ের সঙ্গে কয়েক বছর আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে পিয়ার। জানা যায় অনুপম, পিয়া ও পরমব্রত সবাই খুব ভাল বন্ধু ছিলেন। তার জেরেই এই নীতিপুলিশির ঝড় ওঠে।
০৫১৭
দু’জন প্রাপ্তবয়স্কের স্বাধীন সিদ্ধান্তকে মেনে নিতে অসুবিধা হচ্ছিল সমাজের একাংশের। তাই নানা ভাবে আক্রমণ করা হয় নবদম্পতিকে। নৈতিকতা, বিয়ে নামক প্রতিষ্ঠানের পবিত্রতা, ন্যায়-অন্যায় নিয়ে সমাজের ‘রক্ষাকর্তারা’ সমানে নিজেদের মত প্রকাশ করা শুরু করেন।
০৬১৭
কাঠগড়ায় দাঁড় করানো হয় দু’জনকে। এবং সেই সব আলোচনা এখনও চলেই যাচ্ছে। যদিও এ বিষয়ে পরমব্রত এবং পিয়া— দু’জনেই তাঁদের রুচি এবং পরিণত বুদ্ধির পরিচয় দেখিয়েছেন।
০৭১৭
কোনও রকম কটাক্ষের জবাব তাঁরা প্রকাশ্যে দেননি। খুবই ঘনিষ্ঠ পরিসরে বিয়ে সেরে তাঁরা মধুচন্দ্রিমায় ইউরোপে ঘুরতে চলে গিয়েছিলেন।
০৮১৭
২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরমব্রত। অনুষ্ঠান শেষে নন্দনের মূল ভবনে পরমব্রতকে ঘিরে তখন অনুরাগীদের ভিড়। কাউকে নিরাশ করলেন না।
০৯১৭
ধৈর্য ধরে তাঁদের নিজস্বীর আবদার মেটালেন। তারকাকে ঘিরে এই জনস্রোতের একাংশই তো সমাজমাধ্যমে কয়েক দিন আগে তাঁর বিয়ে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন। খারাপ লাগে না?
১০১৭
পরমব্রত হেসে বললেন, ‘‘আমরা জানতাম এটা হবে। সমাজমাধ্যমে এখন প্রত্যেকেই তাঁদের অবদমিত রাগ, হতাশা এবং বিচার-বিশ্লেষণ প্রকাশ করেন।’’
১১১৭
এরই সঙ্গে পরমব্রত যোগ করলেন, ‘‘আমি এত দিন পর বিয়ে করলাম। সেটা নিয়ে তো নানা জনের নানা বক্তব্য থাকবেই! আজকাল অন্তঃসত্ত্বা মহিলার ছবি পোস্ট করলে তাঁকে পর্যন্ত মানুষ ছাড়ে না! সেখানে আমি এমন এক জনকে বিয়ে করেছি, যাঁর আগে একটা বিয়ে ছিল। তাই সবটা মিলিয়ে এ রকম যে হবে সেটা জানাই ছিল।’’
১২১৭
পরমব্রতর মতে, তারকা হিসাবে ট্রোলিং নিয়ে বাঁচতে তিনি শিখে গিয়েছেন। তাঁর কথায়, ‘‘আজকে সবাইকেই এটার সম্মুখীন হতে হয়। কখনও রাজ-শুভশ্রী, কখনও আবার সৃজিত-মিথিলা— সবাইকেই কিছু না কিছু ভাবে ফেস করতে হচ্ছে।’’
১৩১৭
সোমবার শহরে ফিরেছেন পরমব্রত। বললেন, ‘‘এ বছর চলচ্চিত্র উৎসবে থাকতে পারিনি। কিন্তু বলেছিলাম সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকব। আগামী বছর উৎসবের শুরু থেকেই থাকার ইচ্ছে রয়েছে।’’
১৪১৭
বিয়ের পর তাঁর জীবন কতটা বদলাল? পরমব্রতর সহজ উত্তর, ‘‘বিয়ের পর মানুষের জীবন তো অবশ্যই বদলায়। এত তাড়াতাড়ি হয়তো বদলটা বুঝতে পারব না। আর কয়েকটা মাস গেলে বোধহয় বদলটা বুঝতে সময় লাগবে।’’
১৫১৭
এই মুহূর্তে শহরেই থাকবেন পরমব্রত। ২৪ ডিসেম্বর ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব নিয়ে একটি রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করেছেন পরমব্রত এবং পিয়া।
১৬১৭
জানুয়ারি মাসে তাঁর পরিচালিত নতুন বাংলা ছবির শুটিং শুরু করবেন অভিনেতা।
১৭১৭
তাঁর শেষ পরিচালিত ওয়েব সিরিজ় ‘পর্ণশবরীর শাপ’ দর্শকের মনে জায়গা করে নিতে পেরেছিল। খুব তাড়াতাড়ি তিনি হিন্দি ছবির পরিচালনা করবেন বলে জানা গিয়েছে।