রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। এ বার জানা গেল ইকবাল আনসারিও পেয়েছেন আমন্ত্রণ।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪ ১১:৫৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
অযোধ্যায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে শেষ মুহূর্তের কাজ। সেজে উঠছে গোটা শহর। উপলক্ষ অবশ্যই রামমন্দিরের উদ্বোধন। পাশপাশি সেই অনুষ্ঠানের আমন্ত্রিতদের নিয়ে জল্পনাও এখন তুঙ্গে। এ বার জানা গেল ইকবাল আনসারিও পেয়েছেন আমন্ত্রণ।
০২১০
বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলায় অন্যতম প্রতিনিধি ছিলেন তিনি। মুসলিম পক্ষের প্রধান মামলাকারীদের মধ্যে এক জন সেই ইকবাল আনসারিকে আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
০৩১০
অযোধ্যায় মন্দির নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর তরফে শুক্রবার ইকবালকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
০৪১০
অযোধ্যার রামপথের অদূরে কোটিয়া পাঞ্জিটোলা এলাকার বাসিন্দা ইকবাল শনিবার জানিয়েছেন, তাঁর কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র।
০৫১০
ট্রাস্টের তরফে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) কর্মীরা ইকবালের বাড়ি গিয়ে তাঁর হাতে আমন্ত্রণপত্রটি তুলে দেন।
০৬১০
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর শনিবার অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে দেখা গিয়েছিল বাবরি মসজিদ পক্ষের মামলাকারী ইকবালকে।
০৭১০
সে দিন তিনি জানিয়েছিলেন, ২২ জানুয়ারির অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে যাবেন।